|
|
|
|
হোমিও কলেজে চেষ্টা জমি দখলের, অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরে হোমিওপ্যাথি কলেজের হস্টেল-সংলগ্ন একটি জায়গা দখল করে দলীয় কার্যালয় তৈরির চেষ্টা হচ্ছে। এমনই অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর এ নিয়ে সরব হয়েছে কলেজের ছাত্র সংসদে ক্ষমতাসীন তৃণমূলেরই ছাত্র সংগঠন। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, ওই জায়গায় একটি আউটডোর খোলার পরিকল্পনা রয়েছে। এখন জোর করে ওই জায়গা দখলের চেষ্টা হচ্ছে। শহর তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। জায়গাটি যদি হোমিওপ্যাথি কলেজের হয়, তা হলে কোনও ভাবেই সেখানে দলীয় কার্যালয় তৈরি করা হবে না। দলের শহর সভাপতি সুকুমার পড়্যা বলেন, “বিষয়টি শুনেছি। ঠিক কী হয়েছে খোঁজ নিয়ে দেখছি।” |
|
এই জমিতেই পার্টি অফিস তৈরির চেষ্টা চলছে। নিজস্ব চিত্র। |
মেদিনীপুরের অরবিন্দনগরে হোমিওপ্যাথি কলেজের বয়েজ হস্টেল রয়েছে। হস্টেল এলাকার চারপাশ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। পাশেই রয়েছে একটি ফাঁকা জায়গা। সেখানে অবশ্য সীমানা প্রাচীর নেই। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, হস্টেল সংলগ্ন ওই জায়গায় আউটডোর তৈরির পরিকল্পনা আগেই রাজ্য সরকারকে জানানো হয়েছে। জমা দেওয়া হয়েছে প্রস্তাব। কলেজের অধ্যক্ষ বিজয়পতি মণ্ডলের বক্তব্য, “ওই জায়গায় আউটডোর খোলার পরিকল্পনা রয়েছে। তা খোলা গেলে স্থানীয় মানুষই উপকৃত হবেন।” এখন ওই জমিতেই তৃণমূলের পার্টি অফিস তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, আগেও এক বার ওই জায়গায় দলীয় কার্যালয় বানানোর চেষ্টা হয়। যদিও পরে বিষয়টি নিয়ে আর এগোননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখন ফের তোড়জোড় শুরু হয়েছে। খোঁড়া হয়েছে মাটি। মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজের ছাত্র সংসদ তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি-র দখলে। খোদ সংসদই এ ক্ষেত্রে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। কলেজের টিএমসিপি ইউনিট সভাপতি অলোকনাথ সাউ বলেন, “জায়গা দখল হচ্ছে জানতে পেরেই বিষয়টি দলীয় নেতৃত্বের নজরে আনি। মেদিনীপুরের বিধায়কের সঙ্গে কথা বলি। বিধায়ক অবশ্য আশ্বাস দিয়েছেন, এ ভাবে কলেজ সংলগ্ন জায়গা দখল করে দলীয় কার্যালয় তৈরি করতে দেবেন না।” জায়গা দখল হচ্ছে বলে জানতে পেরেই বিষয়টি মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক সুরজিৎ রায়কে জানান কলেজ কর্তৃপক্ষ। পরে পুলিশের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়। আপাতত ওই জায়গায় মাটি খোঁড়ার কাজ বন্ধ রয়েছে। তবে ঘটনার জেরে বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল নেতৃত্ব। |
|
|
|
|
|