শরীর টানে না, মাঠের আকর্ষণ কমেনি প্রৌঢ়ের

লাকায় খেলাধুলো হলে বিশেষত ফুটবল হলে সাদা ধুতি পাঞ্জাবি পরা প্রবীণ মানুষটি হজির থাকবেনই। তিনি দুবরাজপুরের নিত্যনারায়ণ চক্রবর্তী। এলাকার মানুষ অবশ্য পাঁচু চক্রবর্তী নামেই চেনেন। ৭৭ বছরের নিত্যনারায়ণবাবুকে এক সময় স্কুল কলেজে বা তার পরেও চুটিয়ে ফুটবল ভলিবল খেলতে দেখা গিয়েছে। বয়সের ভারে ক্নান্ত এবং অসুস্থ নিত্যনারায়ণবাবু প্রায় আধ দশক আগে খেলা ছাড়লেও এখনও খেলার মাঠের অমোঘ অকর্ষণ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি। একই ভাবে খেলার উদ্যোক্তারাও তাঁকে ডাকতে ভোলেন না। তা সেটা দুবরাজপুর পুরসভা আয়োজিত কোনও খেলাই হোক বা দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রম পরিচালিত ঐতিহ্যশালী সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট হোক। তিনি আছেন কখনও খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠের ভেতরে, কখনও পুরস্কার বিতরণী মঞ্চে। পুরপ্রধান পীযূষ পাণ্ডে এবং দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ উভয়েই নিত্যনারায়ণবাবু সম্পর্কে বললেন, “উনি খেলাপ্রেমী মানুষ। এই বয়সেও সমান উৎসাহ এবং প্রথম থেকেই ওতোপ্রত ভাবে জড়িয়ে রয়েছেন। তাই তাঁকে ছাড়া খেলা করানোর কথা ভাবাই যায় না।”
তবে খেলতে যাওয়ার পথে বহুবছর আগে ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি এখনও তাড়া করে ফেরে নিত্যনারায়ণবাবুকে। তাঁর কথায়, “১৯৫৬ সালে ১৪ সেপ্টেম্বর আমরা দুবরাজপুরের টাউনক্লাবের ফুটবল দলের সদস্যরা ট্রাকে করে একটি ফুটবল টুর্নামেন্ট খেলতে খযরাশোলের রূপসপুর যাচ্ছিলাম। হঠাৎ ট্রাকটি উল্টে গেলে। গাড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল আমাদের দলের দুই সদস্য শুশ্রুত বক্সী ও রথীন চট্টোপাধ্যায়ের। জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম আমরা অনেকেই। শোকস্তব্ধ দুবরাজপুরে ওই দিন কারও বাড়িতে রান্না চড়েনি। ওই দুর্ঘটনার পর থেকে আর সে ভাবে ফুটবল দল তৈরি হয়নি। অথচ দুর্ঘটনার আগের দিন ইন্টার কলেজ টুর্নামেন্টে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের যে দলটি সিউড়ি বিদ্যাসাগর কলেজকে হারিয়েছিল সেই দলে আমরাই ছিলাম।” তবে বর্তমান প্রজন্মের সে ভাবে আর খেলায় আগ্রহ না থাকা নিয়েও তাঁর গলায় আক্ষেপ ঝরে পড়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.