সময়মতো স্কুলে না যাওয়ার অভিযোগে এক শিক্ষক দম্পতিকে তালাবন্দি করে রাখলেন একাংশ গ্রামবাসী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে হলদিবাড়ির ২১ নম্বর সামিরাবস গ্রামে বাজেজমা প্রাথমিক বিদ্যালয়ে। বিকালে হলদিবাড়ি অবর বিদ্যালয় পরিদর্শক দিলীপ সাহা ওই স্কুলে গিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে ঘেরাও মুক্ত হন ওউই শিক্ষক-শিক্ষিকা। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির মধ্যে একজন স্কুলের প্রধান শিক্ষিকা শান্তি রায় বর্মন। অপর জন তাঁর স্বামী সহ শিক্ষক অরবিন্দ বর্মন। দু’জনই অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। দিলীপবাবু বলেন, “গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” গ্রামবাসীদের অভিযোগ, ওই দুই শিক্ষক দম্পতি প্রতিদিন স্কুলে দেরি করে যান। এদিনও তাঁরা প্রায় ১২টা নাগাদ স্কুলে যান। তাঁরা একটি লগ্নিকারী সংস্থার এজেন্ট হিসেবেও কাজ করেন বলে অভিযোগ। স্কুলের হাজিরা খাতায় সই করেই তাঁরা ওই সংস্থার হয়ে কাজে বেরোন বলে দাবি। প্রধান শিক্ষিকা শান্তি দেবী বলেন, “আমরা নিয়মিত স্কুলে যাই। সময়মতো যাই। কোনও কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করি না। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের হেনস্থা করা হয়েছে।’’ তবে কী উদ্দেশ্যে তাঁদের হেনস্থা করা হয়েছে তা নিয়ে কিছু বলতে পারেননি ওই দম্পতি। |