|
|
|
|
টেমসের তীরে পদকের সন্ধানে |
পিঙ্কিকে নিয়ে সত্য প্রকাশে দেরি কেন, প্রশ্ন সৌরভের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সত্য প্রকাশ হতে এত দেরি হচ্ছে কেন, তাঁর চল্লিশতম জন্মদিনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনে।
প্রসঙ্গসোনা জয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামাণিককে নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিকতম বিতর্ক। যা নিয়ে রবিবার সকালে পার্ক স্ট্রিটের একটি নামী দোকানে জন্মদিন উদযাপন উপলক্ষ্যে এসে সৌরভ বলে দিলেন, “আমি জানি না পুরো ব্যাপারটা ঠিক কী। কিন্তু বুঝে পাচ্ছি না সত্যিটা বার হতে এত দেরি হচ্ছে কেন?” |
|
জন্মদিনে: খুদে ভক্তকে কেক খাওয়াচ্ছেন সৌরভ। রবিবার। ছবি: শঙ্কর নাগ দাস |
চল্লিশতম জন্মদিনকে ঘিরে অনুষ্ঠানের ছড়াছড়ি। কোনওটা বাড়িতে। কোনওটা বাইরে ভক্তকুলের মাঝে। কেক কাটা থেকে ভক্তদের দেদার সই বিলোনোপার্ক স্ট্রিটের অনুষ্ঠানে কিছুই বাদ রাখেননি সৌরভ। আর তার মাঝেই ঘুরে ফিরে এল ক্রিকেট। অলিম্পিক। লি-হেশ। লন্ডনে অলিম্পিক দেখতে যাওয়ার ইচ্ছে যে ভাল মতো, সেটাও জানিয়ে দিচ্ছেন। বলে দিচ্ছেন, “অলিম্পিকে যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু অলিম্পিক টিকিট জোগাড় করা তো সহজ নয়। দেখা যাক কোন ইভেন্টের টিকিট পাই।”সৌরভের মনে হচ্ছে, আসন্ন অলিম্পিক থেকে ভারতের পদক পাওয়ার সম্ভাবনা যথেষ্ট। বলছেন, “সোনা জেতাটা কঠিন। কিন্তু বেশ কিছু পদকের আশা আমি ছাড়ছি না।” আশা রাখছেন লিয়েন্ডারের উপরেও। জানিয়ে দিচ্ছেন, মহেশ ভূপতির উচিত ছিল লি-র সঙ্গে জুটি বেঁধে নামা। সৌরভ বলছিলেন, “লিয়েন্ডার ডাবলসটা খুব ভাল খেলে। ওর জন্য আমার শুভেচ্ছা রইল।” পাশাপাশি প্রিয় ‘শিষ্য’ যুবরাজ সিংহকে এত দিন পর মাঠে ফিরতে দেখে তিনি স্বস্তিতে, সেটাও বোঝা গেল সৌরভের কথাবার্তায়। যখন বললেন, “যুবরাজ আবার ব্যাট হাতে নেমেছে, সেটা খুবই ভাল ব্যাপার। কিন্তু আমার কাছে তার চেয়েও বড় হচ্ছে, ওর শরীর এখন সম্পূর্ণ সুস্থ।” একই সঙ্গে জানাচ্ছেন, আসন্ন শ্রীলঙ্কা সফরে হরভজন সিংহকে কেন বাদ দেওয়া হল, তা তিনি বুঝতে পারছেন না। “এটা নির্বাচকদের ব্যাপার। কিন্তু আমি মনে করি, যে কোনও ভারতীয় দলে হরভজন হেঁটে হেঁটে ঢুকবে,” বলে দিচ্ছেন তিনি। |
|
|
|
|
|