প্রাণিসম্পদ বিকাশ দফতরের বিলি করা মুরগি ছানা পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হল দু’টি পাড়ার মধ্যে। সোমবার দুপুরে মঙ্গলকোট বাজার এলাকার এই ঘটনায় জখম হয়ে নতুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি তিন জন। আহত তপন কাজি মঙ্গলকোট থানায় পাঁচ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ব্লক প্রাণিসম্পদ বিকাশ দফতরের তরফে সোমবার দুপুরে বাড়ি বাড়ি মুরগির ছানা বিলি করা হচ্ছিল। তাতে পক্ষপাতের অভিযোগ তুলেই দুই পাড়ার মধ্যে গোলমাল বাধে। পুলিশ সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
|
শতবর্ষে বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ |
শতবর্ষে পা দিল কালনা ২ ব্লকের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ। সেই উপলক্ষে সোমবার রাত পর্যন্ত স্কুল প্রাঙ্গনে চলল নানা অনুষ্ঠান। শুক্রবার একটি প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। |
উপস্থিত ছিলেন সাহিত্যিক সোমনাথ চক্রবর্তী, রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জাতীয় ফুটবলার রহিম নবি, প্রাক্তন ফুটবলার সুবীর ঘোষ, মহকুমাশাসক সুমিতা বাগচি ও কালনা ২ ব্লকের বিডিও সুদীপ পাল-সহ অনেক বিশিষ্টজন। চার দিন ব্যাপী ওই অনুষ্ঠানে ছিল রবীন্দ্র নৃত্য, পুরুলিয়ার ছৌ নাচ, মহিলা ফুটবলারদের ম্যাচ-সহ বিভিন্ন অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষ জানান, ১৯১৩ সালের ১ জানুয়ারি ওই স্কুলটির প্রতিষ্ঠা হয়েছিল।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ জানায়া, মৃতের নাম সতীনাথ মাঝি (৫৫)। বাড়ি মঙ্গলকোটের বনকাপাশি গ্রামের উত্তরপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সতীনাথবাবু ও তাঁর ছেলে দীননাথবাবু জমিতে চাষের কাজকর্ম সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বনকাপাশি বাসস্টপেজের কাছে একটি মালবাহী ছোট গাড়ি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় সতীনাথবাবুকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জখম হয়েছেন তাঁর ছেলেও। |