হাবরায় হকার্স মার্কেটের শিলান্যাস |
হাবরা শহরে ১ নম্বর রেলগেটের কাছে একটি ‘হকার্স মার্কেট’ গড়তে উদ্যোগী হয়েছে পুরসভা। শনিবার প্রস্তাবিত সেই ‘হকার্স মার্কেট’-এর শিলান্যাস করেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার, হাবরার পুরপ্রধান তপতী দত্ত এবং পুরসভার বিরোধী দলনেতা ঋজিনন্দন বিশ্বাস-সহ সিপিএমের ১০ জন কাউন্সিলর। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মার্কেটটি চার তলা হবে। এ জন্য খরচ ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। মোট ৪০০টি দোকানঘর হবে। হাবরা শহরের যানজট সমস্যা মেটাতে যশোহর রোডের ধারে যাঁরা ‘জবরদখল’ করে করে ব্যবসা করছেন, তাঁদের পুনর্বাসন দেওয়া হবে ওই মার্কেটে। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে এ জন্য ৬৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে পুরসভাকে। পুরমন্ত্রী বলেন, “পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা হবে না। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। উচ্ছেদ হওয়া দোকানদারদের পুনর্বাসনের জন্য খাদ্যমন্ত্রী এবং এখানকার পুরপ্রধান আমাকে বলেছিলেন। তাই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রমাণ হল আমরা উচ্ছেদের সরকার নই।”
|
ওভারহেড তার ছিঁড়ে বিঘ্ন ট্রেনে |
ওভারহেডের তার ছিঁড়ে প্রায় ৮ ঘণ্টা ব্যাহত হল ট্রেন চলাচল। পূর্ব রেলের শিয়ালদহ-নামখানা শাখায় লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছে রবিবার ভোর ৫টা নাগাদ ওই ঘটনা ঘটে। খবর পেয়ে যান রেলের আধিকারিকেরা। পৌঁছয় তিনটি টাওয়ার ভ্যান। ঘণ্টা দুয়েক পরে জয়নগর স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। বেলা ১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “যে ভাবে তার ছিঁড়েছিল, তা ঠিক মতো মেরামত করতে এতটা সময় লেগেছে।”
|
মন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম |
সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডলের গাড়ির ধাক্কায় জখম হলেন এক ভ্যানচালক। রবিবার বিকেলে জয়নগরের তুলসিঘাটা মোড়ে ওই ঘটনা ঘটে। এ দিন গাড়িতে মথুরাপুরের দিকে যাচ্ছিলেন মন্ত্রী। কুলপি-জয়নগর রাস্তায় উল্টোদিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা মারে তাঁর গাড়ি। ওই ভ্যানচালককে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। |