|
|
|
|
আলোচনাচক্রে ‘কটূক্তি’, রানিগঞ্জে অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রানিগঞ্জ জোনাল কমিটি আয়োজিত একটি আলোচনাচক্রে ঢুকে কটূক্তি করা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্নেহাশিস ভট্টাচার্য-সহ তৃণমূলের রানিগঞ্জ শিক্ষা সেলের তিন সদস্যের বিরুদ্ধে। বিজ্ঞান মঞ্চ এবং রানিগঞ্জ স্টুডেন্টস হেল্থ হোমের সম্পাদক কল্লোল ঘোষ জানিয়েছেন, ওই তিন জনের বিরুদ্ধে রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তদন্ত চলছে।
কল্লোলবাবু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তাঁর এক আত্মীয়ের সৎকারের কাজে রানিগঞ্জের শ্মশানে ব্যস্ত ছিলেন। ওই সময়ে স্টুডেন্টস হেলথ হোমে শুক্রের পরিক্রমণ বিষয়ে একটি আলোচনা চলছিল। আচমকা তৃণমূলের স্নেহাশিসবাবু, সৌমিত্র খান এবং পার্থ ঘোড়ুইরা ওই সভায় ঢুকে কটূক্তি শুরু করেন বলে অভিযোগ। কল্লোলবাবু জানান, স্টুডেন্টস হেলথ হোমের ভবনে কোনও রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান করা যাবে না বলে ওই তিন জন বলতে থাকেন। কল্লোলবাবু বলেন, “বিজ্ঞান মঞ্চ একটি অরাজনৈতিক সংগঠন। এ দিনের আলোচনার বিষয়টিও বিজ্ঞান বিষয়ক ছিল। আমাদের সদস্যরা ওঁদের তা বোঝানোর চেষ্টা করলেও ওঁরা বুঝতে চাননি। উল্টে হুমকি দিতে থাকেন, ভবিষ্যতে ওই হোমে যেন আমরা কোনও অনুষ্ঠান না করি।”স্নেহাশিসবাবু অবশ্য কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “বিজ্ঞান মঞ্চ একটি বিশেষ রাজনৈতিক দলের ঘোষিত গণসংগঠন। ওঁরা বারবার স্টুডেন্টস হেলথ হোমটি ব্যাবহার করছেন। ওই ভবন ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে। সেই সংক্রান্ত কাজই ওখানে করতে হবে বলে আমরা দাবি জানিয়েছি।” |
|
|
|
|
|