|
|
|
|
জমি-জট বাধা হবে না সড়কে, আশা কেন্দ্রের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে জাতীয় সড়ক সম্প্রসারণে জমি অধিগ্রহণ কোনও বড় বাধা হয়ে দাঁড়াবে না বলেই আশা করছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ সচিব। সোমবার রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের সচিব এ কে উপাধ্যায় নিজেই এই আশার কথা জানান। বাগডোগরা থেকে সড়কপথে কলকাতায় আসার সময়েই রাস্তার হাল সরেজমিনে যাচাই করেছেন তিনি। উপাধ্যায় বলেন, “রাজ্যের কাছে যে-সব ক্ষেত্রে সহযোগিতা চেয়েছিলাম, তা পাওয়া যাচ্ছে। আসার পথে বিভিন্ন জায়গায় কালেক্টরদের (জেলাশাসকদের) সঙ্গেও কথা বলেছি। জমির জটে প্রকল্পের কাজ আর আটকে থাকবে না বলেই আশা করছি আমরা।”
গত মাসে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে জমি-সমস্যায় কাজ আটকে যাওয়ার ব্যাপারে তাঁদের আশঙ্কার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ সচিব তথা জাতীয় সড়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান উপাধ্যায়। পশ্চিমবঙ্গের কোন জেলায়, কী কারণে সড়ক সম্প্রসারণের কাজ আটকে আছে, তার একটা তালিকাও মুখ্যসচিবের কাছে পাঠান তিনি। প্রয়োজনীয় জমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় রাজ্যে বিভিন্ন সময়ে সড়ক সংস্কারের কাজ থমকে গিয়েছে। কেন্দ্রের উদ্বেগের কারণ সেটাই। জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা দফায় দফায় রাজ্যে এসে বৈঠক করেছেন। তার পরে এলেন উপাধ্যায়। মুখ্যসচিবের সঙ্গে এ দিনের বৈঠকের পরে উপাধ্যায় জানান, ৩৪ নম্বর জাতীয় সড়কের কয়েকটি জায়গায় দু’লেনের রাস্তা চার লেনে সম্প্রসারিত করা হবে। বাইপাসও তৈরি হবে কোনও কোনও জায়গায়। সব দিক থেকে রাজ্যের সহযোগিতা পাওয়ায় জমির জটিলতা আর বাধা হবে না বলেই আশা করা হচ্ছে।
এ রাজ্যে একটি পৃথক হাইওয়ে অথরিটি বা সড়ক কর্তৃপক্ষ গড়ার কথা চলছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় সড়ক পরিবহণ সচিব বলেন, “অনেক রাজ্যেই এই ধরনের পৃথক অথরিটি রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যে কাজ হলে সব দিক থেকেই
ভাল হবে।” |
|
|
|
|
|