হঠাৎ বিভ্রাটে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল বিপর্যস্ত হল মেদিনীপুর শহরে ইন্টারনেট পরিষেবা। সমস্যায় পড়তে হল সাধারণ ব্যবহারকারী থেকে বিভিন্ন সংস্থাকে। টেলিকম সূত্রে খবর, বিভিন্ন এলাকায় রাস্তার কাজ চলছে। তাতেই ফাইবার অপটিক্যালে সমস্যা দেখা দেয়। সংস্থার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বাপুহরি মারান্ডি জানান, একটা সমস্যা হয়েছিল। বিকেলে তা ঠিক করে দেওয়া হয়েছে। কিছুদিন ধরেই ইন্টারনেটে বিভ্রাট হচ্ছে বলে অভিযোগ। ভবিষ্যতে যাতে এমন না হয় তার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, কোথাও ত্রুটি হলে যত দ্রুত সম্ভব তা ঠিক করার চেষ্টা হয়। তবে কিছু ক্ষেত্রে কোথায় বিভ্রাট হয়েছে তা খুঁজে পেতেই সময় লেগে যায়। তা ছাড়া এখন বিভিন্ন এলাকায় রাস্তার কাজ চলছে। তাতেও সমস্যা হচ্ছে।
|
পঞ্চাশ বছরে পড়ল খড়্গপুর শহরের ইন্দা এলাকার খড়্গেশ্বর প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত হল ‘পঞ্চাশের পাবর্ণ’ অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিদর্শক (খড়্গপুর) সুদীপ্ত মালাকার, প্রাক্তন অধ্যাপক অর্ণব কর, প্রাক্তন শিক্ষক তুষার পঞ্চানন প্রমুখ। সংযুক্তা দত্ত, চন্দন মাহাল, সহেলি বিশ্বাস প্রমুখের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। বিদালয়ের ছাত্রছাত্রীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের বর্তমান পড়ুয়াসংখ্যা ৩২০ জন। বিদ্যালয়ে ১০ জন শিক্ষাকর্মী রয়েছেন।
|
ন্যায্য মজুরির দাবিতে বৃহস্পতিবার খড়্গপুর শিল্পতালুকের বেঙ্গল এনার্জি কারখানায় বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। কারখানা চত্বর ও তার আশপাশে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে পুলিশ। শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ ন্যায্য মজুরি দিচ্ছেন না। পুলিশ জানিয়েছে, সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রশাসন সূত্রে খবর, আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। |