|
|
|
|
মাদক পাচারে ধৃত, বিক্ষোভ তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
হেরোইন পাচারের অভিযোগে ধৃত দুই যুবকের মুক্তির দাবিতে থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আবুল কাশেম ও তাঁর অনুগামীরা। তবে বৃহস্পতিবারের ওই বিক্ষোভ সমাবেশের বিরোধিতা করেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদ্য ঘোষিত সভাপতি দিলসাদ আলি। তিনি বলেন, “ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে না জানিয়ে ওই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ওই আন্দোলনে দলের অনুমোদন নেই।” অন্য দিকে দলের ব্লক সভাপতি হিসাবে দিলসাদ আলিকে মানতে নারাজ বিদায়ী ব্লক সভাপতি তথা সদ্য গঠিত ব্লক কমিটির কার্যকরী সভাপতি আবুল কাশেম। তিনি বলেন, “আমিই দলের ব্লক কমিটির সভাপতি। অন্য কাউকে ব্লক সভাপতি করা হয়েছে বলে আমার জাানা নেই।” তিনি বলেন, “গত ৮-৯ মাসে লালগোলা থানায় ২৮ জন খুন হয়েছেন। ওই সব খুনের খুনিদের গ্রেফতার করা হয়নি। উল্টে নলডহরি গ্রামের নিরপরাধ দুই ব্যক্তি আজিজুল ও মফিজুলকে বুধবার পুলিশ হেরোইন পাচারের মিথ্যা অভিযোগে গ্রেফতার করছে। তার প্রতিবাদে এ দিনের বিক্ষোভ আন্দোলন। প্রকৃত হোরাইন পাচারকারীদের পুলিশ গ্রেফতার করুক।” মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “যে দু’ জনকে বুধবার গ্রেফতার করা হয়েছে তারা হেরোইন পাচারের সঙ্গে যুক্ত বলে নিজেরাই পুলিশের কাছে স্বীকার করেছে।” তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা সভাপতি মহম্মদ আলি বলেন, “খুনের ঘটনায় হোক, আর হেরোইন পাচারের ঘটনায় হোক না কেন, আইন আইনের পথে চলবে। সে ক্ষেত্রে কারও হস্তক্ষেপ দল অনুমোদন করে না।” |
|
|
|
|
|