টুকরো খবর
চা-বাগানের বাড়তি জমি পেতে কমিটি
লিজে দেওয়া চা-বাগানগুলির অব্যবহৃত জমি ফের নিজেদের এক্তিয়ারে আনতে চায় রাজ্য সরকার। কী ভাবে সেটা সম্ভব, তার উপায় খুঁজতে মুখ্যসচিব সমর ঘোষের নেতৃত্বে সচিব পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। পঞ্চায়েত, শ্রম ও ভূমি দফতরের সচিবদের রাখা হয়েছে ওই কমিটিতে। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু সোমবার মহাকরণে জানান, চা-বাগানগুলিকে সরকারের দেওয়া সব জমিই লিজের। কিন্তু দেখা যাচ্ছে, বহু চা-বাগানেই অব্যবহৃত জমি পড়ে রয়েছে। সেই জমি সরকারের কাছে ফিরিয়ে আনতে পারলে সেগুলি পঞ্চায়েতের আওতায় আসবে। তখন চা-শ্রমিক পরিবারগুলি পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন। ১০০ দিনের প্রকল্পে কাজ করতে পারবেন তাঁরা। জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে তাঁদের জন্য রাস্তাঘাট, পানীয় জল প্রকল্প তৈরির কাজ করা যাবে। শ্রমমন্ত্রী বলেন, “কয়েক পুরুষ ধরে চা-বাগানে কাজ করলেও অবসরের পরে চা-বাগানের অনেক শ্রমিকের মাথা গোঁজার ঠাঁই থাকে না। এ বার তার ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে।”

বীরভূমকেও কেন্দ্রীয় সাহায্য মাওবাদী দমনে
মাওবাদী মোকাবিলায় পুলিশি পরিকাঠামো মজবুত করার প্রকল্পে পশ্চিমবঙ্গের তিনটি জেলা এত দিন কেন্দ্রীয় সাহায্য পেত। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া এই অর্থ পেত। এ বার থেকে পাবে বীরভূম। ১৯৯৬ থেকেই মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিকে ‘নিরাপত্তা বাবদ ব্যয়’ প্রকল্পে অর্থ-সাহায্য দিয়ে আসছে কেন্দ্র। ২০১১ সাল পর্যন্তই এই প্রকল্প চলার কথা ছিল। কিন্তু গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে ঠিক হয়, মাওবাদী সমস্যার কথা ভেবে আরও পাঁচ বছর এই প্রকল্প চালানো হবে। বর্তমানে ৯টি রাজ্যের ৮৩টি জেলাকে এই অর্থ-সাহায্য দেওয়া হয়। তালিকায় আরও ২০টি জেলা যোগ করার সিদ্ধান্ত হয়েছে। বীরভূম যার অন্যতম। কেন্দ্র চলতি অর্থ বর্ষে রাজ্যকে এই খাতে ৪১৪.৭৫ কোটি টাকা দেবে। তবে এর পাশাপাশি পুলিশবাহিনীর শূন্যপদগুলিও পূরণ করতে বলছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী সংসদীয় কমিটির হিসেব বলছে ২০১১-র ১ জানুয়ারি পর্যন্ত, রাজ্যে মোট ৭২ হাজার ৯৯৮টি অনুমোদিত পদের মধ্যে ১৩ হাজার ২৬০টি পদ শূন্য। প্রতি এক লক্ষ নাগরিকের নিরিখে পুলিশের সংখ্যাতেও ঢের পিছিয়ে পশ্চিমবঙ্গ (৬৬.০৩)। অনুমোদিত পদ অনুযায়ী যা হওয়া উচিত ৮০.৬৯। যে ব্যবধান কমাতে এ বার উদ্যোগী হয়েছে কেন্দ্র। অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাত, কর্নাটক, কেরল ও মহারাষ্ট্রের মতো রাজ্যে সংখ্যাটা একশোর থেকেও অনেকটাই উপরে।

জঙ্গলমহলে বন্ধের ডাক
ছাত্রনেতা কমলেশ মাহাতোকে ‘মিথ্যা’ মামলায় গ্রেফতারের প্রতিবাদে কাল বুধবার, ২ মে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক দিল ঝাড়খণ্ড স্টুডেন্ট্স ফেডারেশন (জেএসএফ)। গত শুক্রবার বেআইনি অস্ত্র রাখার অভিযোগে কমলেশকে ধরে পুলিশ। সোমবার ঝাড়গ্রামে এক সমাবেশে বর্তমান রাজ্য সরকার তথা প্রধান শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বাম আমলের মতোই ‘পুলিশি অত্যাচার’ চালানো এবং ‘দলীয় সন্ত্রাসে’র অভিযোগ করেছে ঝাড়খণ্ড অনুশীলন পার্টিও। এরই মধ্যে সিপিএমের সভাপতিকে অনাস্থায় সরিয়ে সোমবারই বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির নতুন সভানেত্রী হয়েছেন ঝাড়খণ্ড পার্টির (নরেন) সোমবারি সোরেন। এই পঞ্চায়েত সমিতির ৩ সিপিএম সদস্য এবং এলাকা থেকে জেলা পরিষদে নির্বাচিত সিপিএম সদস্য তপন হাঁসদা প্রশাসনকে চিঠি দিয়ে ‘দুর্নীতির প্রতিবাদে’ সিপিএম ছাড়ার কথা ঘোষণা করেছেন।

ছ’টি পুরসভায় ভোট ৩ জুন
রাজ্যের ছ’টি পুরসভা এলাকায় আগামী ৩ জুন ভোট নেওয়া হবে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে সোমবার এ কথা জানানো হয়েছে। ওই ছ’টি এলাকা হল দুর্গাপুর, ধূপগুড়ি, হলদিয়া, পাঁশকুড়া, নলহাটি ও কুপার্স ক্যাম্প। মনোনয়নপত্র পেশের শেষ তারিখ ৭ মে। প্রত্যাহারের শেষ দিন ১১ মে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.