টুকরো খবর
বেনাপোলে ধর্মঘট প্রত্যাহার
সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির দাবি পূরণের আশ্বাস মেলায় বুধবার বাংলাদেশের বেনাপোল বন্দরের শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার নিলেন। যদিও এ দিন ভারতের পেট্রাপোল ও বেনাপোলের মধ্যে সীমান্ত-বাণিজ্য স্বাভাবিক হয়নি। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ অবশ্য জানান, আজ, বৃহস্পতিবার থেকে পুরোদস্তুর বাণিজ্য চলবে। বেনাপোল বন্দর এই নিয়ে একই দাবিতে এক মাসের ব্যবধানে দু’দফায় ৪ দিন করে ৮ দিন ধর্মঘট হল বেনাপোলে। বুধবার, ধর্মঘটের চতুর্থ দিনে স্থানীয় সাংসদ শেখ আফিলউদ্দিন সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। তার আগে স্থানীয় সাংসদ বেনাপোল অ্যাসোসিয়েশন ভবনে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে বৈঠক করেন। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আবুল আওয়াল হাওলাদার জানান, বুধবার বিকেলের পর থেকেই শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। ধর্মঘটের কারণে সৃষ্ট সমস্যা দূর করতে শুক্রবার ও শনিবার শ্রমিকেরা বাড়তি কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

ত্রৈমাসিক ফলাফল
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) এইচডিএফসি-র মুনাফা ১৮.৬% বেড়ে হয়েছে ১,০০২ কোটি টাকা। আর এই সময়ে তাদের মোট আয়ও ৩,৮২১.৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৪,৯৪২.৩১ কোটি টাকা। প্রথম ত্রৈমাসিকে জেএসডব্লিউ স্টিলের উৎপাদন বেড়েছে ২৭%। হয়েছে ২১.৪ লক্ষ টন। এই সময়ে ইস্পাতের চাদরের উৎপাদন ৩৬% বেড়ে দাঁড়িয়েছে ১৬.১ লক্ষ টনে। আর ইস্পাতের রডের উৎপাদন ২৭% বেড়ে হয়েছে প্রায় সাড়ে ৪ লক্ষ টন।

আসিয়ান-এ গতি চান লুং
নিজেদের মধ্যে বাণিজ্য বাড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের মতো এক শক্তিশালী ‘আসিয়ান’ গোষ্ঠী গড়ে তুলুক এশিয়ার দেশগুলি। আজ নয়াদিল্লিতে এসে এই বার্তা দিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিয়েন লুং। পাশাপাশি দক্ষিণ পুর্ব এশিয়ার কূটনীতিতে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন তিনি। লুং জানান, তিনি চান সিঙ্গাপুরে ভারতীয় সংস্থাগুলি আরও বেশি দফতর খুলুক। কারণ তাঁর দেশ ইংরেজি-ভাষী। লুংয়ের কথায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ‘পুবে তাকাও’ নীতির সফল রূপায়নে সিঙ্গাপুর ভারতকে সহায়তায় প্রস্তুত।

আয় বাড়াল এআই
মে থেকে প্রায় দু’মাস ধরে পাইলট ধর্মঘট চলা সত্ত্বেও এই অর্থবর্ষের প্রথম তিন মাসে (এপ্রিল-জুন) ২০.৮% আয় বাড়াল এয়ার ইন্ডিয়া (এআই)। এবং তা দাঁড়াল ২,৯০০ কোটি টাকায়। ধর্মঘটের কারণে তারা হারিয়েছে ৬০০ কোটি আয়। আগের বছর একই সময় সংস্থা আয় করে ২,৪০০ কোটি।

আমেরিকার রেটিং
আমেরিকার ক্রেডিং রেটিং আগের মতো সর্বোচ্চ ধাপেই (এএএ) রাখল ফিচ। অর্থনীতি সম্পর্কে তাদের পূর্বাভাসও নেতিবাচক বলে জানিয়েছে তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.