টুকরো খবর
ধর্ষণে অভিযুক্তদের ছবি আঁকাল পুলিশ
মালদহে গৃহবধূ ধর্ষণে অভিযুক্তদের চেহারার বিবরণ শুনে ছবি আঁকাল পুলিশ। বৃহস্পতিবার সিআইডির চিত্রকর অভিযোগকারিণীর কাছ থেকে বিবরণ শুনে সন্দেহভাজন চার জনের মুখের স্কেচ করেন। বাকিদের মুখের ছবি মনে করতে পারছেন না ওই বধূ। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। পুলিশ জানিয়েছে, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। এটুকু বলতে পারি কাজ ভালই এগোচ্ছে। দোষীরা ধরা পড়বেই।” প্রসঙ্গত, মঙ্গলবার রাত ৯টা নাগাদ মালদহ শহরে ওই বধূকে একটি শপিং মলের সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ গভীর রাতে বধূটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল সূত্রের খবর, বধূকে গণধর্ষণের চিহ্ন মিলেছে। পুলিশ গণধর্ষণের মামলা করে অভিযুক্তদের চিহ্নিত করতে তল্লাশিতে নেমেছে। যে গাড়িটিতে মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেটি শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ দাবি করেছে। এই ঘটনা জানার পর বুধবার রাতে ওই গৃহবধূর দাদা, ভাই ও বৌদি মালদহে ছুটে গিয়েছেন। গৃহবধূর দাদা পুরোপুরি ভেঙে পনেছেন। তিনি বলেন, “ধর্ষণকারীদের চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ।”

সাহায্য মঞ্জুর
গ্রামীণ কৃষি বিকাশ যোজনায় দুই দিনাজপুরের জন্য রাজ্যের সমবায় দফতর ১ কোটি ৪ লক্ষ টাকা মঞ্জুর করল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রশাসনিক ভবনে সংশ্লিষ্ট সমবায় ব্যাঙ্ক, নাবার্ড, বেনফেডের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের সমবায় মন্ত্রী হায়দর আজিজ সফি। তিনি বলেন, “উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রাথমিক সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাধ্যমে ওই টাকা খরচ হবে। গ্রামাঞ্চলের কৃষকেরা ওই সমিতির মাধ্যমে ফসল বিক্রি ছাড়াও চাষের কাজে নানা সহায়তা পাবেন। এ ছাড়া শস্য গুদাম তৈরি এবং স্বনির্ভর গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে প্রাথমিক কৃষি উন্নয়ন সমিতি।” বৈঠকে দুই দিনাজপুরের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের মুখ্য উন্নয়ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

জাল নোট, ধৃত
জাল নোট সমেত ধৃত দার্জিলিং পুলিশের ডিএসপি-র (টাউন) নিরাপত্তারক্ষী মহম্মদ মোস্তাফার সূত্র ধরে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে আরও এক জাল নোটের কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে হরিরামপুর থানার পুলিশ নাহিট এলাকার বাড়ি থেকে ওই ব্যক্তিকে ধরে। মহকুমা পুলিশ আধিকারিক নারায়ণ মজুমদার জানান, ধৃতের নাম আবদুল হাকিম ওরফে ডালিম। তার হেফাজত থেকে ১২টি পাঁচশো টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। এদিন ধৃত ডালিমকে বুনিয়াদপুরে মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তদন্তে পুলিশ জেনেছে, পুলিশ কর্মী মোস্তাফার সঙ্গে ডালিমের ভাল যোগাযোগ ছিল।

২টি অস্বাভাবিক মৃত্যু
একই দিনে দুটি পৃথক এলাকায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ও ইসলামপুরে ঘটনা দুটি ঘটে। মৃতরা হলেন অধিকা সিংহ (১৫)। বাড়ি চোপড়া থানার চাতরাগছ এলাকায়। অপর মৃতের নাম মহম্মদ সোরাব (২১)। বাড়ি ইসলামপুর থানার ধনতোলা এলাকায়। রাতে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ অধিকাকে ইসলামপুর মহকুমা নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। সোরাবও বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মারা যান। দুটি ক্ষেত্রেই মৃত্যুর কারণ পুলিশ খতিয়ে দেখছে।

উদ্ধার
ছেলেধরা সন্দেহে আটক দুই মহিলাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করল পুলিশ। মালদহের চাঁচলের সদরপুরে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ওই মহিলারা নিজেদের ওষুধ বিক্রেতা বলে দাবি করলেও তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাজেরা বিবি ও জুলেখা বিবি নামে দুই মহিলার বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুরে। বিভিন্ন এলাকায় তাঁবু খাটিয়ে বসবাসের পাশাপাশি তাঁরা ব্যথার ওষুধ বিক্রি করেন। তাঁরা কয়েকদিন আগে চাঁচল কলমবাগানে আসেন। এদিন ওই এলাকায় ওষুধ বিক্রি করতে যান। ফেরার সময় তাঁদের ছেলেধরা সন্দেহে কয়েকজন ঘিরে ধরে। চড়-থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বিক্ষোভ
নিয়মিত মিডডে মিল না খাওয়ানোর অভিযোগে প্রধানশিক্ষকসহ ২ জনকে তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার ব্লকের জয়হাট গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙি প্রাথমিক স্কুলে। দুই ঘণ্টা পরে শিক্ষকদের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক মফিজুদ্দিন সরকার বলেন, “কিছু সমস্যার জন্য মিডডেমিল বন্ধ ছিল।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.