টুকরো খবর
বিস্ফোরক উদ্ধার, ধৃত
ছবি: সুজিত মাহাতো।
মুম্বইগামী হাওড়া-লোকমান্য তিলক টার্মিনাস সমরসত্তা এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে শুক্রবার রাতে আরপিএফ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে। রেল সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে আদ্রায় সামসুর হক খানের কাছ থেকে বিস্ফোরকগুলি পাওয়া যায়। আরপিএফের আদ্রার ওসি সঞ্জয় হাজরা বলেন, “৩০টি ডিটোনেটর ও ৩০টি জিলেটিন স্টিক নিয়ে ওন্দার পুনিশোলের ওই বাসিন্দা ছত্তীসগঢ়ের রায়গড়ে কুয়ো খোঁড়ার কাজ করতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তদন্ত করা হচ্ছে।” পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “কী উদ্দেশে ওই ব্যক্তি বিস্ফোরকগুলি নিয়ে যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।” ধৃতকে রবিবার রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে ৪ দিন পুলিশি হেফাজত হয়।

চালু হল না বন্ধ কারখানা
রেল কোচ মেরামতির কারখানা নির্মাণের কাজ শুরু হল না রবিবারেও। গত শুক্রবার থেকে আদ্রার আনাড়ায় এই নির্মাণ কাজ বন্ধ রাখেন ঠিকাশ্রমিকরা। স্থানীয় লোকজনকে কাজে নিয়োগ করা ও শ্রমিকদের নায্য মজুরি দেওয়ার দাবিতে নির্মাণকাজে যুক্ত থাকা শ্রমিকদের একাংশ ও স্থানীয় লোকজন অন্দোলন শুরু করেছেন। ঠিকাশ্রমিক লোকমান আনসারি বলেন, “আমরা কারখানার বিরুদ্ধে নই। কিন্তু কাজে স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। তাই প্রতিবাদ জানিয়েছি।” ঠিকাদার কৃষ্ণপ্রকাশ শর্মা বলেন, “আজ জমি সমীক্ষার কাজ হয়েছে। অন্য কোনও কাজ হয়নি।” তিনি জানান, আজ মঙ্গলবার রেলের আধিকারিকদের সঙ্গে শ্রমিকদের দাবি নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বধূ ‘নির্যাতন’, গ্রেফতার স্বামী
বধূ নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার ইঁদপুর থানার পড়াশিডাঙা গ্রামের ঘটনা। ধৃতের নাম সুজিত গোপ। শুক্রবার সাবিত্রীদেবী নামে ওই বধূ থানায় তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। পুলিশের দাবি, ওই বধূ লিখিত অভিযোগে জানিয়েছেন, চার বছর আগে বিয়ে হয়েছে। তার পর থেকে নানা কারণে তাঁর উপরে অত্যাচার করছেন স্বামী-সহ শ্বশুর বাড়ির লোকজন। পুলিশ জানায়, বধূর শ্বশুর ও শাশুড়ি পলাতক। শনিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

শ্লীলতাহানির অভিযোগ
পুকুরে স্নান করতে যাওয়ার পথে এক বধূর শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার পাত্রসায়র থানার পুলিশ। পাত্রসায়র থানা এলাকার ওই বধূ শনিবার অভিযোগে জানিয়েছেন, শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে যাচ্ছিলেন। সেই সময় পড়শি তিন যুবক তাঁকে গালিগালাজ করে এবং প্রতিবাদ করলে ওরা তাঁর শ্লীলতাহানি করে। পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতার করে রবিবার তাদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক জামিন মঞ্জুর করেন। অভিযুক্তরা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

পড়ুয়ার অপমৃত্যু
এক ছাত্রীর অপমৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম তরুলতা মাহাতো (১৫)। মানবাজার থানার বাগডেগা গ্রামে তাঁর বাড়ি। সে স্থানীয় বারি শশিভূষণ হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত। শুক্রবার সন্ধ্যায় বাড়ির কাছে তার অচৈতন্য দেহ মেলে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আলোচনাসভা
ব্যাঙ্ক সংক্রান্ত অভিযোগ ও তার প্রতিকার সম্পর্কিত শনিবার একটি আলোচনাসভা হয়েছে। আয়োজন করেছিল চেম্বার্স অফ কমার্সের পুরুলিয়া শাখা ও মানবাজার ব্যবসায়ী সমিতি। সভায় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন এলাকার গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

রাজ্য সম্মেলন
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়ক সমিতির তৃতীয় রাজ্য সম্মেলন হল পুরুলিয়া শহরে। ২১ ও ২২ এপ্রিল দু’দিনের এই সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক আলিজান আনসারি গ্রামোন্নয়নে পঞ্চায়েতের ভূমিকার কথা উল্লেখ করে আমলাদের বদলে জনপ্রতিনিধিদেরই উন্নয়নের কাজে বেশি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।

বিড়িশ্রমিকদের সভা
ঝালদা হাটতলা ময়দানে শনিবার হয়ে গেল সিটু নিয়ন্ত্রিত পুরুলিয়া জেলা বিড়ি কারিগর ইউনিয়নের দশম জেলা সম্মেলন। সংগঠনের জেলা সম্পাদক ভীম কুমার জানিয়েছেন, জেলায় লক্ষাধিক বিড়ি শ্রমিক রয়েছেন। সেখানে কীভাবে শ্রমিকদের প্রাপ্য সুবিধা আদায় করা যায় এবং তার জন্য কীভাবে আন্দোলন গড়ে তোলা যায় আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক মণীন্দ্র গোপ, সিটুর জেলা সম্পাদক নিখিল মুখোপাধ্যায়, সংগঠনের সবর্ভারতীয় নেতা কালীশঙ্কর পাল প্রমুখ।

খাতড়ায় মিছিল
দলনেত্রী তথা মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘অপপ্রচারে’র প্রতিবাদে রবিবার সকালে খাতড়ায় মহামিছিল করল তৃণমূল। এ দিন মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূল নেতা শ্যামল সরকার। শ্যামলবাবু বলেন, “আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ণমূলক কাজ করছেন তাতে ঈর্ষান্বিত হয়ে স্বার্থান্বেসীরা অপপ্রচার শুরু করেছে। তারই প্রতিবাদে এদিন মিছিল করা হয়েছে।” মিছিলটি ব্লক অফিস থেকে শুরু হয়ে খাতড়া শহর পরিক্রমা করে।

সম্মেলন
বঙ্গীয় সাধারণের গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতির খাতড়া মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। খাতড়া টাউন গ্রন্থাগারে সম্মেলনে ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অশোক মিত্রকে সভাপতি ও আনন্দময় চন্দ্রকে সম্পাদক করে ১২ জনের কমিটি গঠন করা হয়। উদ্বোধন করেন রাজ্য গ্রন্থাগার পর্ষদের সদস্য প্রণব হাজরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.