|
|
|
|
মদ তৈরির কারখানা বন্ধের নোটিস, সমস্যায় শ্রমিকেরা |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
হুগলির শ্রীরামপুরে মদ তৈরির একটি কারখানা বন্ধের নোটিস দিলেন কর্তৃপক্ষ। তাঁদের সিদ্ধান্তে কারখানার স্থায়ী-অস্থায়ী ৭৭ জন শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ল।
প্রশাসন সূত্রের খবর, শ্রীরামপুরের ১০ নম্বর ওয়ার্ডের কে এম ভট্টাচার্য স্ট্রিটে আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওই কারখানায় দেশি মদ তৈরি হয়। গত মঙ্গলবার থেকে সেখানে উৎপাদন বন্ধ করে দেন কর্তৃপক্ষ। শুক্রবার কর্তৃপক্ষের তরফে কারখানার ৩টি শ্রমিক সংগঠনকে স্পিড পোস্ট মারফত চিঠি পাঠিয়ে কারখানা ‘লক আউট’-এর সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে তাঁরা জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কারখানাটি পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হবে। শ্রমিকদের বক্তব্য, মিলে কোনও গোলমাল নেই। উৎপাদন নিয়েও কোনও সমস্যা নেই। তবুও, একতরফা ভাবে মিল বন্ধের ফতোয়া দেওয়া হল। কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলের জন্য প্রশাসনের মুখের দিকে তাকিয়ে আছেন শ্রমিকেরা।
কারখানার শ্রমিক সংগঠনগুলি অবশ্য কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। আইএনটিটিইউসি, আইএনটিইউসি এবং সিটু একযোগে কলকাতায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত বদলের আবেদন জানিয়ে। কর্তৃপক্ষ অবশ্য নিজেদের সিদ্ধান্তেই অনঢ় থাকেন। পুরসভা কর্তৃপক্ষের দাবি, ওই কারখানায় যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। সেই মর্মে শ্রীরামপুরের পুরপ্রধান তৃণমূলের অমিয় মুখোপাধ্যায় গত ১৪ জুন কারখানা কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছিলেন।
চিঠিতে তিনি লেখেন, চিঠি পাওয়ার এক মাসের মধ্যে যথাযথ ভাবে অগ্নি নিরোধক ব্যবস্থা না নিলে, ঘনবসতিপূর্ণ এলাকায় ওই কারখানায় আগুন লেগে যদি কোনও ঘটনা ঘটে, তবে কারখানা কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবেন। সংশ্লিষ্ট সরকারি দফতরেও চিঠির প্রতিলিপি দেওয়া হয়। |
|
|
|
|
|