ডেকান চার্জার্সের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের দুর্ধর্ষ সেঞ্চুরি দিল্লি ডেয়ারডেভিলসকে তুলে আনল এক নম্বরে। নাইটদের টপকে। অন্য ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেল চেন্নাই সুপার কিংস। নিয়মিত উইকেট পড়লেও রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসকে তারা চার উইকেটে হারিয়ে প্লে-অফের রাস্তা খোলা রাখল।
এ দিন ডেকান ১৮৭-৪ তুলে দেওয়ার পর উঠল প্রশ্নপিটারসেনের জায়গা কে ভরাবেন। ৫৪ বলে ১০৯ নটআউট করে ওয়ার্নার বুঝিয়ে দিলেন, দিল্লি সমর্থকদের ভয় পাওয়ার কিছু নেই। ২০ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতল দিল্লি। আর ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় এক নম্বরে উঠে এল। ১২ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ১৭। চেন্নাই ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে উঠে এল চারে। |
এ দিন দিল্লি ইনিংসের প্রথম বলেই চার মারার পর শিখর ধওয়ানের দ্বিতীয় বলে আউট হন সহবাগ। কিন্তু নমন ওঝা-র (৬৪ ন.আ.) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৮৯ তোলেন ওয়ার্নার। আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি তাঁর। আজ মেরেছেন দশটা চার, সাতটা ছয়। স্টেইন-হীন ডেকান বোলিং বিধ্বংসী ওয়ার্নারের সামনে স্রেফ উড়ে যায়।
রাজস্থান আবার শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে। স্টুয়ার্ট বিনি ও ব্র্যাড হজ ভাল শুরু করেও আউট হয়ে যান। দ্রাবিড় (৪) এবং রাহানেও (১৭) এ দিন ব্যর্থ। তাঁদের টিমও থমকে যায় ১২৬-এ। চেন্নাই অবশ্য রান তাড়া করতে নেমে খুব একটা দাপট দেখাতে পারেনি। মুরলী বিজয় ওয়াটসনের প্রথম ওভারেই দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন। অল্প রানের পুঁজি নিয়ে ভালই লড়াই চালাতে থাকে রাজস্থান। কিন্তু শেষে অনিরুদ্ধ শ্রীকান্ত এবং অ্যালবি মর্কেল দু’জনেই ৬ বলে ১৮ করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন।
|