টুকরো খবর |
পাঁচ জনের যাবজ্জীবন |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মেয়ের শ্বশুর ও দুই দেওরকে কোপানোর ঘটনায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিল আদালত। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক তৃতীয় আদালতের বিচারক ফতেমা ইয়াসমিন সাজা ঘোষণা করেন। মেয়ের বিয়েতে সায় ছিল না বাবার। বাড়ির অমতেই নাকাশিপাড়ার বাসিন্দা সুভাষ ঘোষকে বিয়ে করেছিলেন বাসন্তী ঘোষ। মেনে নিতে না পেরে ২০০৫ সালের ৩ জুলাই ভোজালি হাতে মেয়ের শ্বশুরবাড়িতে চড়াও হয়ে তাঁর শ্বশুর সুকুমার ঘোষ ও দুই দেওর ব্যোমকেশ ও যুধিষ্ঠিরকে এলোপাথারি কুপিয়েছিলেন সাধন ঘোষ। সঙ্গে ছিল বাসন্তীর দাদা বিধান ঘোষ, প্রকাশ ঘোষ, তারক ঘোষ, রতন ঘোষ। ঘটনাস্থলেই মারা যান ব্যোমকেশ। সরকার পক্ষের আইনজীবী প্রদীপকুমার সরকার জানান, ওই ঘটনায় বাসন্তীর বাবা সাধন ঘোষ-সহ বিধান, প্রকাশ, তারক ও রতন ঘোষকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, ওই ঘটনার দিন সকালে বাসন্তীদেবীর জ্যাঠা অনিল ঘোষকে মারধরের দায়ে সুকুমার ঘোষকেও পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক ফতেমা ইয়াসমিন।
|
কৃষ্ণনগরে বিদ্যুৎ দফতরে ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
|
বিদ্যুতের বিল জমা দিতে রোদ্দুরে দাঁড়িয়ে ছিলেন দিন ভর। তবে বৈদ্যুতিন সংযোগের গলদে বিল জমা পড়েনি। পর পর দু’দিন এই সমস্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিদ্যুৎ পর্ষদের অফিসে ভাঙচুর চালান ক্ষুব্ধ গ্রাহকেরা। এ দিন বেলা ১১টা নাগাদ কৃষ্ণনগরের বেজিখাল মোড়ের বিদ্যুৎ দফতরের এই ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের অভিযোগ, দু’দিন এই রোদে লাইন দিয়েও বিল দেওয়া যায়নি। প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি কর্মীরাও। তবে রাজ্য বিদ্যুৎ পর্ষদের কৃষ্ণনগর শাখার ডিভিশনাল ম্যানেজার রাজু মণ্ডল বলেন, “অফিসের বৈদ্যুতিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দু’দিন বিল নেওয়া যায়নি। বেলার দিকে অবশ্য যোগাযোগ স্বাভাবিক হলে ফের বিল নেওয়া হয়।”
|
প্রণব খুনে জেল হাজত |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
ঠিকাদার প্রণব মুখোপাধ্যায় খুনের ঘটনায় ধৃত শম্ভূ হাজরা, রাজা জোয়ারদারের ১১ দিনের জেল হেফাজত হয়েছে। তিন দিন পুলিশ হেফাজতে থাকার পরে বৃহস্পতিবার বহরমপুরের সিজেএম আদালতে হাজির করানো হলে ভারপ্রাপ্ত সিজেএম তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিযুক্তপক্ষের আইনজীবী পীযুষ ঘোষ বলেন, “ওই একই অভিযোগে ধৃত খোকন শর্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় এ দিন তাকে আদালতে হাজির করানো যায়নি।” প্রসঙ্গত, পুলিশ হেফাজতে থাকাকালীন বুধবার অসুস্থ হয়ে পড়ে খোকন শর্মা। ওই দিনই তড়িঘড়ি তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আইসি মোহায়মেনুল হক বলেন, “অসুস্থ খোকনকে এ দিন আদালতে হাজির করানো যায়নি।” সরকারি আইনিজীবী বীরেশ্বর মুখোপাধ্যায় বলেন, “ওই মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ২১ মে।
|
ডোমকলের স্কুলে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
প্রধান শিক্ষক স্কুলে আসছেন না মাস দু’য়েক। শিকেয় কাজকর্ম। বন্ধ হয়েছে মিড-ডে মিল। এই অভিযোগে বুধবার ডোমকলের শিবনগর উচ্চ বিদ্যালয়ে ঘণ্টা দশেক শিক্ষকদের তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ অভিভাবক ও গ্রামবাসীরা। ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্র ও ডোমকল থানার আইসি কৌশিক ঘোষ গিয়ে পরিস্থিতি সামাল দেন। স্কুলের প্রধান শিক্ষক আনারুল ইসলাম গত বছর তিনেক ধরেই স্কুলে নিয়মিত আসেন না বলে অভিযোগ। মাস দু’য়েক আগে তিনি ছুটি নিয়েছেন। রবীন্দ্রনাথ মিশ্র বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। স্কুলে নিয়মিত আসেন না। তাঁর সঙ্গে ফোনেও যোগাযোগ করা যায় না।’’
|
ভাই খুনে যাবজ্জীবন কারাদণ্ড |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ভাইকে কুপিয়ে খুনে দাদাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জজ পঞ্চম আদালতের বিচারক অনিমেষ চক্রবর্তী সাজা ঘোষণা করেন। ২০১০ এর ১ এপ্রিল কালীগঞ্জের আদমপুরের বাসিন্দা বাবুরাম পাল তাঁর ভাই অনিল পালকে জমি সংক্রান্ত বিবাদের জেরে চাষের খেতে কুপিয়ে খুন করেন। ওই দিন বাবুরামের সঙ্গে ছিলে তার ছেলে মুকুল পালও। সরকারি আইনজীবী অর্ণব গাঙ্গুলি জানান, নাবালক মুকুলের বিচার চলছে জুভেনাইল আদালতে।
|
খুনের অভিযোগে ধৃতের জেল হাজত |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
প্রেমিকাকে খুনের অভিযোগে ধৃত গণেশ রায়কে বৃহস্পতিবার নদিয়ার রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। বুধবার গণেশকে উত্র ২৪ পরগনার সোদপুরের বাড়ি থেকে ধরা হয়েছিল।
|
বিজেপি-র ‘হাত ধরে’ পঞ্চায়েত সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে সিপিএম ও বিজেপির আনা অনাস্থায় অংশ নিল না তৃণমূল। ফলে বৃহস্পতিবার নবদ্বীপের মায়াপুর-বামুনপুকুর-২ পঞ্চায়েতে ভোটাভুটিতে ক্ষমতা দখল করল সিপিএম-বিজেপি জোট। ২০০৯ এর পঞ্চায়েত ভোটে এখানে তৃণমূল-বিজেপি জোট বোর্ড গঠন করে। দশটি আসনের মধ্যে সিপিএম ৫টি, তৃণমূল ৪টি ও বিজেপির ১টি আসন পেয়েছিল। সম্প্রতি পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে তৃণমূল ও বিজেপির ‘সম্পর্ক’ খারাপ হয়। গত ২৭ এপ্রিল বিজেপির প্রধান ও সিপিএমের পাঁচ সদস্য মিলে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল। এ দিনের ভোটাভুটিতে তৃণমূলের চার সদস্যই অনুপস্থিত থাকায় ক্ষমতা দখল করল সিপিএম-বিজেপি জোট। ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিপিএমের সুশীল ঘোষ বলেন, “স্বজনপোষণ-সহ নানা দুর্নীতি চালাচ্ছিল তৃণমূল। গ্রামবাসী তাঁদের আর চাইছিলেন না।” জবাবে মায়াপুর-বামুনপুকুর এলাকার তৃণমূল নেতা তাপস ঘোষ বলেন, “আমরা ভোটাভুটিতে থাকব না এটা স্থিরই ছিল। কারণ আমরা চাই মানুষ জানুক সিপিএম-তৃণমূল কেমন একসঙ্গে ঘর করছে।” বর্তমানে নবদ্বীপের আটটি পঞ্চায়েতের তিনটি তৃণমূলের হাতে।
|
খুনে যাবজ্জীবন |
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
খুনের দায়ে উত্তম সর্দার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন তেহট্ট ফাস্ট ট্রাক আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সোমনাথ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন বিচারক। সরকার পক্ষের আইনজীবী চঞ্চল ঘোষ বলেন, ‘‘২০১১ সালের ৮ জানুয়ারি তেহট্টের রাধানগরের বাসিন্দা নিশীথ মালককে (২২) কোপায় উত্তম। পরে শক্তিনগর হাসপাতালে মারা যায় সে। খুনের অভিযোগে পুলিশ উত্তমকে ধরে।”
|
দেহ উদ্ধার |
চূর্ণিতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রের দেহ উদ্ধার করল পুলিশ। সৌরভ বর্মন (১০) নামে ওই ছাত্রের বাড়ি রানাঘাটের নন্দিঘাট এলাকায়। বুধবার স্নান করতে গিয়ে সে নিখোঁজ হয়। |
|