এক দিকে পরিকাঠামোর ত্রুটি। অন্য দিকে, বাসিন্দাদের একাংশের সচেতনতার অভাব। সব মিলে সল্টলেকে ফের বিভিন্ন রাস্তা থেকে ফুটপাথ ভরে উঠেছে জঞ্জালে। কিছু ভ্যাটেও উপচে পড়ছে আবর্জনা। জঞ্জাল ফেলার গাড়ির সংখ্যা প্রয়োজনের তুলনায় কম বলে স্বীকার করে নিলেও পুর-কর্তৃপক্ষের মতে, ভ্যাটে ময়লা ফেলার ব্যপারে বাসিন্দাদের সচেতন হওয়া জরুরি।
সল্টলেকে এখন সৌন্দর্যায়নের কাজ চলছে। এ দিকে, সাফাই ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। পুরসভা সূত্রে খবর, সল্টলেকে প্রতিদিন গড়ে ১২৫ মেট্রিক টন জঞ্জাল জমা হয়। তা দু’ভাবে সাফ হয়। বাড়ি বাড়ি গিয়ে ময়লা নেওয়ার পাশাপাশি রাস্তার ধারে জমা জঞ্জাল এবং ভ্যাটের ময়লা তুলতে যায় গাড়ি। ওয়ার্ড-পিছু রয়েছে ন্যূনতম একটি করে ভ্যাট। ময়লা নিয়ে গাড়িগুলি চলে যায় সল্টলেকের ডাম্পিং গ্রাউন্ড মল্লার ভেড়িতে। কিন্তু সে কাজ কী নিয়মে হয়, প্রশ্ন উঠেছে তা নিয়ে। |
সল্টলেকে যত্রতত্র গজিয়ে উঠছে নিত্যনতুন ভ্যাট। ব্যতিক্রম নয় ই ই
ব্লক সংলগ্ন এই ব্যস্ত রাস্তাও। ছবি: ঋতব্রত মজুমদার |
পুরসভা সূত্রে খবর, সল্টলেকের ২৫টি ওয়ার্ডের জন্য রয়েছে ৩২টি ময়লার গাড়ি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে চলে মাত্র ২০-২২টি। ফলে অনেক ওয়ার্ডে জঞ্জালের গাড়ি ঢুকছেই না। বাসিন্দারা জানান, খালপাড়ের কাছে ই ই ব্লকের পাশের রাস্তা এবং করুণাময়ী বাস স্ট্যান্ড সংলগ্ন কিছু এলাকা রীতিমতো ছোটখাটো ধাপার চেহারা নিচ্ছে। অভিযোগ, ই ই ব্লকের খালপাড় সংলগ্ন রাস্তার জঞ্জাল দিনে দু’বার তো দূরের কথা, অনেক সময়ে এক বারও সাফ করা হয় না।
পরিকাঠামোগত ত্রুটির কথা স্বীকার করলেও বাসিন্দাদের সচেতনতার অভাব নিয়ে প্রশ্ন তুলছে পুরসভা। অভিযোগ, সময় মতো গাড়িতে ময়লা না দিয়ে পরে রাস্তার ধারে জঞ্জাল ফেলেন অনেকে। সল্টলেকের অফিসপাড়ায় এই অভ্যাস আরও বেশি করে লক্ষ্য করা গিয়েছে।
বিধাননগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে কুমারশঙ্কর সাধু বলেন, ‘‘সাফাই পরিষেবার মান আগের থেকে বাড়লেও কিছু সমস্যা আছে। তবে পুর-পরিষেবার উন্নতির পাশাপাশি বাসিন্দাদের আরও সচেতন হওয়া দরকার।”
পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী বলেন, “বর্ষাকাল বলে অনেকে বাড়ির গাছের ডাল ছেটে রাস্তার ফেলছেন। এই ব্যাপারে সচেতনতার প্রচার শুরু করব। দিনে তিন বার করে জঞ্জালের গাড়ি পাঠানোর ব্যবস্থাও করা হবে।”
বিধানগরের চেয়ারম্যান-ইন-কাউন্সিল দেবাশিস জানা জানান, সল্টলেকের ভ্যাটগুলি আধুনিক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এমন ভাবে তৈরি হবে যাতে, ময়লার গাড়ি ভ্যাটে ঢুকতে পারে। তবে ময়লা আর বাইরে পড়ে থাকবে না। দৃশ্য দূষণও হবে না। |