শহরে বড় পর্দায় সরাসরি দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ |
‘আনন্দ জানে ওকে ঠিক কতটা শিখতে হবে’
|
আনন্দের চার সেকেন্ডের মধ্যে একমাত্র ভারতীয় সূর্য। আনন্দের প্রস্তুতি নিয়ে তাঁর বক্তব্য খুব পরিষ্কার। “দেখুন, দাবা থেকে আনন্দের আর নতুন কিছু পাওয়ার নেই। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্ব দাবার সব ক’টা বড় টুর্নামেন্টে জিতেছে। তবু সব সময় শিখে যাচ্ছে। আনন্দ জানে ওকে ঠিক কতটা শিখতে হবে এবং কার কাছ থেকে কী কী নিতে হবে। এই নিয়ে তিন বার বিশ্ব চ্যম্পিয়নশিপে ওর সেকেন্ড হচ্ছি আমি। প্রথম বার যখন গিয়েছিলাম, একটু অসুবিধে হয়েছিল। এখন জানি, আমার কাছ থেকে ও ঠিক কী চায়।” সর্বভারতীয় দাবা সংস্থার উদ্যোগে দেশের চারটি বড় শহরে দাবা সংস্থার দফতরে বড় পর্দায় সরাসরি দেখা যাবে আনন্দ বনাম গেলফাঁ ১২ গেমের লড়াইয়ে প্রথমটি ১১ মে। শহরে পার্ক স্ট্রিটে রাজ্য সংস্থার দফতরেও বসছে বড় পর্দা। সেখানে শুধু সরাসরি ম্যাচই দেখানো হবে না, ধারাবিবরণীও দেওয়া হবে। বিশেষজ্ঞ হিসেবে চাল বুঝিয়ে দেওয়ার জন্য থাকবেন দিব্যেন্দু বড়ুয়া বা অতনু লাহিড়ির মতো দাবাড়ুরা। |