বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, বর্ধমানে গ্রেফতার কনস্টেবল |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিয়ের প্রতিশ্রতিতে সহবাস এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে রাজ্য সশস্ত্র পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল পুলিশ। অমৃক সিংহ নামে ওই ব্যক্তি বর্ধমান পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সিজেএম আদালতে তোলা হলে ২৭ মে পর্যন্ত তাঁকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ইয়াসমিন আহমেদ।
পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট পেলেই তাকে সাসপেন্ড করা হবে।” |
|
আদালতে ধৃত কনস্টেবল। নিজস্ব চিত্র। |
২০০৯ সালে অমৃক সিংহ পূর্ব মেদিনীপুরের খেজুরি থানায় কর্মরত ছিলেন। ওই থানারই শ্যামাপুর গ্রামের বাসিন্দা অনিমা প্রধানের সঙ্গে পরিণয়ের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। অনিমাদেবীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস হয় তাঁদের। কিন্তু পরে ওই মহিলা আপত্তি জানাতে থাকলে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে তাঁকে সিঁদুর পরিয়ে বিয়ে করেন অমৃক। এর পরে তাঁরা একত্রে বসবাস করেন বলেও দাবি ওই মহিলার। এমনকী, তিনি গর্ভবতী হয়ে পড়লে ওই কনস্টেবল এবং তাঁর পরিবার তাঁকে জোর করে গর্ভপাত করায় বলে অভিযোগ অনিমাদেবীর। অমৃক ওই মহিলার সঙ্গে তাঁর বিয়ের কথা অস্বীকার করেন। বুধবার সকালে অনিমাদেবী বর্ধমান থানার মহিলা সেলে অমৃকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেলের ওসি আল্পনা মুখোপাধ্যায় বুধবার রাতেই বর্ধমান পুলিশ লাইনে গিয়ে অমৃক সিংহকে গ্রেফতার করেন। |
|