|
|
|
|
জেলা সম্পাদকমণ্ডলীতে সিপিএমের ৪ নতুন মুখ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীতে পুনর্নির্বাচিত হলেন দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত, এখন জামিনে মুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষ। থেকে গেলেন ওই কঙ্কাল-কাণ্ডের সূত্রেই ‘ফেরার’, কৃষকসভার রাজ্য সম্পাদক তরুণ রায়ও। জেলা সম্পাদকমণ্ডলীতে অন্তর্ভুক্ত হয়েছেন মেঘনাদ ভুঁইয়াও। শালবনি ও কেশপুরের দু’-দু’টি কঙ্কাল-মামলায় কিছু দিন আগে পর্যন্তও ‘ফেরার’ ছিলেন তিনি। তবে সম্প্রতি আগাম জামিন পেয়েছেন।
শনি ও রবিবার রাজ্য কমিটির বৈঠকে রাজ্য সম্পাদকমণ্ডলী গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার মেদিনীপুরের জেলা কার্যালয়ে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বৈঠক ডাকা হয়। এই বৈঠকেই নতুন সম্পাদকমণ্ডলী গঠিত হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে দীপক দাশগুপ্ত। সম্পাদকমণ্ডলীতে নতুন ৪ জন অন্তর্ভুক্ত হয়েছেন। ঝাড়গ্রামের সাংসদ পুলিনবিহারী বাস্কে ছাড়া অন্য ৩ জন হলেন মেঘনাদ ভুঁইয়া, অশোক সাঁতরা ও সমর মুখোপাধ্যায়। ৩ জন পুরনো সদস্য বাদ পড়েছেন। তাঁরা হলেন, রূপচাঁদ মুর্মু, শেখ ইজরায়েল ও শোভানাথ বসু। শারীরিক অসুস্থতার কারণেই এই ৩ জনকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর। শেখ ইজরায়েল ও শোভানাথ বসুকে এমনকী জেলা সম্মেলনে সরাসরি জেলা কমিটির সদস্যও করা হয়নি। আমন্ত্রিত সদস্য হিসাবে কমিটিতে রাখা হয়েছে। আগে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন ১৫ জন। এ বার তা বেড়ে হল ১৬। সম্পাদকমণ্ডলীতে রয়েছেন হরেকৃষ্ণ সামন্ত, ডহরেশ্বর সেন, বিজয় পাল, সত্যেন মাইতি, সুভাষ দে-র মতো নেতারা।
সেই অর্থে নতুন সম্পাদকমণ্ডলীতে চমক নেই। সম্পাদকমণ্ডলীতে নতুন আসা সমর মুখোপাধ্যায় এক সময়ে ছাত্র-যুব সংগঠনে যুক্ত ছিলেন। অশোক সাঁতরা ঘাটালের নেতা। পুলিনবিহারীবাবু জঙ্গলমহল থেকে নির্বাচিত সাংসদ। মেঘনাদ ভুঁইয়ার অন্তর্ভুক্তি নিয়েই কিছুটা জটিলতা ছিল। শালবনি ও কেশপুরের কঙ্কাল-মামলায় তাঁর নাম জড়িয়েছে। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডেও তাঁর যোগসাজশ খতিয়ে দেখছে সিআইডি। সিপিএম নেতৃত্ব অবশ্য মনে করেন, এ সবই রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা মামলা। ফলে, মেঘনাদবাবুকে জেলা সম্পাদকমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা নিয়ে সোমবারের বৈঠকে কোনও বিতর্ক হয়নি বলেই সিপিএমের দলীয় সূত্রের দাবি। |
|
|
|
|
|