নিখোঁজ রুশ বিমান সুখোই সুপারজেটের ধ্বংসাবশেষ মিলল। গত কাল দুপুরে জাকার্তার হালিম পারদানাকুসুমা বিমানমন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় বিমানটির। |
আবহাওয়া খারাপ থাকায় কাল খোঁজ চালানো সম্ভব হয়নি। আজ জাকার্তার দক্ষিণে মাউন্ট সালাক পর্বতে ভাঙাচোরা আবস্থায় বিমানটি উদ্ধার হয়। যাত্রীরা কেউ বেঁচে নেই বলেই মনে করছেন উদ্ধারকারীরা। মালয়েশিয়ার জাতীয় উদ্ধারকারী দলের মুখপাত্র জানিয়েছেন, কিছু মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে, সংখ্যাটা ঠিক কত তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। রাশিয়ার সংস্থা সুখোই সাধারণ ভাবে যুদ্ধবিমানপ্রস্তুতকারী হিসেবেই পরিচিত। সেই সঙ্গে অসামরিক ক্ষেত্রেও ব্যবসা বাড়াতে যাত্রী পরিবহণে সক্ষম সুখোইটিকে পরীক্ষামূলক ভাবে চালানো হয়। |
সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম কোনও অসামরিক বিমান তৈরি করল রাশিয়া। এর ‘সাফল্যে’ ভিত্তি করেই তাদের ধুঁকতে থাকা বিমান ব্যবসা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। দুর্ঘটনার ফলে সেই চেষ্টা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা। |