টুকরো খবর
সংঘর্ষে জখম ১৬
তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে তুফানগঞ্জের ছাটরামপুরে অন্তত ১৬ জন জখম হলেন। রবিবার সন্ধ্যার ঘটনা। জখমদের মধ্যে ৪ জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ৬ জনকে প্রাথমিক চিকিসার পর ছেড়ে দেওয়া হয়। পরে তুফানগঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ধলপল-২ অঞ্চলের ছাটরামপুর বাজারে রাজ্য সরকারের সাফল্য প্রচারে পথসভার ডাক দেন অঞ্চল সভাপতির অনুগামীরা। ওই পথসভা শুরুর কিছুক্ষণের মধ্যে অঞ্চল প্রধান অনুগামী বলে পরিচিত তৃণমূলেরই একদল সমর্থক এলাকায় পাল্টা মিছিল বের করেন। তা নিয়ে দুপক্ষের বচসা থেকে উত্তেজনা ছড়ায়। দুপক্ষের সমর্থকরাই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ওই ঘটনার জেরে বাজারে আসা লোকজন ও ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ে পালানোর জন্য হুড়োহুড়ি শুরু করেন। তৃণমূলের তুফানগঞ্জ-১ ব্লক সভাপতি ফজল করিম মিঁয়া বলেন, “দলে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। দলের অনুমতি ছাড়া প্রধান কী করে কর্মিসভা ডাকলেন তাও তদন্ত করে দেখা হবে। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস বলেন, “গোলমালের খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজ নিচ্ছি।” তৃণমূলের ধলপল-২ অঞ্চল সভাপতি সিদ্ধার্থ মন্ডলের অভিযোগ, “রাজ্য সরকারের সাফল্য প্রচারে ডাকা পথসভা ভন্ডুল করতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুগামীরা পরিকল্পিতভাবে হামলা চালালে গোলমাল বাঁধে। ওই ঘটনায় আমাদের ১২ জন জখম হয়েছেন।” ধলপল-২ গ্রাম পঞ্চায়েত প্রধান সালমা বিবির মোবাইল বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে প্রধানের শিবিরের বলে পরিচিত স্থানীয় নেতা গিরিজারঞ্জন সরকার বলেন, “অঞ্চল সভাপতির অনৈতিক কাজ প্রধান সমর্থন করছেন না বলে তার বিরুদ্ধে নানা চক্রান্ত হচ্ছে। প্রতিবাদে আমরা প্রধানকে নিয়ে এদিন ছাটরামপুর স্কুলের সামনে কর্মিসভা করি। তারপর মিছিল বের করা হয়। বাজারে ঢোকামাত্রই ওই পক্ষ হামলা চালায়। তাতে আমাদের ৪ জন জখম হন। তাঁরা সকলেই হাসপাতালে ভর্তি।

পঞ্চায়েতে আন্দোলন
ইন্দিরা আবাস যোজনা এবং গ্রামীণ বিদ্যুৎ যোজনা প্রকল্পের নাম করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে সিপিএমের স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার বাসিন্দাদের একাংশের আন্দোলনে জেরে পোলিও টিকা থেকে বঞ্চিত হল গ্রামের ৫৭০ শিশু। রবিবার ঘটনাটি ঘটে মালদহের কালিয়াচকের আলিপুর-১ গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে। স্বাস্থ্যকর্মীরা গ্রামে ঢোকার পরে বাসিন্দারা তাঁদের প্রায় তিন ঘণ্টা ঘেরাও করে রাখেন। শেষ পর্যন্ত কালিয়াচক-১ ব্লকের বিডিও আশ্বাস দেওয়ায় বাসিন্দারা ঘেরাও তোলেন। ততক্ষণে পোলিও কর্মসূচি কার্যত বাতিল হয়ে গিয়েছে। গ্রামেরই বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, আন্দোলনকারীরা সকলেই কংগ্রেস ও তৃণমূল সমর্থক। সিপিএমের ওই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সোরগোল তোলার জন্যই এমনটা করেছেন। ওই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী তথা তৃণমূলের মালদহের জেলা সভাপতি সাবিত্রী মিত্র। তিনি বলেন, “যাঁরা এ কাজ করেছেন তাঁরা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। আন্দোলনের নামে পোলিও কর্মসূচি থেকে শিশুদের বঞ্চিত করা অত্যন্ত অন্যায় হয়েছে। স্বাস্ত্য দফতরকে বলেছি, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য। প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সেটা দেখব।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন কুমার ঝরিয়াতও বলেন, “পালস পোলিও বানচাল করলে কী দুর্নীতির ঘটনায় অভিযুক্তদের শাস্তি হবে? যে সমস্ত শিশুদের টিকা পেল না তাদের কী দোষ? ওই শিশুরা পঙ্গু হলে তার দায় কে নেবেন? কাল ফের আমরা ওই গ্রামের ৫৭০ টি শিশুকে পালস পোলিও টিকা খাওয়াতে টিম পাঠাব। জেলাকে পোলিও মুক্ত রাখার চেষ্টা জারি থাকবে।” গ্রামবাসীদের অভিযোগ, এলাকার পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্য ইন্দিরা আবাসের টাকা দেওয়ার সময় ৫-৬ হাজার টাকা করে নিয়েছেন। রাজীব গাঁধী গ্রামীণ প্রকল্পে বিদ্যুৎ পৌঁচ্ছে দেওয়ার নাম করেও ওই দুই সদস্য অনেক গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়েছেন। স্বাস্থ্যকর্মীদের গ্রামবাসীরা হুমকি দেন, সেই টাকা ফেরত ও অভিযুক্তদের শাস্তি না দেওয়া পর্যন্ত এলাকার একটি শিশুও পালস পোলিও খাবে না। কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও তমোজিত চক্রবর্তী বলেন, “গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত দুই জনপ্রতিনিধিকে ডেকে পাঠাই। অভিযুক্ত দুই সদস্যই পালিয়ে যান। বিষয়টি দেখা হচ্ছে।”

ব্যবসায়ী ধৃত, প্রতিবাদে ধর্মঘট
ব্যবসার কাজে বিহারে গিয়ে এক ব্যবসায়ীর গ্রেফতার হওয়ার ঘটনায় ক্ষুব্ধ মালদহের হরিশ্চন্দ্রপুরের কুমেদপুরের ব্যবসায়ীরা। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে রবিবার এলাকায় ১২ ঘন্টার ব্যবসা ধর্মঘট করে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা। বদলা নিতে একদল দুষ্কৃতী ওই ব্যবসায়ীর পকেটে আগ্নেয়াস্ত্র গুঁজে দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশ ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুমেদপুর থেকে বিহারের এক সশস্ত্র দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। বিকালে লাগোয়া বিহারের আজিমগঞ্জে যান কুমেদপুরের সার ব্যবসায়ী শিস মহম্মদ। সন্ধ্যায় তাঁরা জানতে পারেন যে আজিমগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ব্যবসায়ীদের দাবি, ঘটনার পর বিহারের কয়েকজন দুষ্কৃতী তাঁদের টেলিফোনে জানায় যে, হরিশ্চন্দ্রপুরে ধৃতের বদলা নিতেই শিস মহম্মদকে ফাঁসানো হয়েছে। তাকে ছাড়ার ব্যবস্থা করলে ব্যবসায়ীকেও ছেড়ে দেওয়া হবে। নয়তো অন্য ব্যবসায়ীদেরও একইভাবে ফাঁসানো হবে বলে হুমকি দেওয়া হয় অভিযোগ। কুমেদপুর ব্যবসায়ী সমিতির সভাপতি কানাইলাল অগ্রবান বলেন, “বিহার থেকে দুষ্কৃতীরা এসে কুমেদপুরে নানা অসামাজিক কাজ করছে। বাধা দিলে হুমকির মুখে পড়তে হচ্ছে। ব্যবসার কাজে হামেশাই কুমেদপুরে যেতে হয়। আমরা আতঙ্কিত।” হরিশ্চন্দ্রপুরের আইসি বিপুল বন্দোপাধ্যায় বলেন, “ওই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ঠেকাতে পুলিশ কড়া নজর রাখছে। সেটাই বিহারের দুষ্কৃতীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধৃত ব্যবসায়ীর ক্ষেত্রে কী ঘটেছে তা জানি না।”

চোপড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে পড়ুয়ারা
উত্তর দিনাজপুরের চোপড়ায় ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল স্কুলের পড়ুয়ারা। রবিবার দুপুরে দার্জিলিং জেলার বিধাননগর এলাকার একদল স্কুল ছাত্র চোপড়ার প্রেমচাঁদ গছে গিয়ে ঝড়ে দূর্গতদের হাতে ত্রাণ তুলে দেয়। বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্রের পড়ুয়ারা নিজেদের টিফিনের টাকা জমা করে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছিল। তাদের ওই প্রয়াস দেখে এগিয়ে আসে বিধাননগরের সোসাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও। সংস্থার সম্পাদক সমীর সরকার বলেন, “এর আগে এলাকায় গিয়ে দেখেছিলাম কী ভয়াবহ পরিস্থিতি। ওদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে দেখি এলকার পড়ুয়ারাও এগিয়ে এসেছে।” দুর্গতদের পাশে দাঁড়াতে পেরে খুশি বিধানগরের সন্তোষিনী বিদ্যাচক্রের পড়ুয়ারাও। ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শুভ্র ঘোষ, দশম শ্রেণির ছাত্র রাহুল সিংহরা বলে, “সংবাদপত্রের মাধ্যমে ক্ষতক্ষতির বিষয়টি জানতে পারি। সে কারণে নিজেরাই নেমে পড়ি টাকা জোগাড় করার জন্য। যাতে ওদেরকে কিছুটা সাহায্য করতে পারি।” প্রেমচাঁদ গছের বাসিন্দা কল্পনা সিংহ, প্রদীপ সিংহরা বলেন, “ছোট ছোট পড়ুয়ারাও যে এভাবে এগিয়ে আসবে তা ভাবিনি।”

মহিলার দেহ মিলল নদীঘাটে
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার বোয়ালদার অঞ্চলের মদনগঞ্জ এলাকায় মিলল এক মহিলার দেহ। শনিবার রাতভর নিখোঁজ ছিলেন তিনি। রবিবার সকালে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে মদনগঞ্জ প্রাথমিক স্কুলের আত্রেয়ী ঘাটে নদীর জল থেকে প্রায় বিবস্ত্র ওই মহিলার মৃতদেহ মেলে। পুলিশ জানায়, মৃতার নাম তপা মন্ডল (৩৬)। তিনি বেসরকারি একটি বিমা কোম্পানির এজেন্ট ছিলেন। মহিলার মুখে ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। তার কাছে বিমা বাবদ গ্রাহকদের কাছে সংগৃহীত কিস্তির বেশ কিছু টাকাও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে আততায়ীদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। খুনের আগে ওই মহিলার উপর শারীরিক অত্যাচার হয়েছিল কি না তা ময়নাতদন্তে জানা যাবে। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

যুবকের দেহ উদ্ধার
একাধিক মামলায় অভিযুক্ত এক যুবকের দেহ উদ্ধার হল। রবিবার সকালে রায়গঞ্জের বিডিও অফিস সংলগ্ন একটি নিকাশি নালা থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। বাসিন্দারাই দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মৃত বাপ্পা দে-র (২৮) বাড়ি রায়গঞ্জের উকিলপাড়া পীরপুকুরে। মৃতের মাথায়, বুকে ও হাতে একাধিক ক্ষতচিহ্ন চিহ্ন মিলেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় খুন, চুরি, ছিনতাই সহ একাধিক সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার রাতে দুষ্কৃতীরা ওই যুবককে বাইরে থেকে কুপিয়ে খুন করে ওই নিকাশি নালায় ফেলে পালিয়ে যায় বলে পুলিশের সন্দেহ। রায়গঞ্জের ডিএসপি অম্লান ঘোষ বলেন, “পুরনো শত্রুতার জেরে দুষ্কৃতীরা ওই যুবককে খুন করেছে বলে তদন্তে জানা গিয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”

যমজ দেহ উদ্ধার
মালদহ সদর হাসপাতালের সামনে মৃত যমজ সদ্যোজাত শিশু কন্যার দেহ ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। রবিবার সকালের ঘটনা। সদর হাসপাতালের সামনে রেল লাইনের উপর দিয়ে কৃষ্ণপল্লির এক বাসিন্দা যাওয়ার সময় লক্ষ্য করেন, একটি প্যাকেটকে কয়েকটি কাক ও কুকুর টানাটানি করছে। কাছে গিয়ে ওই ব্যক্তি দেখতে পান প্যাকেটের ভিতরে ক্ষতবিক্ষত যমজ শিশু। এর পরেই আশেপাশে প্রচুর মানুষ মৃত যমজ শিশুকে দেখতে ভিড় জমায়। ওই শিশু দুটির নাভিতে ক্লিপ আটকানো ছিল। তা দেখে পুলিশের অনুমান ওই যমজ শিশু দুইটি মলদহ শহরের কোনও নার্সিংহোমে জন্মেছিল। সেখানে মারা যাওয়ার পর সেটি হাসপাতালের সামনে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে। হাসপাতাল জানায় , গত ৭ দিনে হাসপাতালে কোনও যমজ শিশুর জন্ম হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ দুটি তুলে নিয়ে যায়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন কুমার ঝরিয়াত বলেন, “বদনাম করার জন্যই দেহ দু’টি হাসপাতালের সামনে ফেলা হয়েছিল।”

জমি দখলের অভিযোগ
খুঁটি পুতে জমি দখল করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটে মালদহের গাজলের কৃষ্ণভোদা কোটালহাটি গ্রামে। অভিযোগ পাওয়ার পরে পুলিশ গিয়ে ওই জমি থেকে তৃণমূলের ঝান্ডা লাগানো খুঁটি তুলে ফেলে দেয়। জোর করে খুঁটি পুতে জমি দখলের চেষ্টাকে ঘিরে ওই গ্রামে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গাজল ব্লক তৃণমূল সভাপতি জয়ন্ত ঘোষ বলেন, “জোর করে জমি দখলের চেষ্টার ঘটনায় দলের জেলা ও ব্লকের অনুমোদন নেই। দলের অনুমোদন ছাড়াই যারা একাজ করেছে তাদের বিরুদ্ধে পুলিশকে আইন আনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি। তৃণমূল কোনও দিনই জোর করে জমি দখলের নীতিতে বিশ্বাস করে না। তৃণমূলের ব্লক সভাপতি অভিযোগ করেন, কিছু জমির দালাল দলের নাম করে জমি দখল করা চেষ্টা করছে। সারা ভারত কৃষক সভার অঞ্চল সম্পাদক তথা গাজল-১ গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান অরুণ বিশ্বাস বলেন, “যাঁরা ৪০-৫০ বছর ওই জমিতে বসবাস করছে সেই জমিতে তৃণমূল ঝান্ডা পুঁতে উচ্ছেদ করে তা দখলের চেষ্টা করছে।”

নয়া জেলা কমিটি
তৃণমূল প্রভাবিত সরকারি কর্মীদের সংগঠন ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠন হল রবিবার। জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তম সিংহ। যুগ্ম সম্পাদক হিসাবে তরুণ রায় ও প্রদীপ দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক দম্পতির। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পাথরঘাটা এলাকায় রাজ্য সড়কে। দম্পতির দুই জখম মেয়ে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি। মৃতদের নাম পৃত্থী হাঁসদা (৩২) ও পুতুল মুর্মু (২৭)।

মৃতদেহ উদ্ধার
দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পাথরঘাটা এলাকায় একটি পুকুর থেকে রবিবার যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের নাম দীনেশ বর্মন (২০)। মৃগী রোগী ওই যুবক গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.