মাটি খুঁড়ে আশিস রায় (২৭) নামে নিখোঁজ যুবকের বস্তবন্দি মৃতদেহ উদ্ধার করল জামুড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে আশিসের মৃতদেহ পাওয়া গিয়েছে। মৃতের বাবা উমাপদ রায় দেহটি শনাক্ত করেন। গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিল ওই যুবক। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি আসানসোল মহকুমা হাসপাতালে ময়না-তদন্তে পাঠানো হয়েছে। গত ৭ মে উমাপদবাবু কেন্দা ফাঁড়িতে ছেলে নিখোঁজ বলে ডায়েরি করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। তিনি পুলিশকে লিখিতভাবে জানান, ৫মে রাত ১১ টা নাগাদ মোবাইলে কোনও বন্ধুর ফোন আসার পরে বাড়ি থেকে বেরিয়ে যায় আশিস। তার পর থেকে সে বাড়ি ফেরেনি। আসানসোলের এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে মাটি খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বেশ কয়েরকদিন আগে মৃত্যু হয়েছে ওই যুবকের। এখনও পর্যন্ত মৃতু্যূর কারণ বোঝা যাচ্ছে না। ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।”
|
বাম প্রার্থীকে হুমকির নালিশ, তদন্তের নির্দেশ |
দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীকে তৃণমূল কর্মীদের হুমকি এবং বাড়িতে হামলার অভিযোগের তদন্তের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ওই প্রার্থী লক্ষ্মীমনি হাঁসদা ও তাঁর পরিবারের নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বর্ধমানের জেলাশাসক ও আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে কমিশন। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব তাপস রায়। তাপসবাবু জানান, আগামী ৩ জুন দুর্গাপুরে পুরভোট। আজ, শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের হুমকি ও বাড়িতে হামলার পরে ৩২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী লক্ষীমণি হাঁসদা এই দিন বাড়িতে ছিলেন না। তবে তাঁর মা ছিলেন।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুর্গাপুরে এ বার বামফ্রন্ট ও তৃণমূল ৪৩টি করে আসনে, কংগ্রেস ৩৮টি এবং বিজেপি ৩৪টিতে মনোনয়ন জমা দিয়েছে। মোট মনোনয়ন জামা পড়েছে ১২৭টি।
|
একটি অবৈধ কয়লা বোঝাই লরি আটক করেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। বৃহস্পতিবারের ঘটনা। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম চন্দ্রজিৎ যাদব ও রাজেন্দ্র কুমার। ঝাড়খণ্ড থেকে আসা ওই লরিতে কুড়ি মেট্রিক টন কয়লা ছিল বলে দাবি পুলিশের।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ডিটিপিএস কলোনি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহাদেব বাগদি (৪২)। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।
|
হাওড়া থেকে ধানবাদগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে রেল পুলিশের বিশেষ বাহিনী ৩৯ জনকে আটক করেছে। রেল পুলিশ জানিয়েছে, অবৈধ ভাবে সংরক্ষিত কামরায় ভ্রমণ করা, প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ব্যবহার প্রভৃতি অভিযোগে তাদের আটক করা হয়েছে। |