মহিলার চুল কাটার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার |
‘চালচলন’ ভাল নয়। তারই বিচার করতে সালিশি সভা ডেকেছিলেন গ্রামের মাতব্বরেরা। অভিযোগ, সভা থেকে
|
ধৃত রুহুল।
—নিজস্ব চিত্র |
ডেকে নিয়ে গিয়ে হামিদা বিবি নামে ওই মহিলার চুল কেটে দেন কয়েক জন মহিলা। এর পর থানায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। বসিরহাটের সংগ্রামপুর-শিবহাটি পঞ্চায়েতের অমরকাটি গ্রামের দক্ষিণপাড়ায় বুধবার রাতের ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে রুহুল গাজিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে ধরা হয়। অভিযোগ, রুহুল কুদ্দুস-সহ গ্রামের দুই যুবক মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিল। তিনি তাতে রাজি না হওয়ায় পরিকল্পনা করে মহিলার বিরুদ্ধে অপপ্রচার করে তারা। ওই মহিলার বক্তব্য, স্বামীর অনুপস্থিতিতে নিরাপত্তার জন্য ভাসুরের ছেলে তাঁর সঙ্গে থাকে। ওই রাতে রুহুলরা তাঁদের বিবস্ত্র করে মারধর করে গ্রামাবাসীদের ডাকে। সভায় ডেকে তাঁর চুল কেটে দেয়। রুহুলের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে গ্রামের লোকদের খেপিয়ে এই কাজ করে।
|
ছাত্রের অপমৃত্যুর ঘটনায় বাসন্তীতে বিধায়ক-দল |
বাসন্তীর হেড়োভাঙা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণির ছাত্র সত্যজিৎ মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে শনিবার এলাকায় ঘুরে গেলেন সাত জন তৃণমূল বিধায়কের একটি প্রতিনিধি দল। বিধানসভার পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের ‘নির্দেশেই’ তাঁরা এসেছেন বলে জানান গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। তিনি বলেন, “ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।” গত সোমবার সত্যজিতের দেহ উদ্ধার হয়েছিল স্কুল-চত্বর থেকে। তার বাবা মনোরঞ্জন মণ্ডল অভিযোগ করেন, সত্যজিৎ হোস্টেলের নিম্নমানের খাদ্য পরিবেশনের প্রতিবাদ করার ফলেই তাকে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে স্কুলের আরএসপি পরিচালিত পরিচালন সমিতির সম্পাদক প্রণব মণ্ডলকে। সত্যজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম বাধে স্কুলে। এলাকার কয়েকজন তৃণমূল সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে আরএসপি কর্মীদের বিরুদ্ধে। এ দিন পরিদর্শক দলের সদস্যেরা ক্ষতিগ্রস্ত তৃণমূল সমর্থকদের বাড়িতে আসেন। কথা বলেন এলাকার বাসিন্দা ও স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গেও।
|
সন্দেশখালিতে বাজ পড়ে মৃত্যু |
বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহতে হয়েছে আরও একজন। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার তুষখালি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবলা মান্না (৪২)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাটিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই সময় মাঠে কাজ সেরে আর এক মহিলার সঙ্গে বাড়ি ফিরছিলেন দেবলাদেবী। বৃষ্টিতে রাস্তার পাশে একটি ঘরে আশ্রয় নেন তাঁরা। সেখানেই বাজ পড়ে ঘটনাস্থলেই মারা যান দেবলাদেবী।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গোপালনগর বাজারে। পুলিশ জানায় মৃতেরা হলেন, স্থানীয় দারিঘাটা এলাকার বাসিন্দা হারু নন্দী (৩৫) এবং রাইপুরের গোপাল কুণ্ডু (২৫)। বনগাঁ-চাকদহ রোডে মোটর বাইকে চেপে যাচ্ছিলেন তাঁরা। চাকদহগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে বাইকে। মারা যান ওই দুই যুবক। কিছু ক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। পুলিশ এলে আরও উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ কর্তারা পরিস্থিতি সামাল দেন। |