টুকরো খবর
ডিটোনেটর উদ্ধারের ঘটনায় তদন্তে সিআইডি
কোলাঘাট সেতুর কাছে গাড়ি থেকে ডিটোনেটর উদ্ধারের ঘটনার তদন্তভার নিল সিআইডি। এ দিকে, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে ঝাড়খণ্ডের চিরকুণ্ডা এলাকা থেকে তনবীর খান ওরফে শ্যাম নামে এক ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তনবীরকে তমলুক মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ওই দিনই সিআইডি জেলা পুলিশের কাছ থেকে ওই ঘটনার তদন্তভার নিয়ে তনবীরকে নিজেদের হেফাজতে নিয়েছে। গত ২৭ জুন কোলাঘাটের রূপনারায়ণ সেতুর কাছে ৬ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি তল্লাশি করে প্রায় ২৩ হাজার ডিটোনেটর উদ্ধার করে পুলিশ। সেই সময় গাড়ির চালক গুড্ডু সিংহ ছাড়াও সুবোধ সিংহ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে জেলা পুলিশ। বিহারের শেখপুরার বাসিন্দা সুবোধ এর আগেও বেআইনি ভাবে ডিটোনেটর সরবরাহের অভিযোগে জেল খেটেছে। সম্প্রতি জামিনে ছিল সে। এই ঘটনায় অভিযুক্ত হয়ে এখন জেল হেফাজতে রয়েছে। সুবোধকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় অন্ধ্রপ্রদেশের একটি কারখানায় তৈরি ওই ডিটোনেটর তার কাছ থেকে কিনেছিল তনবীর খান। এর আগেও সে বহু বার ডিটোনেটর কিনেছে। বেআইনি ভাবে কেনা ওই ডিটোনেটর ঝাড়খণ্ড ও লাগোয়া আসানসোল এলাকায় অবৈধ কয়লা খনি ও খাদান মালিকদের কাছে বিক্রি করত তনবীর। তবে, এ বার ওই ডিটোনেটর কী উদ্দেশ্যে, কার কাছে সে বিক্রি করতে যাচ্ছিলতদন্ত করে দেখছে সিআইডি। মাওবাদী যোগসূত্রের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না তারা। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, “কোলাঘাটের ডিটোনেটর উদ্ধার হওয়ার ঘটনার দায়িত্বভার নিয়েছে সিআইডি। গাড়ি-চালক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি।”

‘অপহৃত’ যুবক ফিরলেন বাড়ি
ছেলেকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা অপহরণ করেছে বলে থানায় অভিযোগ জানিয়েছিলেন বাবা। প্রায় এক বছর পর নিখোঁজ সেই যুবককে বাড়ির কাছাকাছি এলাকা থেকেই ধরল পুলিশ। রবিবার হলদিয়া মহকুমা আদালতে শেখ ফজলুল নামে সুতাহাটার ওই যুবকের গোপন জবানবন্দি নেওয়া হয়। জেরায় পুলিশকে ওই যুবক অবশ্য জানিয়েছেন, তাঁকে কেউ অপহরণ করেনি। কাজের সন্ধানে গত এক বছর দিল্লিতে ছিলেন তিনি। গত বছর ৫ অগস্ট ফজলুলের বাবা শেখ রেফায়েদ আলি ছেলের শ্বশুর নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ার বাসিন্দা মান্নান খান, শাশুড়ি আংসুরা বিবি ও এক আত্মীয় শেখ মাহির বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন নন্দীগ্রাম থানায়। তাঁর অভিযোগ ছিল, “সম্পর্কে শ্বশুরবাড়ির আত্মীয় শেখ মাহি ১ লাখ টাকা নিয়েছিলেন ছেলের কাছ থেকে। সেই টাকা ফেরত দিতে না পেরেই শ্বশুরবাড়ির লোকেরা ছেলেকে অপহরণ করেছে।” পরে ওই মামলা সুতাহাটা থানাতে ফিরে আসে। সম্প্রতি নিখোঁজ ওই যুবক বাড়ি ফিরে এসেছে বলে জানতে পারে পুলিশ। এরপরই শনিবার রাতে সুতাহাটা থানার পুলিশ চৈতন্যপুর থেকে ওই যুবককে পাকড়াও করে।

অবৈধ মদ বিক্রি রোধে অভিযান
এলাকায় মদ বিক্রি বন্ধ করতে এ বার অভিযান চালালেন স্বনির্ভর গোষ্ঠীর ৬০-৭০ জন মহিলা। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে এগরা থানা এলাকার মহাবিশ্রা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু মদের বোতল বাজেয়াপ্ত করে। বেআইনি ভাবে মদ মজুত রাখা ও বিক্রি করার অভিযোগে ওই গ্রামেরই বাসিন্দা মুদির দোকানি নন্দলাল মাইতিকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। গ্রামের বধূ রাধারানি মিশ্র, সুজাতা মাইতি, অর্চনা জানাদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে মহাবিশ্রা বাজারের বিভিন্ন দোকানে বেআইনি ভাবে মদ বিক্রি হয়ে চলছে। ওই দোকানগুলির কাছেই রয়েছে স্কুল, গ্রন্থাগার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বসতবাড়ি। পুলিশ-প্রশাসন উদ্যোগী না-হওয়ায় শনিবার গ্রামের মহিলারা জোটবদ্ধ হয়ে এলাকার বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে মদের বোতল উদ্ধার করেন। পুলিশের সামনেই কয়েকজনের দোকানে তালা ঝুলিয়ে দেন তাঁরা।

দিঘা স্টেশনের উন্নয়নের দাবি
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন দিঘাকে মডেল স্টেশন হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু আট বছর কেটে যাওয়ার পরেও ন্যূনতম পরিকাঠামোগত উন্নয়ন হয়নি গুরুত্বপূর্ণ এই স্টেশনে। রাজ্যের অন্যতম সৈকত পযর্টনকেন্দ্র দিঘায় প্রতি দিন প্রচুর যাত্রী সমাগম হলেও স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়ে শৌচাগারের কোনও ব্যবস্থা নেই। নেই অনুসন্ধান কেন্দ্র। শুক্রবার রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সভায় এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্য তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস। যাত্রী পরিষেবা, পরিকাঠামো উন্নয়নের জন্য দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরিচে আয়োজিত ওই আলোচনাসভায় উচ্চপদস্থ রেল আধিকারিকরা উপস্থিত ছিলেন। দিঘা-তমলুক শাখার বিভিন্ন হল্ট স্টেশনগুলিতে পানীয় জল, আলোর ব্যবস্থা করা ছাড়াও সদ্য চালু হওয়া দিঘা-মেচেদা লোকাল ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়ে দেবব্রতবাবু স্মারকলিপি দেন।

দোকানে ভাঙচুর
এক সময়ের অংশীদারের বিরুদ্ধে দোকানে লুঠপাট ও ভাঙচুর চালানোর অভিযোগ জানালেন মালিক। শনিবার মারিশদা থানার উত্তর কানাইদিঘি গ্রামে ঘটনাটি ঘটে। দোকানের মালিক গীতা দাসের অভিযোগ, স্থানীয় কার্তিক পয়ড়্যার নেতৃত্বে একদল লোক লুটপাঠ ও ভাঙচুর চালিয়েছে তাঁর দোকানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গীতাদেবী ও কার্তিকবাবুদু’জনেই সিপিআই সমর্থক ছিলেন। রাজ্যে পালাবদলের পর কার্তিকবাবু তৃণমূলে যোগ দিলে দু’জনের মধ্যে গণ্ডগোল শুরু হয়। ওই দোকানে লগ্নি করা কিছু জিনিসপত্র ফেরত নিতে শনিবার দোকানে যান কার্তিক। তারপরেই তিনি ও তাঁর সঙ্গীরা ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ।

হলদিয়ায় আইনি সহায়তা কেন্দ্র
আইনি সহায়তা কেন্দ্র চালু হল হলদিয়া মহকুমায়। রবিবার দুপুরে মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েত অফিসে এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা দায়রা বিচারক শ্যামল গুপ্ত। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক সোমনাথ চক্রবর্তী, হলদিয়া আদালতের এসিজেএম সুদীপ্ত ভট্টাচার্য প্রমুখ। মূলত তফসিলি জাতি ও উপজাতি, অনগ্রসর শ্রেণি এবং মহিলাদের কথা ভেবেই এই আইনি সহায়তা কেন্দ্র। বিচারক শ্যামল গুপ্ত বলেন, নিখরচায় আইনি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। প্রতি রবিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে এই কেন্দ্র।

ইড়িঞ্চি সেতুর কাছে ফের দুর্ঘটনায় মৃত্যু
খেজুরির ইড়িঞ্চি সেতুর কাছে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পর্যটকের। শনিবার বিকালে দিঘা-কলকাতা সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম রবীন্দ্রনাথ পাল (৩৭)। তিনি দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা। বন্ধু ও আত্মীয়দের নিয়ে নিজের গাড়ি চালিয়ে দিঘা যাচ্ছিলেন রবীন্দ্রনাথবাবু। ইড়িঞ্চি সেতুর কাছে পিক আপ ভ্যানের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। জখম হয়েছেন ওই গাড়ির আরও পাঁচ আরোহী। তাঁদের কলকাতায় পাঠানো হয়েছে। পিক আপ ভ্যানের চালক পলাতক।

কিশোরী উদ্ধার
দিন চারেক আগে খেজুরির বোগা থেকে নিখোঁজ হওয়া কিশোরীকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থেকে উদ্ধার করল পুলিশ। কাঁথি মহকুমা পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বসু জানান, ওই কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ। ক্যানিং এলাকার এক যুবক ওই কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে জেনে ক্যানিং থানার সঙ্গে যোগাযোগ করা হয়। শনিবার রাতে ওই কিশোরী উদ্ধার হলেও অভিযুক্ত যুবক পলাতক।

বিবেকানন্দ স্মরণে
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে রবিবার দিঘায় নানা কর্মসূচি নিয়েছিল নিউ দিঘা প্লট হোল্ডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিবেকানন্দের জীবন ও বাণী নিয়ে আলোচনা, প্রতিযোগিতা ছাড়াও রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.