প্লাস্টিক-বিরোধী প্রচারে পুরকর্তা
নিজেই দোকানে ঢুকে প্রচুর প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করলেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র তথা পরিবেশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত রঞ্জন শীলশর্মা। রবিবার শহর প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখতে প্রচার অভিযানে নেমে নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া কয়েকটি মুদির দোকানে সটান ঢুকে পড়েন রঞ্জনবাবু। মজুত করে রাখা প্লাস্টিকের ক্যারিব্যাগ বার করে দফতরের কর্মীদের হাতে তুলে দেন। যে ব্যবসায়ীরা এখনও নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছেন এ দিন তাঁদের হুঁশিয়ারি দিয়েছেন রঞ্জনবাবু। তিনি সাফ বলেন, “বারবার সচেতন করার পরও কিছু ব্যবসায়ী কথা শুনছেন না। জবরদস্তি প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছেন, অন্য ব্যবসায়ীদের সরবরাহ করার চেষ্টা করছেন। এর পর যে কোনও দিন এই সমস্ত দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে মামলা করা হবে। দোকান বন্ধ করে দেওয়া হবে। তখন কোনও অনুরোধ বা অজুহাত শোনার মতো পরিস্থিতি থাকবে না।” মা স্টোর্স, প্রসেনজিৎ সাহা, অধীর চন্দ্র সাহা, সুশীল কুমার সাহার মুদি দোকান থেকে প্রচুর প্লাস্টিকের ক্যারিব্যাগ পাওয়ায় তাঁদের সাফ জানিয়ে দেওয়া হয় এর পর আর সতর্ক করা হবে না। আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোকান বন্ধ করে দেওয়া হবে। মা স্টোর্সের মালিক বাসু চক্রবর্তী দোকানে ছিলেন না। পরে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আর প্লাস্টিকের ক্যারিব্যাগ দোকানে রাখব না।”
—নিজস্ব চিত্র।
বাকি ব্যবসায়ীর মধ্যে প্রসেনজিৎবাবু দুঃখ প্রকাশ করেছেন। অধীরবাবু, সুশীলবাবুরাও আর প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করবেন না বলে জানিয়েছেন। এ দিন পুরসভা এবং হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর তরফে নিউ জলপাইগুড়ি স্টেশন বাজার প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখতে প্রচার অভিযান চালানো হয়। হাতে গোনা যে দু-চারজন সব্জি, মাছ-মাংস ব্যবসায়ী প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছেন তাঁদের সতর্ক করা হয়। বাজারে আর একটিও প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার হতে দেবেন না বলে শপথ নেন নিউ জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। প্রচারে সামিল হয়ে বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক সুজয় সরকার বলেন, “এটা লজ্জার যে শহরের বাসিন্দারা অধিকাংশই যখন প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করেছেন তখন আমাদের বাজারের কয়েকজন ব্যবসায়ী তা ব্যবহার করছেন। শহরের সুনাম নষ্ট করছেন। তাই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা শপথ নিচ্ছি সোমবার থেকে আর একটিও ক্যারিব্যাগ এই বাজারে ব্যবহার হতে দেব না। পুর কর্তৃপক্ষকে, শহরবাসীকে আমরা তা করে দেখাব।” এ দিন ন্যাফের তরফে অনিমেষ বসু, সুজিত রাহা, অভিজিৎ দাসদের পাশাপাশি সংগঠনের তরুণ প্রজন্মের সদস্য উপমন্যু চক্রবর্তী, সন্দীপ সরকাররা বাজারের সব্জি, মাছ-মাংস বিক্রেতাদের মধ্যে প্রচার চালান। সামিল হন স্থানীয় কাউন্সিলর জয়দীপ নন্দী, স্থানীয় বাসিন্দা গৌতম ধর, বাবলু অধিকারীর মতো উৎসাহীরাও। ববিতা পাসোয়ান নামে এক ক্রেতা বাড়ি থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিয়ে এলে তা বর্জন করতে বোঝান তাঁরা। ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, “কোনও আইন মানার জন্য নয়। শহরে অধিকাংশ বাসিন্দা নিজেদের স্বার্থে, ভবিষ্যত প্রজন্মের স্বার্থে প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করেছেন। হাতে গোনা যে দু-চার জন এখনও করছেন তাঁরা বন্ধ করুন। এই শহর প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত এই সুনাম রক্ষা করুন। পুর কর্তৃপক্ষ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে আপনার সম্মানহানি হয়।” পুরসভার উদ্যোগে শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার এবং ক্লাবের এক দল সদস্য প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করতে পথ নাটক করেন। ফুলেশ্বরী বাজারেও পথনাটকের মাধ্যমে প্রচার চালান তাঁরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.