মালিকানা নিয়ে চুক্তি ৩১ অগস্টের মধ্যে
এমএএমসি দ্রুত খুলতে উদ্যোগ রাজ্যের
দুর্গাপুরের বন্ধ এমএএমসি কারখানা খোলার বিষয়টি আরও এক ধাপ এগোল।
বছর দুয়েক আগে কোল ইন্ডিয়া (সিআইএল), দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) ও ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল)-এর কনসোর্টিয়াম সংস্থাটি হাতে নেয়। কিন্তু এখনও পর্যন্ত ওই তিন সংস্থার মধ্যে অংশীদারি সংক্রান্ত চুক্তি হয়নি। ফলে থমকে রয়েছে গোটা পরিকল্পনাটাই। আগামী ৩১ অগস্টের মধ্যে সেই চুক্তি সেরে ফেলার সময়সীমা বেঁধে দিল রাজ্য।
দুর্গাপুরে সেল এবং কোবে স্টিলের যৌথ উদ্যোগে ইস্পাত কারখানা গড়ার প্রকল্পে মঙ্গলবারই সরকারি শিলমোহর পড়েছে। তারপর বন্ধ এমএএমএসি কারখানার খোলার বিষয়টি কিছুটা এগোনোয় ওই শিল্পাঞ্চলে ইতিবাচক বার্তা পৌঁছবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
বুধবার মহাকরণে তিন সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিল্প ও শিল্প পুনর্গঠনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সংশ্লিষ্ট দফতরের সচিব সুব্রত গুপ্ত প্রমুখ। পার্থবাবু জানান, পরবর্তী ধাপগুলি যাতে দ্রুত সম্পূর্ণ হয়, সে জন্য বেশ কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এ দিন। যেমন,প্রথমত, তিন অংশীদার ৩১ অগস্টের মধ্যে চুক্তি করবে। দ্বিতীয়ত, ব্যবসায়িক পরিকল্পনা রূপায়ণে উপদেষ্টা নিয়োগও তাদের সেরে ফেলতে হবে ৩১ অগস্টের মধ্যেই। আর ১৫ অক্টোবরের মধ্যে উপদেষ্টা সংস্থাটিকে তাদের রিপোর্ট দিতে হবে। উপদেষ্টা নিয়োগ করবে কনসোর্টিয়ামের প্রযুক্তিগত কমিটি। শীঘ্রই তারা আগ্রহপত্র চাইবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পরে বছর দুয়েক আগে কারখানাটি হাতে নেয় ওই তিন সংস্থা। এক মাসের মধ্যে চুক্তি সম্পাদনের জন্য গত ৪ জুন কনসোর্টিয়ামকে নির্দেশ দিয়েছিল রাজ্য। কিন্তু উৎপন্ন পণ্যের বিক্রি নিয়ে বিইএমএল-এর সঙ্গে অন্যদের মতভেদ থাকায় বিষয়টি থমকে যায়। সেই জট কাটাতেই এ দিন ফের বৈঠকে বসেন শিল্পমন্ত্রী। পণ্যের অন্তত ৫০% সিআইএল এবং ডিভিসি কেনার ব্যাপারে প্রাথমিক ভাবে সম্মত হয়েছে। কবে কারখানা খুলবে, সে প্রশ্নের অবশ্য কোনও জবাব দেননি শিলমন্ত্রী। তবে তাঁর আশা, সময়সীমা মেনে চললে দ্রুত কারখানা খুলবে। কনসোর্টিয়ামের কর্তাদের প্রতি তাঁর পরামর্শ, এর আগে সংস্থাটি যে-সমস্ত যন্ত্র তৈরি করেছে, সেগুলির যন্ত্রাংশ তৈরির কাজেই প্রথমে হাত দেওয়া হোক।
বৈঠকে আরও ঠিক হয়েছে, যত দিন না কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ ফের সেখানকার দায়িত্ব নিচ্ছে, তত দিন বেসরকারি সংস্থা নিরাপত্তার দায়িত্বে থাকবে। ইতিমধ্যে সিআইএসএফ-এর থাকার জন্য আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি-র তৈরি আবাসন মেরামতির ব্যবস্থা করবে ওই তিন সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.