মানিকতলার ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকা মুরারিপুকুরে একটি পাখা তৈরির কারখানায় বৃহস্পতিবার রাতে আগুন লাগে। দাহ্য পদার্থে ঠাসা কারখানায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে দমকলের অনুমান। দমকলমন্ত্রী জাভেদ খান রাতেই ঘটনাস্থলে যান। |
দমকল জানায়, রাত ৮টা নাগাদ দোতলা বাড়ির একতলায় ওই কারখানার একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খুব দ্রুত আগুন ছড়াতে থাকে। তখন কারখানায় কয়েক জন কর্মী ছিলেন। তাঁরাও বেরিয়ে আসেন। দমকলের অভিযোগ, কারখানায় কোনও রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না।
অনুপম ঘোষ নামে এলাকার এক বাসিন্দা বলেন, “আমরাই প্রথমে আগুনে জল ঢালতে শুরু করি। সঙ্গে সঙ্গে খবর পাঠাই দমকলে। সময়মতো আগুন নিয়ন্ত্রণ করতে না-পারলে এই ঘিঞ্জি এলাকায় বড় ধরনের বিপদ ঘটতে পারত।” এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় এমন কারখানা চালাতে দেওয়া হয় কী ভাবে?
জবাবে দমকলমন্ত্রী বলেন, “কারখানায় দাহ্য পদার্থ ছিল বলে শুনেছি। কারখানা-মালিকের লাইসেন্স এবং অগ্নি নির্বাপক সরঞ্জাম ছিল কি না, সব কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” |