পর পর দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার রাজধানী দামাস্কাস। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন। জখমের সংখ্যা অন্তত ৩৭২। সিরিয়া সরকারেরর অভিযোগ, এই জোড়া আত্মঘাতী হামলার পিছনে রয়েছে জঙ্গিরা। তবে কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এর মধ্যে ইয়েমেনে মার্কিন ড্রোন হানায় আজ আট আল কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ এপ্রিল দামাস্কাসে আত্মঘাতী হানায় নিহত হয়েছিলেন কমপক্ষে ন’জন। জখম হয়েছিলেন ২৬ জন। তার পরে আজকের বিস্ফোরণ। এ দিন সকাল সাতটা পঞ্চাশ মিনিটে বিস্ফোরণ দু’টি ঘটে দক্ষিণ দামাস্কাসে সেনাবাহিনীর গোয়েন্দা দফতরের সামনের রাস্তায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোড়া বিস্ফোরণে গোটা এলাকাটি কেঁপে ওঠে। উড়ে যায় কিছু বাড়ির জানলা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে যান সিরিয়ায় রাষ্ট্রপুঞ্জের পরিদর্শক দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড। তাঁর কথায়, “এই ভাবে কোনও সমস্যার সমাধান হয় না।”
|
অবশেষে ২০ বছর পর বাড়ি ফিরতে পারবেন পাক বিজ্ঞানী মহম্মদ খলিল চিস্তি। আজ সুপ্রিম কোর্ট রায় দেয়, কয়েকটি শর্ত পূরণ করলেই তাঁকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে ১ নভেম্বরের মধ্যে ভারতে ফিরে আসতে হবে তাঁকে। ১৯৯২ সালে অসুস্থ মা’কে দেখতে ভারতে আসেন চিস্তি। সেখানেই এক প্রতিবেশিকে রাগের মাথায় খুন করেন। দীর্ঘ ১৮ বছর বিচারের পর তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আজ শীর্ষ আদালত জানিয়েছে, দু’সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অফিসে ৫ লক্ষ টাকা জমা দিলেই পাকিস্তানে যাওয়ার অনুমতি পাবেন চিস্তি।
|
ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে জেলে গেলেন এক ব্রিটিশ মহিলা। কিছু দিন আগে লন্ডন টিউবে (মেট্রো) চড়ে যাওয়ার সময়ে জ্যাকলিন উডহাউস নামে ওই মহিলা নেশাগ্রস্ত অবস্থায় এক ভারতীয় বংশোদ্ভূতকে কটূ কথা বলছিলেন বলে অভিযোগ। ঘটনাটির ভিডিও ওয়েবসাইটে দেন ওই ভারতীয়। দু’লক্ষেরও বেশি লোক সেটি দেখে নিন্দায় মুখর হন। নড়ে বসে পুলিশ। তাদের জেরার মুখে উডহাউস জানান, বিশদে ঘটনাটি তাঁর মনে না থাকলেও ভিডিওয় নিজেকে চিনতে পেরেছেন তিনি। ম্যাজিস্ট্রেট তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন।
|
এক বার দু’ বার নয়, স্ত্রীকে আট বার ছুরি দিয়ে গলায় কোপ মেরেছে সে। কিন্তু তাকে অনিচ্ছাকৃত খুনের মামলায় দোষী সাব্যস্ত করল অস্ট্রেলিয়ার এক আদালত। আদালতের যুক্তি, ওই ব্যক্তিকে তার স্ত্রী এমন উত্তেজিত করে তুলেছিল, যে সে সময় সে কী করেছে তা বুঝে উঠতে পারেনি। |