কোতুলপুরে তৃণমূলের দলীয় কার্যালয় দখল করার অভিযোগে প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি নিমাই ঘোষকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে কোতুলপুর থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এসডিপিও (বিষ্ণুপুর) এ রবীন্দ্রনাথ বলেন, “নিমাইবাবুর বিরুদ্ধে তৃণমূলের কোতুলপুর ব্লক অফিস দখল করার অভিযোগ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে ধরে।” বৃহস্পতিবার বিষ্ণুপুর আদালতে তাঁকে তোলা হলে বিচারক অর্ন্তবতী জামিন দেন।
নিমাইবাবুর অবশ্য এ দিন কোনও মন্তব্য করতে চাননি। বর্তমান তৃণমূল ব্লক সভাপতি প্রবীর গড়াইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রবীরবাবুর ঘনিষ্ঠ তথা এলাকায় নিমাইবাবুর প্রতিপক্ষ বলে পরিচিত তৃণমূল নেতা সালাম খাঁ-র অভিযোগ, “পুলিশ মামলাটি হাল্কা করে দিয়েছে। তবে আমাদের দল তাঁকে আগেই বহিষ্কার করেছে।” উল্লেখ্য তৃণমূলের দীর্ঘদিনের কোতুলপুর ব্লক সভাপতি নিমাইবাবুকে সরিয়ে দল প্রবীর গড়াইকে সম্প্রতি ব্লক সভাপতি করে। এর প্রতিবাদে আত্মসমর্পনকারী মাওবাদী শীর্ষ নেত্রী সুচিত্রা মাহাতোর স্বামী প্রবীর গড়াইকে ‘মাওবাদী নেতা’ বলে অভিযোগ তুলে নিমাইবাবু ও তাঁর অনুগামীরা মিছিল করেন। দলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে তাঁকে দল থেকে বহিষ্কার করে। এরপরেই কোতুলপুরে নেতাজিমোড়ে থাকা তৃণমূলের ব্লক কার্যালয়টি নিমাইবাবু ও তাঁর অনুগামীরা কংগ্রেসের ব্লক অফিস বলে ঘোষণা করে। নিজেরা কংগ্রেসে যোগ দেন। স্থানীয় কংগ্রেস বিধায়ক সৌমিত্র খাঁ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিমাইবাবুর দাবি ছিল, অফিসটি তাঁর জমির উপর তৈরি করা হয়েছিল। যদিও প্রবীরবাবু তাঁদের দলীয় অফিস দখল করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন। |