টুকরো খবর
স্বামীর খুনি শ্বশুর-শাশুড়ি, অভিযোগ স্ত্রী-র
সম্পত্তির জন্য পরিকল্পিত ভাবে তাঁর স্বামীকে খুন করেছেন শ্বশুর ও শাশুড়ি-সহ তিন আত্মীয়। মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে এমনই অভিযোগ করলেন বাঁকুড়ার বারিকুল থানার ফুলকুসমার গ্রামের ইন্দিরা হালদার। সিজেএম ইয়াসমিন আহমেদ বর্ধমান থানাকে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গত ২৭ নভেম্বর নতুনগঞ্জের কাঁসারিপট্টিতে সাধন হালদার নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। এই অগ্নিকান্ডে গুরুতর আহত হন সাধনবাবু, তাঁর ছেলে সৌরভবাবু (৩৫) ছাড়া আরও পাঁচ জন। হাসপাতালে সৌরভবাবু-সহ ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনার পরে পুলিশ ও দমকলের তরফে জানানো হয়েছিল, বাড়িতে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গাড়িতে গ্যাস ভরতে গিয়েই ওই দুর্ঘটনা ঘটেছে। সৌরভবাবুর স্ত্রী ইন্দিরাদেবী অবশ্য এ দিন সিজেএম আদালতে অভিযোগ করেন, একটি বেআইনি গ্যাস সিলিন্ডার ‘রিফিল’ করতে সৌরভকে পাঠিয়েছিলেন সাধনবাবু। সেই সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হন সৌরভ। পরে ১১ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। তাঁর সঙ্গে আহত এক কর্মচারি ও পথচারীরও মৃত্যু হয়। ইন্দিরাদেবীর দাবি, সিলিন্ডারে কারসাজি করে বিস্ফোরণের ব্যবস্থা করে রাখা হয়েছিল। বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় এ দিন বলেন, “আদালতের নির্দেশ এখনও হাতে পাইনি। তা পেলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

সড়ক সারানো দেখতে পূর্তমন্ত্রী আজ পানাগড়ে
পানাগড় বাজারের কাছে দু’নম্বর জাতীয় সড়কের পৌনে তিন কিলোমিটার অপরিসর অংশ মেরামতের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) কী ব্যবস্থা করছেন, তা দেখতে রাজ্যের পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার আজ, বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন। তার পরে তিনি দুর্গাপুরে এনএইচএআই-এর প্রকল্প আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। দীর্ঘদিন ধরে সম্প্রসারণের কাজ থমকে থাকায় পানাগড়ের ওই রাস্তা গাড়ির চালক এবং আরোহী, উভয়ের কাছেই বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। এত দিনে সড়কের ওই অংশকে যানবাহন চলাচলের উপযোগী করে তুলতে দু’কোটি টাকা বরাদ্দ করেছে এনএইচএআই। রাজ্য সরকার চায়, বাইপাসের কাজ শেষ না-হওয়া পর্যন্ত পানাগড় বাজারের রাস্তাটিকে যানজট থেকে মুক্ত করতে এনএইচএআই তৎপর হোক। পূর্তমন্ত্রীর সঙ্গে পানাগড়ে যাচ্ছেন চিফ ইঞ্জিনিয়ার (সড়ক) ভুবনেশ্বর কোনারও। পূর্তমন্ত্রী আজ দুর্গাপুরে রেল ওভারব্রিজ তৈরির কাজের অগ্রগতিও খতিয়ে দেখবেন। সরকারি সূত্রে বলা হয়েছে, ওই ওভারব্রিজের কাজ যাতে পুজোর আগে শেষ হয়, তা সুনিশ্চিত করতেই পূর্তমন্ত্রীর এই সফর।

গুসকরায় রাস্তা নিয়ে ‘দুর্নীতি’
গুসকরার ৩ নম্বর ওয়ার্ডে মাটির রাস্তা নির্মাণে পুরসভার ইঞ্জিনিয়ার এবং দলেরই এক কাউন্সিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূলের একাংশ। তবে বুধবার গুসকরার পুরপ্রধান, তৃণমূল থেকে বহিষ্কৃত চঞ্চল গড়াই বলেন, “আমি দিন পনেরো এলাকার বাইরে ছিলাম। ঠিক কী ঘটেছে, তা এখনই বলতে পারবো না। পরে এ ব্যাপারে খবর নেব।” তৃণমূলের গুসকরা শহর কমিটির সভাপতি নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ওই ওয়ার্ডের আলুটিয়া ডোমপাড়ায় ৫৬ হাজারেরও বেশি টাকা খরচ করে একটি রাস্তা তৈরির কথা ছিল। তার জন্য গত ২৪ মে পুরসভা ‘ওয়ার্ক অর্ডার’ দেয়। কিন্তু কাজ না করেই পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মাপজোক করে দেখিয়ে দেন, গত ১৯ জুন রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.