একটি পুকুরের পাড় থেকে উদ্ধার হল দু’টি মৃতদেহ। বৃহস্পতিবার সকালে ভাতার থানার পাঁজাডাঙা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, বাদল ক্ষেত্রপাল (২০) ও চম্পা ক্ষেত্রপাল (৩০) নামে ওই দু’জন সম্পর্কে দেওর ও বৌদি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্ভবত কীটনাশক খেয়ে তাঁরা আত্মহত্যা করেন বলে অনুমান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদল পাঁজাডাঙায় থাকতেন। আর চম্পা থাকতেন বর্ধমান থানার পালিতপুরে। বছর পাঁচেক আগে চম্পার স্বামী বুলু ক্ষেত্রপাল-ও কীটনাশক খেয়েই আত্মঘাতী হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
|
পুকুর পাড় থেকে উদ্ধার হল দু’টি মৃতদেহ। বৃহস্পতিবার সকালে ভাতার থানার পাঁজাডাঙা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, বাদল ক্ষেত্রপাল (২০) ও চম্পা ক্ষেত্রপাল (৩০) নামে ওই দু’জন সম্পর্কে দেওর ও বৌদি। পুলিশের অনুমান, তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্ভবত কীটনাশক খেয়ে তাঁরা আত্মহত্যা করেছেন বলে অনুমান।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পীযূষকান্তি বন্দ্যোপাধ্যায় (৩৮)। বুধবার রাতে টেবিল ফ্যান কাছে রেখে ঘুমোচ্ছিলেন তিনি। বিদ্যুতের তারে হাত লেগে যাওয়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। কাটোয়া থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ডিটিপিএস কলোনি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহাদেব বাগদি (৪২)। |