সংস্কৃতি যেখানে যেমন

বসিরহাটে নাট্যমেলা
সম্প্রতি উত্তর ২৪ পরগনার বসিরহাটের ‘কিংশুক’ সংস্থার উদ্যোগে এক নাট্যমেলা অনুষ্ঠিত হল। ভ্যাবলা বিবেকানন্দ ব্যায়াম সমিতির সহযোগিতায় স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় শিশু উদ্যানে তিনব্যাপী ওই নাট্যমেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব নটরাজ দাশ। মেলায় মঞ্চস্থ হয় হালি শহরের মালঞ্চ প্রযোজিত ‘ত্যাগ’, গোবরডাঙার রূপান্তর নাট্য সংস্থার ‘বদনাম’, নকশা প্রযোজিত ‘রাজার অসুখ’, টাকি কালচার ইউনিট প্রযোজিত ‘ভাল মানুষ’, চাঁদপাড়ার অ্যাক্টো প্রযোজিত ‘ছাঁচ ভাঙার গান’ এবং আয়োজক সংস্থা কিংশুক প্রযোজিত ‘হরিপদ মণ্ডলের মৃত্যু’। উদ্যোক্তাদের তরফে পলাশ চক্রবর্তী বলেন, “মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাভাবনা নাটকের মাধ্যমে ফুটে ওঠে। এই বিশ্বাসকে অবলম্বন করেই আমাদের এই উদ্যোগ।”

টাকি গ্রামীণ সংস্কৃতি বইমেলা
ছবি: নির্মল বসু।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকিতে শুরু হয়েছে টাকি গ্রামীণ সংস্কৃতি বইমেলা। স্থানীয় এরিয়ান ক্লাব ময়দানে গত ১৪ এপ্রিল মেলার উদ্বোধন করেন সাহিত্যিক শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ দাস মুখোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ভরত দাস প্রমুখ। মেলায় সব মিলিয়ে ১৩২টি স্টল রয়েছে। রয়েছে নামীদামি প্রকাশনা সংস্থা। রয়েছে শিশুদের মনোরঞ্জনের নানা আয়োজন, বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতির অনুষ্ঠান। রবিবার ছিল মেলার শেষ দিন।

তালদিতে বিবেক মেলা
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে দু’দিনব্যাপী বিবেক মেলার আয়োজন করা হয়েছিল। গত রবিবার তালদি মোহনচাঁদ হাইস্কুল মাঠে মেলার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডল। উপস্থিত ছিলেন ক্যানিংয়ের মহকুমাশাসক শেখর সেন, ক্যানিং-১ এর বিডিও রাজদীপ দত্ত, ক্যানিং থানার ওসি পার্থসারথি ঘোষ প্রমুখ। মেলায় নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

জয়ী ‘চেতনা’
সম্প্রতি বসিরহাটের নিমদাঁড়িয়া নাইট রাইডার্সের পরিচালনায় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছে চেতনা একাদশ। নিমদাঁড়িয়া স্টেশন সংলগ্ন মাঠে ওই খেলায় মহকুমার বিভিন্ন এলাকার ৬টি দল যোগ দিয়েছিল। ফাইনালে প্রথমে ব্যাট করে দাদভাই একাদশ ৩২ রান তোলে। জবাবে ৫ ওভারে ৩৩ রান করে চেতনা। ম্যাচের এবং প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয়েছেন ছাত্তার গাজি। ফাইনাল দেখতে মাঠে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মত। ওই দিন মাঠে এসেছিলেন টাকি পুরসভার পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বার্ষিক উৎসব
হাবরার ‘নাট্য মিলন গোষ্ঠী’র ১৮তম বার্ষিক উৎসব শেষ হল রবিবার। অশোকনগরের শহিদ সদনে বৃহস্পতিবার উৎসব শুরু হয়। চার দিনের এই নাট্যোৎসবে ১৪টি নাটক মঞ্চস্থ হয়েছে। এর মধ্যে ন্যাজাটের ভাবনা পরিবেশন করে ‘অশ্বমেধের ঘোড়া’। কাঁচরাপাড়ার হংসমিথুন ‘ফকির সাধুর রূপকথা’, গোবরডাঙার কথা প্রসঙ্গ ‘চোকলা’, অশোকনগরের অভিযাত্রী ‘বাবাকাহিনী’ মঞ্চস্থ করে। এ ছাড়া ছিল চন্দননগরের সৃজন সংস্থার ‘রাত গভীরে নৈঋ তা’, হাওড়ার অনামী অঙ্গনের ‘নাচন যখন নাচায়’, গোবরডাঙার রূপান্তর গোষ্ঠীর ‘বদনাম’-সহ আরও কয়েকটি নাটক উৎসবে পরিবেশিত হয়।

নববর্ষে অনুষ্ঠান
নববর্ষ এবং বি আর অম্বেডকরের ১২১ তম জন্ম দিবস পালিত হল বসিরহাটের টাউন হলের পাশে মহকুমা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। অম্বেডকরের ছবিতে মাল্যদান করেন তৃণমূল নেতা সুরেশ মণ্ডল-সহ বিশিষ্টেরা। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

‘সৃজনী’র নৃত্যানুষ্ঠান
সম্প্রতি একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছিল গোবরডাঙার সংস্থা ‘সৃজনী’। আশোকনগরের শহিদ সদনে ‘কল্লোলিনী’ নামে ওই অনুষ্ঠানে ৬২ জন শিল্পী মৃত্য পরিবেশন করেন। ছিল কত্থক, ভরতনাট্যম এবং রবীন্দ্রনৃত্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.