আত্মহত্যায় ‘প্ররোচনা’, সিপিএম পঞ্চায়েত সদস্যের বাবা-মা ধৃত |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
ধর্ষণ ও আত্মহত্যায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল এক সিপিএমের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মূল অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্য রাজেশ মুখোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করতে না পারলেও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর বাবা তথা সিপিএমের সিউড়ি মল্লিকপুর লোকাল কমিটির সদস্য শান্তি মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী তপতীদেবীকে গ্রেফতার করেছে। ধৃতদের বৃহস্পতিবার সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। ঘটনাটি সিউড়ি থানা এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানা এলাকার বাসিন্দা ১৭ বছরের ওই এক কিশোরী সোমবার সকালে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার ‘চেষ্টা’ করে। গুরুতর জখম অবস্থায় কিশোরীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরীর পরিবারের অভিযোগ, ধৃত সিপিএম সদস্য শান্তি মুখোপাধ্যায়ের ছেলে রাজেশ (স্থানীয় মল্লিকপুর পঞ্চায়েতের সিপিএম সদস্য) মিথ্যা প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। ঘটনাটি যাতে জানাজানি না হয় তার জন্য শান্তিবাবু এবং তাঁর স্ত্রী তপতীদেবী কিশোরীকে বার বার আত্মহত্যায় প্ররোচনা দেন বলে অভিযোগ। মৃতার বাবা অভিযোগ, “রাজেশ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কয়েক বার আমার মেয়েকে ধর্ষণ করে। এ কথা গ্রামে জানাজানি হতেই রাজেশ ও তার বাবা-মা নানা ভাবে আমার মেয়েকে হুমকি দেয়।” তাঁর আরও অভিযোগ, “রাজেশের বাবা-মা টাকা পয়সার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নিতেও চাপ দেয়। রাজেশের কাছে প্রতারিত হয়ে এবং তার বাবা-মার হুমকিতেই মেয়ে আত্মঘাতী হয়েছে।” বুধবার সকালে ওই তিনজনের বিরুদ্ধে মৃতের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। তার বাবা জানান, হাসপাতালে তাঁর মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিল। চিকিৎসা চলার কারণে ওই দিনই তিনি অভিযোগ জানাতে পারিনি।
পুলিশ জানায়, অভিযোগ পেয়েই বুধবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত রাজেশের খোঁজ চলছে। ধৃত শান্তিবাবু এলাকায় প্রভাবশালী সিপিএম নেতা হিসেবেই পরিচিত। তিনি একাধিকবার সিপিএম প্রার্থী হিসেবে মল্লিকপুর পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছেন। গত পঞ্চায়েত নির্বাচনে তাঁর ছেলে রাজেশ মুখোপাধ্যায় চাকদহ সংসদ থেকে সিপিএম প্রার্থী হিসেবে জিতেছেন। অন্য দিকে, সিপিএমের সিউড়ি জোনাল কমিটির সম্পাদক দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিষয়টি দলীয় স্তরে খতিয়ে দেখা হবে।” |