টুকরো খবর
হকার বিধিতে অনড় থাকবে রাজ্য, বার্তা মন্ত্রীর
হকার নিয়ন্ত্রণের বিষয়ে সরকার যে কোনও রকম আপস করতে রাজি নয়, তা ফের স্পষ্ট করে দেওয়া হল। বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, “ব্যবসার নামে সরকারি জায়গা দখল করা বরদাস্ত করা হবে না।” তবে এই সমস্যার সমাধানে হাইপাওয়ার কমিটির পরে এ বার হকারদের নিয়ে আলাদা একটি কমিটি গড়তে চাইছে রাজ্য সরকার। যাতে দুই কমিটি একসঙ্গে নির্ধারণ করতে পারে হকার-নীতি।
এ দিন সল্টলেকে কেএমডিএ-র সদর দফতর উন্নয়ন ভবনের সামনে বিভিন্ন এলাকার হাজার দেড়েক হকার জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও গত ছ’মাসে দশ হাজার হকারকে তা ছাড়াই উচ্ছেদ করেছে সরকার। বুধবার মহাকরণে হাইপাওয়ার কমিটির বৈঠকে হকারদের সঙ্গে পরামর্শ না করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ‘হকার সংগ্রাম কমিটি’ নেতা শক্তিমান ঘোষ। পুরমন্ত্রী অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বক্তব্য, “সিপিএমের ‘অপারেশন সানসাইন’-এর সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের পাশে না দাঁড়ালে পশ্চিমবঙ্গে হকারদের অস্তিত্বই থাকত না। তিনি হকারদের সবচেয়ে বড় বন্ধু।” বুধবার মহাকরণে হাইপাওয়ার কমিটির বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে যে সরকার অনড় থাকছে, তা এ দিন ফের স্পষ্ট করে দেন পুরমন্ত্রী। তিনি বলেন, “হকারদের যত্রতত্র বসতে দেওয়া হবে না। তবে একেবারে দরিদ্রদের জন্য কোথাও কোথাও রাতে বা ছুটির দিনে ব্যবসার জায়গা দেওয়ার একটি পরিকল্পনা হচ্ছে।”

গোপন জবানবন্দি
বিচারকের কাছে গোপন জবানবন্দি দিলেন কালীঘাট-কাণ্ডের নির্যাতিতা ওই গৃহবধূ। বৃহস্পতিবার আলিপুর আদালতে দ্বিতীয় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুপর্ণা রায়ের ব্যক্তিগত অফিসে ওই অভিযোগকারিণী বিচারককে তাঁর বক্তব্য জানান। তাঁর বয়ান খামে ‘সিল’ করে রাখা হয়েছে। ওই মহিলার ভাসুরঝি মিতালি দাসকে এ দিন জামিন দিয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ড, এ কথা জানিয়েছেন ওই কিশোরীর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। বুধবার ওই গৃহবধূর শাশুড়ি অনুভা দাসও জামিন পান।

স্বয়ংক্রিয় রিচার্জ
পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে চালু হল স্বয়ংক্রিয় টিকিট রিচার্জ মেশিন। মেশিনটি তৈরি করেছে রেলের সহযোগী সংস্থা ‘ক্রিস’। মাত্র ৬ সেকেন্ডে যে কোনও যাত্রী ওই মেশিনে স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন। এখন টিকিট কাউন্টারে ১০০, ২০০, ৩০০ ও ৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। নতুন মেশিনে আপাতত শুধু ১০০ টাকার রিচার্জ করা যাবে। আস্তে আস্তে ওই অঙ্ক বাড়ানো হবে। মেট্রোর জনসংযোগ অফিসার জানান, যাত্রীদের সুবিধার্থে আপাতত দু’টি স্বয়ংক্রিয় রিচার্জ মেশিন বসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেট্রোর জেনারেল ম্যানেজার পি বি মূর্তি ওই মেশিন দু’টি উদ্বোধন করেন। কোনও যাত্রী রিচার্জ করার সময়ে জাল নোট দিলে ওই মেশিন তা-ও বলে দেবে।

সিটি কলেজে ঢুকতে লাগবে পরিচয়পত্র
কলেজে ঢুকতে হলে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক হচ্ছে সিটি কলেজে। বহিরাগতদের অনুপ্রবেশ রুখতেই এই ব্যবস্থা। বৃহস্পতিবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুকুলকান্তি মান্না এ দিন বলেন, “নতুন শিক্ষাবর্ষ থেকে শুধু প্রথম বর্ষের পড়ুয়ারাই নয়, দ্বিতীয়-তৃতীয় বর্ষের ছেলেমেয়েদেরও পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হবে কলেজে।” কলেজে সিসিটিভি বসানো ও নিরাপত্তারক্ষী বাড়ানো নিয়ে ভাবনাচিন্তা চলছে।

জাল নোট-সহ ধৃত ২
পাঁচশো টাকার জাল নোট ভাঙাতে গিয়ে বৃহস্পতিবার পুলিশের হাতে ধরা পড়ে গেল দু’জন। পুলিশ জানায়, ধৃতদের নাম দীপক মিশ্র ও নীরজ আলি। নিউ টাউনের হাজরা কালীমন্দির এলাকায় এক ব্যক্তির কাছে কয়েকটি পাঁচশো টাকার নোট ভাঙাতে যায় তারা। নোটগুলি দেখে সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিই পুলিশে খবর দেন। ওই দু’জনের কাছে ২১ হাজার টাকার জাল নোট ছিল। সব নোটই পাঁচশো টাকার। তারা কোনও চক্রের সঙ্গে যুক্ত কি না, খতিয়ে দেখছে পুলিশ।

বোমা উদ্ধার
সল্টলেকের কুলিপাড়ায় এ দিন সকালে ১৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জঙ্গল সাফ করতে গিয়ে একটি হাঁড়ি দেখতে পান। সেটি মাটির নীচে পোঁতা ছিল। পুলিশ এসে হাঁড়িটি তুলে আনে। তাতেই বোমা ছিল। পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয়।

গঙ্গায় ঝাঁপানো কিশোরী উদ্ধার
পরপর দু’দিন হাওড়া সেতু থেকে গঙ্গায় ঝাঁপ এক কিশোরী ও এক তরুণীর। বৃহস্পতিবার গঙ্গায় ঝাঁপ দেওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে রিভার ট্রাফিক পুলিশ। সন্ধ্যা ৬টা নাগাদ ওই কিশোরী ঝাঁপ দেয়। বছর সতেরোর মেয়েটিকে দ্রুত উদ্ধার করে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবারেও সেতু থেকে ঝাঁপ দেওয়া এক তরুণীকে উদ্ধার করেছিল পুলিশ।

যুবক ধৃত
ই-মেলের মাধ্যমে প্রতিবেশী এক মহিলার অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম অরবিন্দ পাত্র। বাড়ি হরিদেবপুরের ভুবনমোহন রায় রোডে। বৃহস্পতিবার আদালত তাকে জামিনে মুক্তি দেন। পুলিশি সূত্রের খবর, অরবিন্দ একটি ভুয়ো ই-মেল আইডি তৈরি করে তার মাধ্যমে ওই মহিলার অশ্লীল ছবি ছড়াতে শুরু করেছিল। কয়েক দিন আগে ওই মহিলা কয়েক জন বন্ধুর কাছ থেকে বিষয়টি জানতে পারেন। সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে হানা দিয়ে তদন্তকারীরা অরবিন্দকে গ্রেফতার করেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.