মডেল স্টেশন বর্ধমানের বেশ কয়েকটি ত্রুটি নিয়ে বহুবার সোচ্চার হয়েছেন যাত্রীরা। এ বার তা স্বচক্ষে দেখলেন পূর্ব রেলের জোনাল রেল পরিষেবা পরামর্শদাতা কমিটির সদস্য স্বরূপ দত্ত। শনিবার সকালে বর্ধমান স্টেশন পরিদর্শনে এসে তিনি দেখেন, ১ নম্বর প্ল্যাটফর্মে রেলের ভোজনালয়টি দীর্ঘদিন ধরে বন্ধ। কোনও যাত্রী দুর্ঘটনায় আহত হলে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স পরিষেবাও নেই। টিকিট বিক্রির কাউন্টারের সংখ্যা ঠিক থাকলেও, মাঝে মধ্যেই তার বেশিরভাগই বন্ধ হয়ে থাকে কর্মীর অভাবে। ফলে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয় যাত্রীদের। স্টেশন ম্যানেজার অসীমকুমার রায়, বর্ধমান জিআরপির ওসি আশিস মজুমদার ও আরপিএফের আধিকারিকেরা এ দিন স্বরূপবাবুর সঙ্গে একটি বৈঠক করেন। আশিসবাবু বলেন, “আমরা ওঁর কাছে কয়েকটি সমস্যা জানিয়েছি। আশা করি, বিষয়গুলি তিনি কমিটির বৈঠকে তুলবেন।” অসীমবাবু বলেন, “দীর্ঘদিন ধরে রেলের ক্যাটারিং বন্ধ। যাত্রীরা টাকা দিয়েও স্টেশনে খেতে পারছেন না। আমরা স্বরূপবাবুকে ক্যান্টিনটি খোলার ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছি।” স্বরূপবাবু বলেন,“যাত্রী পরিষেবা উন্নয়নের ব্যাপারে আমার যা বলার, তা জোনাল কমিটির পরবর্তী বৈঠকে জানাব।”
|
প্রয়াত হলেন বাংলার প্রাক্তন ফুটবলার ফাল্গুনী রায় (৮৪)। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বেশ কয়েকবার রেলের হয়ে সন্তোষ ট্রফিতে অংশ নিয়েছেন তিনি। বর্ধমানের রতন স্মৃতি সঙ্ঘের এই প্রতিষ্ঠাতা দীর্ঘদিন ছিলেন বিএনআরের ফুটবলার। আমৃত্যু ভাতছালা পাড়ায় একটি ফুটবল কোচিং কেন্দ্র চালিয়েছেন তিনি। |