নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
বেহাল হয়ে পড়া মানবাজারের বলুডি ট্যাঙ্ক পরিদর্শন করে তা আপাতত ব্যবহার না করার নির্দেশ দিয়েছে জনস্বাস্থ্য কারিগরী দফতর। এর ফলে নদীর বুক থেকে তোলা জল ট্যাঙ্কে না রেখে সরাসরি এলাকায় সরবরাহ করা শুরু হয়েছে। মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “কয়েকদিন আগে জনস্বাস্থ্য কারিগরী দফতরের জেলা ও রাজ্যস্তরের আধিকারিকেরা ওই ট্যাঙ্ক পরিদর্শনে আসেন। ট্যাঙ্কের বেহাল দশা দেখে মেরামতি না করা পর্যন্ত সরাসরি পাইপলাইনের সাহায্যে জল সরবরাহের পরামর্শ দিয়েছেন।” তবে নদীর জল সরাসরি সরবরাহে রোগের আশঙ্কা করছেন বাসিন্দারা। তবে প্রশাসনের আশ্বাস, সে বিষয়ে নজর দেওয়া হবে। কংসাবতী নদীর হরেকৃষ্ণপুর ঘাট থেকে জল তুলে বলুডি গ্রামের ওই ট্যাঙ্কে জল ধরা হত। তারপর এলাকায় জল সরবরাহ করা হত। গত কয়েকমাস ধরে জলে নোংরা-বর্জ্য, পাখির পালক ইত্যাদি ট্যাঙ্কের জলে পড়ছিল বলে অভিযোগ উঠেছিল। জলাধারটির জীর্ণ দশা নিয়েও এলাকায় ক্ষোভ ছিল। তাই এ বার ট্যাঙ্কটি প্রশাসন সংস্কার করার উদ্যোগী হওয়ায় বাসিন্দারা খুশি। জনস্বাস্থ্য কারিগরী দফতরের পুরুলিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (গ্রামীন জল সরবরাহ) নিত্যানন্দ আচার্য বলেন, “পরিদর্শনে রাজ্যস্তরের কর্তারাও ছিলেন। তাঁরা ট্যাঙ্কের বেহাল অবস্থা দেখে গেছেন। কী ধরনের মেরামতি প্রয়োজন, তা জানতে বিশেষজ্ঞ দল আসবেন। তাঁরা সেই রিপোর্ট জমা দেওয়ার পরেই মেরামতির কাজ শুরু হবে।” তিনি জানান, নদী থেকে জল তোলার সময়ই পরিশোধন করা হয়। ট্যাঙ্ক মেরামতি করার পরে ফের ট্যাঙ্ক মারফৎ জল সরবরাহ করা হবে।
|
নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া |
পুকুরের জলে ভেসে উঠল এক স্কুল ছাত্রের দেহ। বৃহস্পতিবার দুপুরে নিতুড়িয়ার ভামুরিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম দেবজিৎ মুর্মু (১১)। বাড়ি নিতুড়িয়া থানার আলকুশা গ্রামে। সে ভামুরিয়া শশীমুখ হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবজিৎ ওই স্কুলের আদিবাসী ছাত্রাবাসে থাকত। এ দিন দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুলের কিছু দূরে একটি পুকুরে সে স্নান করতে যায়। সহপাঠীদের দাবি, পুকুরের জলে সে তলিয়ে যায়। তাদের কাছ থেকে খবর পেয়ে বাসিন্দারা দেবজিৎকে উদ্ধার করে। নিতুড়িয়ার হারমাড্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।
|
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার পোয়াবাগান এলাকায়, বাঁকুড়া-পুরুলিয়া ৬০এ জাতীয় সড়কে। মৃতের আনুমানিক বয়েস ৪০ বছর। ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি পুরুলিয়া থেকে বাঁকুড়ার দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলা ওই ব্যক্তিকে ধাক্কা মারে ট্রাকটি। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। |