জাতীয় সড়কের উপর বেহাল দশা পানাগড়ের রেল ওভার ব্রিজটির। ঢালাই উঠে বিপজ্জনকভাবে বেরিয়ে পড়েছে লোহার রড। তার উপর দিয়েই চলছে নিত্যদিনের ঝুঁকির চলাচল। ভারি লরি থেকে যাত্রীবাহী বাস, মোটরবাইক থেকে গাড়ি, কী চলে না সেখানে! যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ব্রিজের নীচেই ব্যস্ত রেললাইন থাকায় বিপদের মাত্রা বেড়ে যেতে পারে অনেকখানি। রেল ওভারব্রিজ সংস্কারের ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেছেন তাঁরা।
পানাগড় বাজারের দিক থেকে ব্রিজে উঠতেই চোখে পড়ে, ঢালাই উঠে গিয়েছে বেশ কয়েকটি জায়গায়। লোহার খাঁচার রড বেরিয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে গর্তের। তার ভিতরে বৃষ্টির জল জমে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রেল ওভারব্রিজের পাশে ফুটপাথের অংশ বিশেষও ভেঙে গিয়েছে জায়গায় জায়গায়। ফাটল ধরেছে সরু। যানবাহন যাতায়াতের সময়ে কেঁপে উঠছে ব্রিজটি। যানবাহনের গতি কমছে। এলাকার বাসিন্দারা জানান, এর ফলে জাতীয় সড়কে বেড়ে যাচ্ছে যানজটের মাত্রা। স্থানীয় বাসিন্দা পার্থ বসু বলেন,‘‘দিন কয়েক আগে মোটরবাইকে করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওভারব্রিজের গর্তের লোহার রডে আচমকা ধাক্কা খেয়ে পড়ে যাই। পিছনে বাস, লরি ছিল। নেহাত গতি কম ছিল, তাই বেঁচে গিয়েছি।’’ পানাগড়ের বাসিন্দা, পেশায় ওষুধ ব্যবসায়ী নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সপ্তাহে দু’বার বর্ধমানে ওষুধ আনতে যেতে হয়। দিন দিন ব্রিজের অবস্থা খারাপ হচ্ছে।” অন্য দিকে, গাড়ির চালকদেরও বক্তব্য, লোহার রডের খোলামুখে ধাক্কা খেয়ে ক্ষতি হচ্ছে গাড়ির চাকার টায়ার ও টিউবের। |
জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, স্বর্ণ চতুষ্টয় সড়ক প্রকল্পের আওতায় আগে পানাগড় থেকে ডানকুনি ও পশ্চিমে পানাগড় থেকে বরাকর পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক নির্মাণের কাজ শেষ হয় নির্দিষ্ট সময়েই। পানাগড়ের ৪ কিলোমিটার অংশতেই সমস্যা দেখা যায়। সেখানে রাস্তা চওড়া করতে গেলে যেমন দোকান-বাজার, বাড়ি-ঘর ভাঙতে হবে, তেমনই বাইপাস তৈরি হলে সমস্যায় পড়বে পানাগড়ের বিশাল বাজার। পরে অবশ্য বাইপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সে কাজ এখনও শুরু হয়নি। ফলে পানাগড়ে ঢুকেই গাড়ির গতি যেমন কমে, তেমন তৈরি হয় তীব্র যানজট।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানান, বছর দুয়েক আগে ওই ওভারব্রিজের পূর্ণাঙ্গ সংস্কার করা হয়। তার পর থেকে মাঝে মধ্যেই মেরামতির কাজ করা হয়েছে। সমস্যা বেড়েছে চার লেনের জাতীয় সড়ক পানাগড়ের রেল ওভারব্রিজের আগে থেকে দুই লেনের হয়ে যাওয়ায়। ফলে অতিরিক্ত চাপ পড়ে ওভারব্রিজটির উপর। তাই ওভারব্রিজের উপরের রাস্তা প্রায়শই খারাপ হয়ে যায়। তবে বাইপাস রাস্তা তৈরি হলে সমস্যা কেটে যাবে বলে জানানো হয়েছে। এক আধিকারিক জানান, রেল ওভারব্রিজের রাস্তা সংস্কারের ব্যাপারে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। দু’এক দিনের মধ্যেই কাজ সেরে ফেলা হবে। |