শহরে বড় পর্দায় সরাসরি দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ
‘আনন্দ জানে ওকে ঠিক কতটা শিখতে হবে’
ঠিক দু’দিন বাদে উড়ে যাচ্ছেন মস্কোয়। বিশ্বনাথন আনন্দ বনাম বরিস গেলফাঁ-র বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে গত দু’বারে মতোও এ বারও অন্যতম সেকেন্ড বাংলার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। “চার বারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। কাগজ-কলমের হিসেবে এ বারও ফেভারিট হিসেবে শুরু করবে। কিন্তু গেলফাঁ একেবারেই সহজ প্রতিদ্বন্দ্বী নয়। গত কুড়ি বছর ধরে বিশ্ব দাবার সবক’টা টুর্নামেন্টে খেলেছে। চল্লিশের উপর বয়স, সম্ভবত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য এটাই ওর শেষ সুযোগ। কাজেই খুব মোটিভেটেড থাকবে ধরে নিচ্ছি,” সোমবার সন্ধেয় রাজ্য দাবার অ্যাড হক সংস্থার ছিমছাম সংবর্ধনা অনুষ্ঠানে এসে বললেন সূর্য। তাঁর সঙ্গেই সংবর্ধিত হলেন সদ্য দুবাই ওপেনে যুগ্মজয়ী হওয়া সন্দীপন চন্দ, জাতীয় ব্লিটজ দাবায় চ্যাম্পিয়ন অর্ঘ্যদীপ দাস এবং বাংলার প্রবীণ দাবাড়ু আনন্দ কুমার ঘোষ।
আনন্দ কুমার ঘোষের সঙ্গে সূর্য এবং সন্দীপন। -নিজস্ব চিত্র
আনন্দের চার সেকেন্ডের মধ্যে একমাত্র ভারতীয় সূর্য। আনন্দের প্রস্তুতি নিয়ে তাঁর বক্তব্য খুব পরিষ্কার। “দেখুন, দাবা থেকে আনন্দের আর নতুন কিছু পাওয়ার নেই। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্ব দাবার সব ক’টা বড় টুর্নামেন্টে জিতেছে। তবু সব সময় শিখে যাচ্ছে। আনন্দ জানে ওকে ঠিক কতটা শিখতে হবে এবং কার কাছ থেকে কী কী নিতে হবে। এই নিয়ে তিন বার বিশ্ব চ্যম্পিয়নশিপে ওর সেকেন্ড হচ্ছি আমি। প্রথম বার যখন গিয়েছিলাম, একটু অসুবিধে হয়েছিল। এখন জানি, আমার কাছ থেকে ও ঠিক কী চায়।” সর্বভারতীয় দাবা সংস্থার উদ্যোগে দেশের চারটি বড় শহরে দাবা সংস্থার দফতরে বড় পর্দায় সরাসরি দেখা যাবে আনন্দ বনাম গেলফাঁ ১২ গেমের লড়াইয়ে প্রথমটি ১১ মে। শহরে পার্ক স্ট্রিটে রাজ্য সংস্থার দফতরেও বসছে বড় পর্দা। সেখানে শুধু সরাসরি ম্যাচই দেখানো হবে না, ধারাবিবরণীও দেওয়া হবে। বিশেষজ্ঞ হিসেবে চাল বুঝিয়ে দেওয়ার জন্য থাকবেন দিব্যেন্দু বড়ুয়া বা অতনু লাহিড়ির মতো দাবাড়ুরা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.