টুকরো খবর
রাস্তা বেহাল, নাকাল যাত্রী
আরামবাগ থেকে হাজিপুর যাওয়ার রাস্তার দশা।
কামারপুকুরের কাছে ছবিটি তুলেছেন মোহন দাস।
হাওড়ার বাগনান-২ ব্লকের আন্টিলা থেকে কাঁটাপুকুর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা গত তিন বছর ধরে বেহাল অবস্থা। ২০০৬ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় জেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তাটি তৈরি হয়েছিল। তার পর থেকে একবারও মেরামত হয়নি বলে এলাকার মানুষজনের অভিযোগ। ভাঙাচোরা রাস্তা দিয়েই কামারদহ, বাঁকুড়দহ, বীরকুল, কাঁটাপুকুর, হেলাদ্বীপ, নজরপুর প্রভৃতি প্রায় ১৫টি গ্রামের মানুষ যাতায়াত করেন। বিপজ্জনক ভাবে চলাচল করে সাইকেল, রিকশা, ভ্যান, যন্ত্রচালিত ভ্যান, লরি, অটো, ট্রেকার-সহ নানা গাড়ি। স্থানীয় বাসিন্দা অভিজিৎ দেড়ে বলেন, “আমি এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাতায়াত করছি। রাস্তাটির গত তিন বছর ধরে বেহাল অবস্থা। ফলে, সাইকেলের টায়ার-টিউব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রী এবং রোগীদের যাতায়াতেও প্রচণ্ড অসুবিধায় পড়তে হচ্ছে।” ভ্যানচালক অশোক হাবর বলেন, “ভাঙাচোরা রাস্তা দিয়ে যাত্রী নিয়ে ভ্যান চালাতে অসুবিধা হয়। কী করব? আমাদের তো কোনও উপায় নেই। ভ্যান চালিয়ে সংসার চালাতে হয়।” সংশ্লিষ্ট আন্টিলা পঞ্চায়েতের প্রধান তৃণমূলের বাদল মণ্ডলও সমস্যার কথা মেনে নিয়েছেন। তিনি জানান, সমস্যার কথা জেলা পরিষদে জানানো হয়েছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আনন্দ চট্টোপাধ্যায় জানান, এখন টাকা নেই। টাকা এলেই রাস্তা মেরামতের কাজ শুরু হবে।

জগদ্দলে সদ্য বিবাহিতার মৃত্যু, ধৃত শ্বশুর-শাশুড়ি
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল সদ্য বিবাহিতা এক যুবতীর। তাঁর ‘মৃত্যুকালীন জবানবন্দি’র ভিত্তিতে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্বশুর-শাশুড়িকে। স্বামী অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। যদিও ওই যুবকের অবস্থা ‘আশঙ্কাজনক’ হওয়ায় তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি বলে থানা সূত্রের খবর। ঘটনাটি শ্যামনগরের জগদ্দল থানার আঁতপুর এলাকার। ওই এলাকারই বাসিন্দা সুনীল সাউয়ের সঙ্গে দিন দশেক আগে বিয়ে হয়েছিল চন্দ্রাণী সাউ (২০)-এর। বায়ুসেনা কর্মী সুনীলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চন্দ্রাণীর। তাঁর মা মীরা সাউয়ের অভিযোগ, বিয়ের দু’এক দিন কাটতে না কাটতেই পণের দাবিতে শারীরিক-মানসিক নির্যাতন শুরু হয়েছিল মেয়ের উপরে। ১৮ এপ্রিল অগ্নিদগ্ধ হন চন্দ্রাণী। তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। শনিবার সেখানেই মারা যান ওই যুবতী। সুনীল চিকিৎসাধীন।

টাকা-গয়না চুরি
সাতটি তালা দিয়েও রক্ষা হল না টাকা-গয়না। পুলিশ জানায়, হাওড়ার দাশনগরের বাসিন্দা, পারভেজ প্রসাদ ও তাঁর স্ত্রী শনিবার রাতে বাড়ি ছিলেন না। দোতলা বাড়ির বিভিন্ন দরজায় লাগানো ছিল সাতটি তালা। রবিবার ফিরে তাঁরা দেখেন, সব তালা ভাঙা। ঘর লণ্ডভণ্ড। পারভেজ পুলিশকে জানান, তিনটি আলমারি ভেঙে ৫ লক্ষ টাকার সোনার গয়না ও ৮০ হাজার টাকা চুরি গিয়েছে। পুলিশ সূত্রে খবর, একতলার তিনটি ঘরে থাকেন পারভেজরা। দোতলায় কেউ থাকেন না। পুলিশ জেনেছে, কিছু দিন ধরে রাতে বালিটিকুরিতে মেয়ের বাড়িতে থাকছিলেন ওই দম্পতি। পুলিশের ধারণা, চুরির পিছনে পরিবারের পরিচিত কেউ জড়িত। ওই পরিবারের খুঁটিনাটি দুষ্কৃতীরা জানত বলে দাবি পুলিশের। এক অফিসার বলেন, “একটি খাটের বক্সে কিছু গয়না ছিল। সেটিও চুরি গিয়েছে। পরিচিত কারও না হলে এত সহজে সেটির হদিস পেত না।”

স্কুলের ভোটে জয়ী তৃণমূল
শেওড়াফুলির সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন (বয়েজ)-এ পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল তৃণমূল। রবিবার নির্বাচনে তারা ৬টি আসনের প্রত্যেকটিতেই সিপিএম প্রার্থীদের হারিয়ে দেয়। স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নির্বাচনে অবশ্য ৪-০ ব্যবধানে জেতে বামফ্রন্ট। শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বামফ্রন্টকে হারিয়ে জিতেছে কংগ্রেস-তৃণমূল জোট। জোটপ্রার্থীরা ৬-০ ব্যবধানে জিতেছেন। চন্দননগর ঊষাঙ্গিনী বালিকা বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতেছে তৃণমূল। এখানেও ৬টি আসনের প্রত্যেকটিতেই বাম প্রার্থীরা হেরে যান।

মহিলা কর্মীকে নিগ্রহের অভিযোগ
পোস্ট-অফিসের এক মহিলার কর্মীকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল পোস্টমাস্টারের বিরুদ্ধে। মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা কর্মী। তাঁর অভিযোগ, চিঠিপত্র নিয়ে আসতে দেরি হওয়ায় রঙ্গিবসানের পোস্টমাস্টার গোপাল ঘোড়ই তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গালিগালাজ করেন। গত শুক্রবার মহিষাদলের রঙ্গিবসানের শাখা পোস্ট-অফিসের ওই মহিলা কর্মী কেশবপুরের শাখা অফিসে ডাক (চিঠিপত্র) আনতে গিয়েছিলেন। ফিরতে তাঁর বিকেল সাড়ে তিনটে বেজে যায়। অভিযোগ, তাঁকে অফিসে ঢুকতে বাধা দেন পোস্টমাস্টার। গোপালবাবু অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

বাগনানে বিভিন্ন অনুষ্ঠান
হাওড়া জেলার বাগনানের শরৎ অঞ্চল নাগরিক সমাজ এবং শরৎ অঞ্চল ছাত্র-যুব সম্প্রদায়ের যৌথ উদ্যোগে সম্প্রতি দু’দিন ধরে আয়োজিত হল নানা অনুষ্ঠান। এই উপলক্ষে স্থানীয় ওড়ফুলি উদয়চাঁদ মেমোরিয়াল ইন্সটিটিউশন বিদ্যালয়ের মাঠে বিনা ব্যয়ে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে রোগীদের ওষুধ দেওয়া ছাড়াও বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয় বলে জানান উদ্যোক্তারা। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাও হয়।

আত্মঘাতী
জা-কে কুপিয়ে আত্মঘাতী বধূসাংসারিক গণ্ডগোলের জেরে জায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক বধূ। রবিবার সকালে দাসপুর থানার দাদপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুমিত্রা পাত্র (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় ঘাটালের একটি নার্সিংহোমে ভর্তি মৃতার জা শান্তি পাত্র। স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে গোয়ালঘরে কাজ করার সময়ে শান্তিদেবীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন সুমিত্রাদেবী। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ দিকে, সুমিত্রাদেবী বাড়ির দোতলায় একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। আধ ঘণ্টা পরেও তার কোনও সাড়া না-পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ফেলেন। ভিতরে সিলিং ফ্যানে ঝুলছিল সুমিত্রাদেবীর নিথর দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলম্ত দেহ উদ্ধারের পাশাপাশি আহত শান্তিদেবীর চিকিৎসার ব্যবস্থা করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.