খুদে পড়ুয়াদের পিঠ থেকে স্কুল ব্যাগের বোঝা কমাতে এ বার উদ্যোগী হল পুরুলিয়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ শহরের কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষকে বৈঠকে ডেকে পড়ুয়াদের স্কুল ব্যাগের বোঝা কমানোর ব্যাপারে শিক্ষার অধিকার সংক্রান্ত আইনের নির্দেশিকার কথা মনে করিয়ে দেন। পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন কী ভাবে কমানো যায় অবিলম্বে তাঁদের তা খতিয়ে দেখতে বলেছে প্রশাসন। |
জেলাশাসক বলেন, “শিক্ষার অধিকার সম্পর্কিত আইনে উল্লেখ করা হয়েছে, এক জন শিশুর বা খুদে পড়ুয়ার বইয়ের ব্যাগের ওজন হবে তাঁর ওজনের দশভাগের একভাগ। অথচ বাস্তবে দেখা যাচ্ছে পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন এর থেকে অনেক বেশি। এর ফলে অনেক পড়ুয়ার পিঠে ব্যাথা হচ্ছে। অনেকের পড়াশোনায় বা স্কুলে যেতে অনীহাও তৈরি হচ্ছে।” তিনি জানান, এ বিষয়ে দেখভাল করার জন্য একটি কমিটি গড়া হয়েছে। তাঁরা সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ভারি ব্যাগ নিয়ে যেতে হচ্ছে কি না তা নজর রাখবেন।
সাধারণত বেসরকারি স্কুলগুলির পড়ুয়াদের বেশি বই-খাতা নিয়ে স্কুলে আসতে হয় বলে এ দিন পুরুলিয়া শহরের চারটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রধানদের বৈঠকে ডাকা হয়। বৈঠক শেষে স্কুল কর্তৃপক্ষগুলি জানিয়েছেন, এ ব্যাপারে তাঁরা শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। অভিভাবক চম্পা দে, অমিতাভ সেনরা বলেন, “প্রশাসনের এই উদ্যোগে আমরা খুশি।” |