নিজেরই উত্তরসূরির হাতে মারা গিয়েছিলেন লেনিন। উত্তরসূরি স্বয়ং জোসেফ স্তালিন। ইতিহাসে এমন নজির বহু থাকলেও লেনিন-স্তালিনকে নিয়ে এমন দাবি অবশ্য এই প্রথম।
হৃদরোগে একাধিক বার আক্রান্ত হওয়ার পর লেনিনের শারীরিক অবস্থা যখন খুবই খারাপ, তখন স্তালিনই তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলেন। এই দাবি রুশ ইতিহাসবিদ লেভ লুরিয়ের। স্তালিনের উত্থানের পিছনে লেনিনের সমর্থন প্রথম দিকে থাকলেও পরে তাঁদের সেই সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। দু’জনের মতপার্থক্য হত অনেক বিষয়েই। এমনকী রুশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের পদ থেকে স্তালিনকে সরিয়েও দিতে চেয়েছিলেন লেনিন। এক দিন এ রকমই এক ঝামেলার পর স্তালিন লেনিনকে বিষ খাইয়ে ছিলেন বলে দাবি লুরিয়ের। তবে এত দিন সাধারণের ধারণা ছিল, সিফিলিসে মারা গিয়েছিলেন লেনিন। লুরিয়ে জানান, তাঁর কথা সত্যি কি না, পরখ করে দেখা সম্ভব। এখনও মস্কোয় সংরক্ষিত রয়েছে লেনিনের মস্তিষ্ক।
বিভিন্ন বিখ্যাত ব্যক্তির মৃত্যু নিয়ে মার্কিন বিশ্ববিদ্যালয়ের এক আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন লেভ লুরিয়ের ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ হ্যারি ভিনটার্স। লেনিনের মৃত্যু নিয়ে ভিনটার্স অবশ্য কিছুটা ভিন্নমত। তিনি জানান, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ঠিকই ছিলেন লেনিন। হঠাৎই ভীষণ শরীর খারাপ হয়। যা সচরাচর হৃ্দরোগের রোগীদের ক্ষেত্রে হয় না। তাঁর পরিবারের ডাক্তারির ইতিহাসে লেনিনের মৃত্যুর সূত্র মিলতে পারে বলে আশা ভিনটার্সের। |