|
|
|
|
জট কাটায় বাস চলল ধেড়ুয়া রুটে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শেষমেশ আলোচনায় জট কাটল। জোর করে আর চাঁদা আদায় হবে না এই আশ্বাস পেয়ে মেদিনীপুর-ঝাড়গ্রাম ভায়া ধেড়ুয়া রুটে বাস চালাতে রাজি হলেন বাস মালিকেরা। বৃহস্পতিবার বিকেল থেকে বাস চলাচল শুরু হয়েছে। আজ, শুক্রবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছে পুলিশ-প্রশাসন।
এ দিন বাস মালিক ও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে মেদিনীপুরে এক বৈঠক হয়। বৈঠক শেষে কোতয়ালি থানার আইসি জয়দীপ বন্দ্যোপাধ্যায় জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। জোর করে চাঁদা আদায় হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
চাঁদা আদায়কে কেন্দ্র করে স্থানীয় একাংশের সঙ্গে বাসকর্মীদের বচসার জেরে মঙ্গলবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল মেদিনীপুর-ঝাড়গ্রাম ভায়া ধেড়ুয়া রুটে। বুধবার সারাদিন এই রুটে কোনও বাস চলেনি। ভোগান্তিতে পড়েন সকলেই।
বাস মালিক ও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে এ দিনের বৈঠকে অবশ্য পুলিশ জানিয়ে দেয়, এ ভাবে বাস আটকে জোর করে চাঁদা আদায় করা যাবে না। বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা জানান, চাঁদা নিতে গেলে সংগঠনের কাছে আবেদন করতে হবে। সেই আবেদন খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবারের বৈঠক শেষে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মৃগাঙ্ক মাইতি বলেন, “আলোচনা ফলপ্রসূ হয়েছে।
জোর করে চাঁদা আদায় হবে না বলে আশ্বাস মিলেছে। বিকেল থেকেই ধেড়ুয়া রুটে বাস চলাচল শুরু হয়েছে।”
এ দিকে, সামান্য বচসার জেরে বাস চলাচল বন্ধ করার প্রতিবাদে এ দিন সকালে বেলিয়ায় পথ অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীদের একাংশ। এর ফলে, বেশ কয়েকটি ট্রেকার আটকে পড়ে। যাত্রীরা সমস্যায় পড়েন। পুলিশি হস্তক্ষেপে অবশ্য কিছুক্ষণ পরই অবরোধ উঠে যায়। |
|
|
|
|
|