|
|
|
|
টেমসের তীরে পদকের সন্ধানে |
|
ব্রোঞ্জও নয়, হকিতে
কোচের লক্ষ্য প্রথম ছয়
নিজস্ব প্রতিবেদন |
|
শ্যুটিং, তিরন্দাজি, বক্সিং, কুস্তি, ব্যাডমিন্টনপাঁচটি খেলার দৌলতে এই প্রথম অলিম্পিকে অনেকগুলো পদক জয়ের সম্ভাবনা ভারতের। এই প্রথম অনেক ভারতীয় ক্রীড়াবিদ পদক জয়ের সম্ভাবনা জাগিয়ে অলিম্পিক যাচ্ছেন।
ব্যতিক্রম হকি। যেখানে ভারতের আটটি অলিম্পিক সোনা রয়েছে। তাই ভারতীয় কোচকে অলিম্পিক শুরুর আগে বলতে হচ্ছে, “লন্ডনে প্রথম ছয়ের মধ্যে থাকলে দারুণ হয়। তবে আমরা তার থেকেও ভাল করার চেষ্টা করব।”
বক্তা--ভারতের হকি কোচ মাইকেল নবস। যাঁর হাত ধরে সাম্প্রতিক কালে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে ধ্যানচাঁদের দেশের সন্দীপ-সর্দাররা। নবস বলছেন, “ভাগ্যের একটু সাহায্য পেলে আমরা চমক দিতে পারি।” রবিবারই অবশ্য স্পেনের কাছে ১-২ হেরে দু’ম্যাচের হকি সিরিজ হারল বিশ্বের দশ নম্বর ভারত। প্রথম ম্যাচ ৩-৩ ড্র হয়েছিল। চার বছর আগের বেজিং অলিম্পিকে যোগ্যতা অর্জন করতেই পারেনি ভারত। ইতিহাসে প্রথম বার। এক বছর আগে ভারতীয় হকি দলের দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলীয় নবস। সঙ্গে এনেছেন এক্সারসাইজ-শারীরবিদ আর এক অস্ট্রেলীয় ডেভিড জনকে। এই মুহূর্তে ফিটনেসের দিক থেকে অন্যতম সেরা দল ভারত। কিন্তু তাতে তো পদক আসবে না!
এ বারের ১৬ জনের দলে শুধু সন্দীপ সিংহ এবং ইগনেস তির্কে ছাড়া কারও অলিম্পিকে খেলার অভিজ্ঞতা নেই। |
বিশেষজ্ঞের রায় |
খুব বেশি আশা নেই। পাঁচ থেকে আটের মধ্যে থাকতে
পারলেই যথেষ্ট হবে। গ্রুপটাও এত কঠিন, এখান থেকে
আর বেশি দূর যেতে পারবে বলে মনে হয় না।
গুরবক্স সিংহ |
|
১৯৮০-র মস্কো অলিম্পিকে শেষ বার হকিতে সোনা পেয়েছিল ভারত। তার পর থেকে পদকই নেই। এ বারও সে সম্ভাবনা খুব উজ্জ্বল নয়। কারণ, গ্রুপ বি-তে ভারতের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস (৩০ জুলাই), নিউজিল্যান্ড (১ অগস্ট), গত অলিম্পিকে সোনা জয়ী জার্মানি (৩ অগস্ট), কোরিয়া (৫ অগস্ট) এবং বেলজিয়াম (৭ অগস্ট)। ভরত ছেত্রী-রঘুনাথদের মাথায় রাখতে হচ্ছে নতুন রঙীন অ্যাস্ট্রোটার্ফকেও। গোলাপী এবং নীলএই দুই রঙের টার্ফে খেলা হবে লন্ডনে। এই নতুন ধরনের অ্যাস্ট্রোটার্ফ নিয়ে খুব খুশি নয় হকি খেলিয়ে দেশগুলো। বাউন্স এবং গতির তারতম্য নিয়ে অভিযোগও রয়েছে। আর এই টার্ফে ভারত খুব বেশি সুযোগ পায়নি অনুশীলন করার। সড়গড় হতে স্পেনের পর দক্ষিণ আফ্রিকার সঙ্গেও তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। তার পর খেলবে আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্টে যেখানে স্পেন আর ইংল্যান্ড বাকি দু’টো দল।
তবু আশায় ভারতীয় হকি ভক্তরা। ১৯৪৮-এর লন্ডন অলিম্পিকে চার নম্বর সোনা জিতেছিল ভারত। ভরসা জোগাচ্ছেন গোলকিপার অধিনায়ক ভরত ছেত্রী। ড্র্যাগ-ফ্লিক বিশেষজ্ঞ সন্দীপ সিংহ। শিবেন্দ্র-তুষার-সুনীলের ফরোয়ার্ড লাইন। আর দলের মস্তিষ্কসর্দার সিংহ। একমাত্র ভারতীয় যিনি জায়গা করে নিয়েছেন গত দু’বছরের বিশ্ব একাদশে। তাতেও পদক জয়ের আশা জাগছে না। |
|
|
|
|
|