টুকরো খবর |
তফসিলিদের টাকা পুরো খরচ হয়নি |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পূর্ব মেদিনীপুর জেলায় ২০১১-’১২ আর্থিক বছরে তফসিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দকৃত অর্থের প্রায় ৩২ লক্ষ টাকা খরচ করা যায়নি। বুধবার জেলা পরিষদে পশ্চাদপদ শ্রেণি উন্নয়ন কমিটির সভায় এই তথ্য উঠে এসেছে। কমিটির সভায় পেশ করা তথ্যে বলা হয়েছে, মাধ্যমিক উত্তীর্ণ তফসিলি ছাত্রছাত্রীদের জন্য ’১১-’১২ আর্থিক বছরে বৃত্তিবাবদ ৮ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ এলেও খরচ করা গিয়েছে ৮ কোটি ৩৫ লক্ষ টাকা। শুধুমাত্র বৃত্তি-খাতেই খরচ করা যায়নি ১৫ লক্ষ টাকা। তফসিলি ছাত্রছাত্রীদের বুকগ্রান্ট বা বই-সাহায্যের জন্য ১ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্দ হলেও খরচ করা গিয়েছে ১ কোটি ৫৭ লক্ষ টাকা। অর্থাৎ এ ক্ষেত্রেও ৭ লক্ষ টাকা খরচ করা সম্ভব হয়নি। তফসিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের হস্টেল-গ্রান্টের বরাদ্দকৃত টাকার মধ্যেও ১০ লক্ষ টাকা খরচ করা যায়নি। বৈঠকে এই বিশাল পরিমাণ টাকা খরচ না করতে পারার জন্য উদ্বেগ প্রকাশের পাশাপাশি হস্টেল-গ্রান্টের টাকা খরচ করা নিয়ে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ ওঠে। অভিযোগ, সরকারের নির্দেশ মতো হস্টেলে থাকা তফসিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের জন্য রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে অনীহা প্রকাশ করছে। পশ্চাদপদ শ্রেণি-উন্নয়ন কমিটির সভায় জেলা সভাধিপতি গাঁধী হাজরা, শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডল-সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন।
|
কেশপুরে ফের অশান্তি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গোষ্ঠী-সংঘর্ষ চলছেই। বৃহস্পতিবার সকালে কেশপুরের কলাগ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। আহত হন ২ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কলাগ্রামে কয়েকটি বাড়িও ভাঙচুর হয় বলে অভিযোগ। উঁচাহারেও অশান্তি ছড়ায়। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। সংঘর্ষে জড়িতদের খোঁজ চলছে। এ দিকে, আনন্দপুর থানা এলাকার একটি স্কুল নির্বাচনকে ঘিরেও এ দিন সকালে অশান্তি হয়। মনোনয়নপত্র তোলা ঘিরে এই অশান্তি বলে স্থানীয় সূত্রে খবর। অভিযোগ, তৃণমূলের ‘ক্ষমতাসীন’ গোষ্ঠী এখানে ‘বিক্ষুব্ধ’ গোষ্ঠীকে মনোনয়নই তুলতে দেয়নি। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছেন, এমন কোনও ঘটনাই ঘটেনি। সিপিএমের কিছু লোক নতুন করে অশান্তি তৈরির চেষ্টা করছে। বুধবার কেশপুর বাসস্ট্যান্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। আহত হন ২ জন। একের পর এক সংঘর্ষের ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের বিড়ম্বনাও বাড়ছে। প্রকাশ্যে অবশ্য সবই অস্বীকার করছেন তাঁরা। কেশপুরের তৃণমূল নেতা চিত্ত গরাই বলেন, “সবই অপপ্রচার। সিপিএমের চক্রান্ত! আনন্দপুর থানা এলাকায় স্কুল নির্বাচন ঘিরে কোনও অশান্তিই হয়নি। আর কলাগ্রামে দলীয় কর্মীদের উপর সিপিএম আশ্রিত কিছু লোকই হামলা চালিয়েছে।”
|
পুনর্বাসনের দাবি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ শুরু হয়েছে। জাতীয় সড়কের ধারে থাকা ছোট দোকানদারদের সরে যেতে হয়েছে। সেই সব দোকানকে ফের রাস্তার ধারে বসার অনুমতি দেওয়ার দাবিতে পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল মেদিনীপুর ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার পুনর্বাসন সংগ্রাম সমিতি। বৃহস্পতিবার প্রশাসনের কাছে ৭ দফা দাবিতে স্মারকলিপি দিল সমিতি। সেগুলি হল, যে দোকানদারেরা আগে রাস্তার ধারে বসে ব্যবসা করতেন তাঁদের রাস্তার ধারেই ব্যবসা করার অনুমতি দেওয়া, রাস্তার ধারে মার্কেট কমপ্লেক্স তৈরি করা, বাস স্টপগুলিতে সাবওয়ে, ওভারব্রিজ বা আন্ডারপাসের ব্যবস্থা করা, প্রতীক্ষালয় তৈরি প্রভৃতি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর জাতীয় সড়কটি আগে ৪ লেন ছিল। এ বার তা সম্প্রসারণ করে ৬ লেন করা হচ্ছে। তার জন্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মিলিয়ে ১০.৯ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত বলেন, “দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
|
তড়িদাহত, মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বাড়ির পুকুরে জল তোলার টুলু মেশিন চালু করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে খেজুরি থানার সাতখণ্ড সাহেবনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম বুদ্ধদেব পাত্র (২৪)। বৃহস্পতিবার বাড়ির পুকুর থেকে জল তোলার জন্য টুলু মেশিন চালু করতে গিয়ে তড়িদাহত হন তিনি। বুধবার আবার কাঁথি থানার এক্তারপুর গ্রামে নিজের বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক যুবক। পুলিশ জানায়, মৃত যুবকের নাম শৈবাল পয়ড়্যা (২২)। বুধবার শৈবাল নিজের বাড়িতে বৈদ্যুতিক তারে কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ওই যুবককে মৃত ঘোষণা করেন।
|
দূরশিক্ষায় সরকারি অডিট |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এত দিন স্বীকৃত কোনও সংস্থাকে দিয়ে অডিট করানো হত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে। এ বার থেকে সরকারি অডিট করানোর ব্যবস্থা নিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য কমিটিও গড়া হয়েছে। উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচের সরকারি অডিট হয়। কিন্তু দূরশিক্ষা বিভাগের অডিট করানো হয় সাধারণ সংস্থাকে দিয়ে। এ বার যাতে নিয়ম পাল্টে দূরশিক্ষা বিভাগেও সরকারি ভাবে অডিট করানো যায় সে জন্য ব্যবস্থা নিতে কমিটি তৈরি করা হয়েছে।” বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই বিভাগে প্রতি শিক্ষাবর্ষেই কোটি কোটি টাকা লেনদেন হয়। টাকা নয়ছয়ের অভিযোগও উঠত। এই সব অভিযোগ এড়াতেই সরকারি অডিটের পরিকল্পনা নেওয়া হয়েছে। দূরশিক্ষা বিভাগের পরিকাঠামো উন্নয়নে যে কাজ হবে, তা যাতে সাধারণ ছাত্রছাত্রীদেরও কাজে লাগে তেমন পরিকল্পনা তৈরির কথাও ভাবা হচ্ছে।
|
স্মার্ট-কার্ড বিলি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রত্যন্ত এলাকার যে সব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদের স্মার্ট-কার্ড দিল ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বৃহস্পতিবার ঝাড়গ্রামের রাধানগর, গোপীবল্লভপুরের নয়াবসান, খড়্গপুরের পপরআড়া-সহ পশ্চিম মেদিনীপুর জেলার ১৩৬৫ জনকে স্মার্ট-কার্ড দেওয়া হয়েছে বলে লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অরবিন্দ মহাপাত্র জানিয়েছেন। এই ব্যাঙ্কের পক্ষ থেকে জেলায় মোট ২৯ হাজার মানুষকে স্মার্ট-কার্ড দেওয়ার কথা। এ দিনের অনুষ্ঠানে ব্যাঙ্কের ডিজিএম তথা চিফ রিজিওনাল ম্যানেজার মনোজকান্তি মজুমদারও উপস্থিত ছিলেন। প্রত্যন্ত গ্রামে গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলার কথা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। যেখানে একটি যন্ত্রে স্মার্ট-কার্ড ব্যবহার করে পরিষেবা পেতে পারবেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই জেলার ৭৮টি জায়গায় এ রকম গ্রাহক-পরিষেবা কেন্দ্রও খুলেছে ইউবিআই।
|
সমিতির দাবি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্য সরকার উদ্যোগী হলেও শিক্ষা দফতরের কিছু কর্মচারীর জন্যই শিক্ষকদের মাস পয়লা বেতন হচ্ছে না। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সংঙ্ঘমিত্র মাকুড়ের দারস্থ হল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। এ দিন সমিতির পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। যেখানে সব মিলিয়ে ৫ দফা দাবি রয়েছে। দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
|
শিশু-সহ দম্পতি জখম |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
৫ বছরের সন্তান-সহ দুর্ঘটনায় আহত হলেন মোটর সাইকেল আরোহী দম্পতি। তাঁদের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তমলুকে কাকগেছিয়ায় ৪১ নম্বর জাতীয় সড়কে মোটর বাইকে রাস্তা পেরোচ্ছিলেন ওই দম্পতি। হলদিয়া থেকে মেচেদাগামী একটি ছোট লরি তাঁদের ধাক্কা মারে। মোটর সাইকেলের তিন জন ও লরিটির এক জনকে আহত অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
হাসপাতালে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
কাঁথি হাসপাতালে কংগ্রেসের ডেপুটেশন |
কাঁথি মহকুমা হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার প্রেক্ষিতে নানা অসঙ্গতির তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থার দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে কাঁথি মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখানো হল। স্মারকলিপিও দেওয়া হয়। মহকুমা হাসপাতালে অবৈধ আয়া নিয়োগ ও গেটম্যানদের দালালি বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি, হাসপাতালের সব কর্মচারীর জন্য সচিত্র পরিচয়পত্র, রাতে রোগী ও তাঁদের পরিজনেদের জন্য পুলিশ ক্যাম্প চালু, অবিলম্বে আলট্রা-সোনোগ্রাফি ও আইসিসিইউ চালু এবং প্রতিমাসে রোগী-কল্যাণ সমিতির বৈঠকের দাবি জানানো হয়।
|
শিক্ষক বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। সব শিক্ষক সংগঠনকে সংসদের কাজে যুক্ত করা, বিদ্যালয় পরিচালনায় পঞ্চায়েতকে যুক্ত না করার দাবি জানানো হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন স্বদেশ ভট্টাচার্য, বাদল পতিরা।
|
তড়িদাহত যুবক মৃত |
নিজস্ব সংবাদদাদা • কাঁথি |
বাড়ির পুকুরে জল তোলার টুলু মেশিন চালাতে গিয়ে তড়িদাহত হয়ে মারা গেল এক যুবক। বৃহস্পতিবার সকালে খেজুরির সাতখণ্ড সাহেবনগর গ্রামে মৃতের নাম বুদ্ধদেব পাত্র (২৪)।
|
সমিতির দাবি |
রাজ্য সরকার উদ্যোগী হলেও শিক্ষা দফতরের কিছু কর্মচারীর জন্যই শিক্ষকদের মাস পয়লা বেতন হচ্ছে না। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সংঙ্ঘমিত্র মাকুড়ের দারস্থ হল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। |
|