কাটোয়ায় তালা ভেঙে ঢুকে লুঠ টাকা-গয়না |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
পাঁচিল টপকে বাড়িতে ঢুকে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরের ঘোষহাট পালপাড়ায়। ওই বাড়ির কর্তা মানিক মণ্ডল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, ঘরের ভিতরে একটি আলমারি ভেঙে কয়েক হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনার গয়না লুঠ করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। |
|
লুঠপাটের পরে। ঘোষহাট পালপাড়ায় বৃহস্পতিবারের নিজস্ব চিত্র। |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির কর্তা মানিকবাবু কেতুগ্রামে একটি স্কুলে শিক্ষকতা করেন। তাঁর স্ত্রী শিলাদেবী কেতুগ্রামের খেয়াইবান্দা গ্রামে অঙ্গনওয়াড়ি সহায়ক। মানিকবাবুর ছেলে শান্তনু পূর্বস্থলীর একটি স্কুলে শিক্ষকতা করেন। এ দিন সকালে তিন জনেই বাড়ি থেকে বেরিয়ে যান। শান্তনুবাবু বলেন, “বাড়ি থেকে বেরোনোর আগে গ্রিলে ও সদর দরজায় তালা লাগিয়ে গিয়েছিলাম।” গৃহকর্ত্রী শিলাদেবীর অভিযোগ, “অঙ্গনওয়াড়ি থেকে ফিরে সদর দরজার তালা খুলে ভিতরে ঢুকে দেখি, গ্রিলের তালা ভাঙা। একটি ঘরে দু’টি আলমারি ও অন্য ঘরে আর একটি আলমারি ভেঙে টাকা ও গয়না লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা।” প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, তিন-চার জন দুষ্কৃতী পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢোকে ও গ্রিলের তালা ভেঙে লুঠপাট চালায়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। |
|