পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন এগারো মাইল এলাকায় কাজে গিয়েছিলেন সার্কেল ইনস্পেক্টর মানিকলাল ক্যুইলা ও তিন পুলিশ কর্মী। দুপুর ১ টা নাগাদ কাজ সেরে কাঁকসা থানায় ফেরার সময় পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে তাঁদের গাড়িটিকে ধাক্কা মারে একটি বাস। গুরুতর জখম হন মানিকলালবাবু ও গাড়ির চালক শম্ভু মিশ্র। আহত হন বাকি তিন পুলিশ কর্মী এএসআই উত্তম রায়, কনস্টেবল প্রভাস ঘোষ ও শুকদেব দত্ত। পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে। জেলা পুলিশ সুপার এসএমএইচ মির্জা জানান, বাসটিকে আটক করা হয়েছে। দুমড়ে যাওয়া গাড়িটিকেও উদ্ধার করে কাঁকসা থানায় আনা হয়েছে। মানিকবাবুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর এলাকায়। সিআই (সি) এর দায়িত্বে থেকে তিনি কাঁকসা ও বুদবুদ থানা দেখাশোনা করতেন। থাকতেন বুদবুদে। পুলিশ সুপার জানান, দুর্ঘটনার পরেই জখম পুলিশ কর্মীদের বাড়িতে খবর পাঠানো হয়। বিকেলের দিকে এসে পৌঁছান তাঁদের পরিজনেরা।
হাসপাতাল সূত্রে খবর, মানিকবাবু ও চালকের অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিদের অবস্থা স্থিতিশীল। সন্ধ্যায় দুর্গাপুরের ওই হাসপাতালে আসেন জেলা পুলিশ সুপার ও দুর্গাপুরের এসিপি কাজি সামসুদ্দিন। |