|
|
|
|
টেনিসে সেরেনাই সর্বকালের সেরা মেয়ে, বললেন ম্যাকেনরো |
নিজস্ব প্রতিবেদন |
তিনি বিলি জিন কিং থেকে মার্টিনা নাভ্রাতিলোভা, ক্রিস এভার্ট থেকে স্টেফি গ্রাফ সবার খেলা দেখেছেন। তার পরেও জন ম্যাকেনরো সর্বকালের সেরা মেয়ে টেনিস প্লেয়ার মনে করছেন সেরেনা উইলিয়ামসকে। উইম্বলডনে গত কাল সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়ার ঘণ্টা কয়েক পরেই ফের সেন্টার কোর্টে নেমে সেরেনা মেয়েদের ডাবলস ফাইনালটাও জিতে নেন। দিদি ভেনাসকে নিয়ে। উইলিয়ামস বোনেরা ৭-৫, ৬-৪ হারান চেক জুটি হাভাককোভা-হ্রাদেকাকে। উইম্বলডনে সেরেনা এবং ভেনাস পাঁচ বার করে সিঙ্গলস চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দুই বোন মিলে পাঁচ বার ডাবলস চ্যাম্পিয়নও হলেন। সেরেনার আবার উইম্বলডনে এটা চতুর্থ বার ‘ডাবল’। ২০০০, ২০০২, ২০০৯ ও ২০১২ তিনি অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে সিঙ্গলস আর ডাবলস দুটোতেই চ্যাম্পিয়ন। |
|
বোন ভেনাসকে নিয়ে ডাবলস খেতাব জিতে সেরেনা। ছবি: রয়টার্স |
মেয়েদের সর্বকালের সফলতম গ্র্যান্ড স্লাম জয়ীদের তালিকায় সেরেনা (১৪) এখনও মার্গারেট কোর্ট (২৪), স্টেফি গ্রাফ (২২) এবং মার্টিনা নাভ্রাতিলোভার (১৮) পিছনে চার নম্বরে। তা সত্ত্বেও ম্যাকেনরো উইম্বলডনে ধারাভাষ্য দিতে এসে বলেছেন, “মার্টিনা, বিলি জিন, এভার্ট, স্টেফি, মোনিকা সেলেস এই সব টেনিস-মেশিনকে আমি দেখেছি। কিন্তু আমি মনে করি, শনিবার উইম্বলডন ফাইনালে আমরা টেনিস ইতিহাসের সর্বকালের সেরা মেয়ের খেলা দেখার সুযোগ পেলাম। আসুন, আমরা সেই সর্বকালের সেরা মেয়ে টেনিস প্লেয়ারের খেলাকে উপভোগ করি। কারণ, কে বলতে পারে সামনের কয়েক বছরের মধ্যে সেরেনার টেনিস জীবনে কী ঘটবে?”
সেরেনাকে সর্বকালের সেরা মেয়ে টেনিস প্লেয়ার মনে করার পরেও ম্যাকেনরো কেন সে-ই প্লেয়ারের ভবিষ্যৎ নিয়েই এত আশঙ্কায়? তার ব্যাখ্যাও দিয়েছেন স্বয়ং ম্যাকেনরো। বলেছেন, “দু’বছর আগেও কেউ ভাবতে পারেনি যে, সেরেনার টেনিস জীবনই নানান শারীরিক সমস্যায় অনিশ্চিত হয়ে উঠবে। আবার গত কয়েক মাসে এটাও বোধহয় কেউ ভাবেনি যে, সেরেনার এ রকম চমকপ্রদ পুনরুত্থানও ঘটবে বলে। ফরাসি ওপেনে সেরেনা ওর চুয়াল্লিশটা গ্র্যান্ড স্লামের মধ্যে প্রথম বার প্রথম ম্যাচেই হেরেছিল। সেখান থেকে পরের মাসেই একেবারে উইম্বলডন চ্যাম্পিয়ন! তা-ও গত দু’বছর একটাও ঘাসের কোর্টের টুর্নামেন্টে না খেলেই। কিন্তু সেরেনা যে পুরো ফিট নয়, সেটা সার্কিটে ওর খুব কম টুর্নামেন্ট খেলতেই পরিষ্কার। সে জন্যই সেরেনার ক্ষেত্রে পরিস্থিতি কখন, কী ভাবে আবার পালটে যাবে বলা কঠিন।”
|
লিয়েন্ডাররা রানার্স |
মিক্সড ডাবলস ফাইনালে লিয়েন্ডার পেজ-এলিনা ভেসনিনা মার্কিন জুটি মাইক ব্রায়ান-লিজা রেমন্ডের কাছে হেরে গেলেন ৩-৬, ৭-৫, ৪-৬। অস্ট্রেলীয় ওপেনের মতোই এ বছর ইন্দো-মার্কিন জুটি আরও একটি গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ হারালেন উইম্বলডনে। |
|
|
|
|
|