যুব সম্মেলনেও পঞ্চায়েত ভোটের প্রস্তুতি, পশ্চিমে তৎপর কংগ্রেস
ঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠন মজবুত করতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস। পঞ্চায়েত স্তর থেকে ব্লক, জেলাস্তরেও নানা কর্মসূচি নেওয়া নিয়েছে। যুব কংগ্রেসের সম্মেলনেও একই বার্তা দিলেন দলীয় নেতৃত্ব। রবিবারের শহরের বিদ্যাসাগর হলে যুব কংগ্রেসের মেদিনীপুর লোকসভা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সম্পাদিকা দীপিকা পাণ্ডে বলেন, “কংগ্রেসই দেশকে দিশা দেখাতে পারে। তাই পঞ্চায়েত স্তর থেকেই কংগ্রেসকে শক্তিশালী করা প্রয়োজন। সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ুন।”
দীপিকাদেবী জোটসঙ্গী তৃণমূল সম্পর্কে কোনও মন্তব্য করেননি। শুধু বলেন, “দীর্ঘ ৩৪ বছর ধরে এই রাজ্যকে পিছিয়ে দেওয়া হয়েছে। এ বার উন্নয়ন করতে হবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই সাফল্য ধরে রাখতে হবে।” জেলা কংগ্রেস নেতৃত্ব অবশ্য নাম না করে তৃণমূলের সমালোচনা করেন। কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দুবের কথায়, “এটা ভুলে গেলে চলবে না যে, আমরা কারও দয়ায় রাজনীতি করি না। কংগ্রেসের ইতিহাস যাঁরা জানেন তাঁরা এটাও বোঝেন, দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে, উন্নতির শিখরে পৌঁছে দিতে কংগ্রেস রাস্তায় নেমেছিল। আজও সেই পথেই চলছে। আজ যাঁরা কংগ্রেসের সমালোচনা করছেন, তাঁদেরও একথা অজানা নয়। তাই বলি, একটু সমঝে চলুন।” আরও এক ধাপ এগিয়ে কংগ্রেস নেতা অমল দাসের বক্তব্য, “কংগ্রেসের হাত ধরে যাঁরা ক্ষমতায় এসেছেন এখন তাঁরাই কংগ্রেসের বিরুদ্ধে অকথ-কুকথা বলে বেড়াচ্ছেন। তাঁদের বলি, কংগ্রেসের আঁতুড়ঘর থেকে জন্ম নিয়ে কংগ্রেসকে ছোট করবেন না।তাতে ফল ভাল হবে না।”
যুব কংগ্রেসের সম্মেলন শহরে
আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোটরক্ষা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে একক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। পঞ্চায়েত, ব্লক। জেলা স্তরে বিক্ষোভ প্রদর্শন, মিছিল-সহ নানা কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ দিনের সম্মেলনে যুব নেতৃত্বকে সেই মতো প্রস্তুত থাকতে বলা হয়। উপস্থিত মেদিনীপুর লোকসভা এলাকার যুব কংগ্রেস সভাপতি অলোকেশ মহাপাত্র, কংগ্রেস নেতা মহম্মদ রফিক, তীর্থঙ্কর ভকত প্রমুখ।
এ দিনই ছাত্র পরিষদের উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে। মেদিনীপুর শহরের তিন বিশিষ্ট চিকিৎসক এস কে হাটুই, অপূর্ব সামন্ত ও কাঞ্চন ধাড়াকে সংবর্ধনা দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি দরিদ্র মেধাবী ছাত্রদের পাঠ্যপুস্তক দিয়ে সাহায্য করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে ও রাজ্য ছাত্র পরিষদের সভাপতি রাহুল রায়। জেলা ছাত্র পরিষদ সভাপতি মহম্মদ সাইফুল বলেন, “ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.