টুকরো খবর |
বাস চলাচলে বাধা, নালিশ দুই মালিকের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র বিরুদ্ধে বাস আটকে রাখার অভিযোগ উঠল। রবিবার কোতয়ালি থানায় অভিযোগ জানিয়েছেন দুই বাস মালিক। তাঁদের অভিযোগ, আইএনটিটিইউসি-র মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের দুই নেতা স্বাধীন দাস ও পার্থ ঘনার নেতৃত্বে শনিবার জোর করে বাস চালাতে বাধা দেওয়া হয়। রবিবারও বাস চালাতে দেওয়া হয়নি। পরে পুলিশের হস্তক্ষেপে এ দিন দুপুরের পর বাস ছাড়ার সিদ্ধান্ত নেন আইএনটিটিইউসি কর্তৃপক্ষ। আইএনটিটিইউসি-র পাল্টা অভিযোগ, ওই দুই বাস মালিক কর্মীদের নানা ভাবে বঞ্চিত করলেন। তাঁদের বারবার আলোচনায় ডেকেও সাড়া মেলেনি। আইএনটিটিইউসি নেতা স্বাধীন দাস বলেন, “আমরা শ্রমিকদের স্বার্থে সংগঠন করি। তাই প্রতীকী বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।” অন্যদিকে দুই বাস মালিক শেখ হাবিবুর রহমান ও মনিকা ভুঁইয়ার অভিযোগ, “ওই সংগঠন বাসস্ট্যান্ডে ১০ টাকা করে চাঁদা নিচ্ছিল। অকারণে কেন একটি সংগঠনকে টাকা দেব? তার প্রতিবাদ করাতেই নানা ভাবে আমাদের বিব্রত করার চেষ্টা চলছিল। জোর করে স্ট্যান্ড থেকে বাস বেরোতে দেয়নি।” আইএনটিটিইউসি অবশ্য জানিয়েছে, সংগঠনের পক্ষ থেকে সরাসরি কোনও চাঁদা নেওয়া হয় না। সংগঠনের উদ্যোগে বাসস্ট্যান্ডে একটি দাতব্য চিকিৎসালয় চালানো হয়। সেখানে নিখরচায় বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, দেওয়া হয় ওষুধও। স্বাধীনবাবুর দাবি, “গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা দিতেই ৫ টাকা করে নেওয়া হয়। ১০ টাকা নয়।” তবে বাস চলাচলে আর বাধা দেওয়া হবে না বলে আইএনটিটিইউসি- জানিয়েছে। সেই সঙ্গে সংগঠনের তরফে জানানো হয়েছে, ওই দুই বাস মালিক যদি কর্মীদের বঞ্চিত করে তাহলে প্রয়োজনে আদালতেরও দ্বারস্থ হবে তারা। পুলিশ জানিয়েছে, যাতে বাস চলাচল নিয়ে জটিলতা না দেখা দেয় সে জন্য দু’পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে।
|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীর সঙ্গে সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সত্যরঞ্জন দাস। বছর তেইশের ওই যুবকের বাড়ি আনন্দপুর থানার ভাসাদহে। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার মেদিনীপুর আদালত হাজির করা হলে ধৃতকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে পারিবারিক সূত্রে খবর। ওই কিশোরীর বাড়ি ভাসাদহের পাশের গ্রাম বিবেকপুরে। তার পরিবারের অভিযোগ, সত্যরঞ্জন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরেই কিশোরীর সঙ্গে সহবাস করেছে। যার ফলেই এই ঘটনা। অভিযোগ পেয়ে শনিবার রাতে সত্যরঞ্জনকে গ্রেফতার করে পুলিশ। আনন্দপুর থানার ওসি উত্তম দেবনাথ বলেন,“ নির্দিষ্ট অভিযোগ পেয়েই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।”
|
কলেজ, স্টেডিয়ামের জমি-জট কাটল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী নয়াগ্রাম ও শালবনিতে একটি করে কলেজ ও স্টেডিয়াম হওয়ার কথা। এ জন্য অর্থ বরাদ্দ করবে শিক্ষা দফতর ও ক্রীড়া দফতর। কিন্তু প্রকল্পের জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই টালবাহানা চলছিল। কাল, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর আসার আগেই দ্রুত জমি হস্তান্তরের কাজ শেষ করে ফেলল জেলা প্রশাসন। কলেজের জন্য শিক্ষা দফতর ও স্টেডিয়ামের জন্য ক্রীড়া দফতরকে ওই খাস জমি দিয়েছে প্রশাসন।জঙ্গলমহলে দাঁড়িয়েই এলাকার উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে নয়াগ্রামের বালিগেড়িয়ায় একটি স্টেডিয়াম ও খড়িকামাথানিতে একটি কলেজ তৈরির কথা ছিল। শালবনির কয়মাতেও একটি কলেজ ও স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করেছিলেন মমতা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দু’টি ব্লকেই খাস জমি ছিল। তা চিহ্নিতও করা হয়েছিল। কিন্তু বিভাগীয় হস্তান্তর হয়নি। এ ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি সাগে। এতদিন সেই অনুমতি না আসায় কাজ এগোয়নি। তবে মুখ্যমন্ত্রীর জেলা সফরের কথা জেনেই দ্রুত জমি হস্তান্তর করা হয়েছে। তবে লালগড়ে কয়েকটি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের অনুমতি এখনও মেলেনি। লালগড়ে একটি কলেজ তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। একটি বিশেষ স্কুলও হওয়ার কথা। সেখানে প্রথম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হবে। থাকবে মহিলা ছাত্রাবাস। রামগড়ে পলিটেকনিক কলেজ ও প্রাথমিক শিক্ষক-শিক্ষণ কেন্দ্র তৈরির প্রতিশ্রুতিও রয়েছে। ও জন্য জমি দেখার কাজ শেষ বলে প্রশাসন সূত্রে খবর। তবে এখনও জমি হস্তান্তরের অনুমতি মেলেনি।
|
মহিলা কর্মী নিগ্রহে অভিযুক্ত পোস্টমাস্টার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পোস্ট-অফিসের এক মহিলার কর্মীকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল পোস্টমাস্টারের বিরুদ্ধে। মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা কর্মী। তাঁর অভিযোগ, চিঠিপত্র নিয়ে আসতে দেরি হওয়ায় রঙ্গিবসান পোস্ট-অফিসের পোস্টমাস্টার গোপাল ঘোড়ই তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অকথ্য গালিগালাজ করেন। বিকেল পর্যন্ত অপেক্ষা করলেও ডাক নিতে অস্বীকার করেন পোস্টমাস্টার। গত শুক্রবার সকালে মহিষাদলের রঙ্গিবসানের শাখা পোস্ট-অফিসের ওই মহিলা কর্মী কেশবপুরের শাখা অফিসে ডাক (চিঠিপত্র) আনতে গিয়েছিলেন। ফিরতে তাঁর বিকেল সাড়ে তিনটে বেজে যায়। অভিযোগ, তাঁকে অফিসে ঢুকতে বাধা দেন পোস্টমাস্টার। ডাক কোথায় রাখবেন জানতে চাইলে গোপালবাবু তাঁকে গালমন্দ করে ধাক্কা দেন বলে অভিযোগ। মহিলার কথায়, “স্বামী মারা যাওয়ার পর থেকে এই পোস্টঅফিসে ২২ বছর কাজ করছি। এই পোস্টমাস্টার তিন বছর হল এসে আমার সঙ্গে অশালীন আচরণ করছেন।” গোপালবাবু অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “আমি মারধর করিনি। ওই মহিলা দেরিতে এসেছিলেন বলে শিক্ষা দিতে ডাক নিতে অস্বীকার করেছি মাত্র।”
|
তৃণমূল সংখ্যালঘু সেলের কনভেনশন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের সংখ্যালঘু সেলের পশ্চিম মেদিনীপুর জেলার কনভেনশন হল শনিবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের রাজ্য চেয়ারম্যান ইদ্রিশ আলি, তৃণমূলের জেলা চেয়ারম্যান মৃগেন মাইতি, জেলা সভাপতি দীনেন রায় প্রমুখ।কনভনশনে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই গ্রামে গ্রামে প্রস্তুতি শুরু করার পরামর্শ দেন উপস্থিত নেতৃত্ব। তাঁদের বক্তব্য, পঞ্চায়েতের মাধ্যমেই গ্রামের উন্নয়নের কাজ হয়। সে জন্য ত্রিস্তর পঞ্চায়েতে ক্ষমতায় আসা জরুরি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ দখল করতে হবে। তবেই গ্রামে উন্নয়নের কাজ জোর গতিতে এগোবে। কোথাও কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। সেই সঙ্গে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও পরামর্শ দেন নেতৃত্ব। তাঁদের বক্তব্য, জেলায় সিপিএমকে শূন্য হাতে ফেরাতে গেলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা সকলেই দলের কর্মী। যে কোনও পদক্ষেপ সকলের সঙ্গে আলোচনা করেই করতে হবে। বাম জমানায় ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে নানা দুর্নীতি হয়েছে বলেও কনভেনশনে অভিযোগ করেন সংখ্যালঘু সেলের রাজ্য চেয়ারম্যান ইদ্রিশ আলি। তাঁর বক্তব্য, সংখ্যালঘু মানুষের উন্নয়নের জন্য বিশেষ ভাবে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পূর্ব মেদিনীপুরেও এ দিন তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা কনভেনশন আয়োজিত হয়। সুতাহাটার সুবর্ণজয়ন্তী ভবনে এই কনভেনশনে সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আব্দুল গফফর-সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।
|
জা-কে কুপিয়ে আত্মঘাতী বধূ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
সাংসারিক গণ্ডগোলের জেরে জায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক বধূ। রবিবার সকালে দাসপুর থানার দাদপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুমিত্রা পাত্র (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় ঘাটালের একটি নার্সিংহোমে ভর্তি মৃতার জা শান্তি পাত্র। স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে গোয়ালঘরে কাজ করার সময়ে শান্তিদেবীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন সুমিত্রাদেবী। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ দিকে, সুমিত্রাদেবী বাড়ির দোতলায় একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। আধ ঘণ্টা পরেও তার কোনও সাড়া না-পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ফেলেন। ভিতরে সিলিং ফ্যানে ঝুলছিল সুমিত্রাদেবীর নিথর দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
ঝুলম্ত দেহ উদ্ধারের পাশাপাশি আহত শান্তিদেবীর চিকিৎসার ব্যবস্থা করে। মৃতদেহ ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
সংবাদমাধ্যমকে ফের আক্রমণ শিশিরের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
‘রাজ্যে এখন একশ্রেণির সংবাদমাধ্যম তথ্য-সন্ত্রাস চালাচ্ছে’রবিবার ভগবানপুরের নাজির বাজারে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্মেলনে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী। তিনি আরও বলেন, “ওই সব সংবাদমাধ্যমের কাজই হল তিলকে তাল পরিবেশন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা।” স্থানীয় হাইস্কুল মাঠে আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত ভগবানপুর ২ ব্লকের গড়বাড়ি ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজকর্মে জোর দিতে বলেন শিশিরবাবু। দলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে এ দিনও হুঁশিয়ারি দেন তিনি। সভায় রাজ্য যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “গত ৩৪ বছর ধরে এই এলাকার তৃণমূল কর্মীদের অনেক সন্ত্রাস সহ্য করতে হয়েছে। সন্ত্রাসের নায়ক লক্ষ্মণ শেঠ এখন জেলে ঘানি টানছেন। অপশাসন আর অপকর্মের কালিমা মাত্র ১১ মাসেই মুছে ফেলা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “অনেক প্রাণহানির পরে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে নতুন সরকার। নতুন ভাবে উন্নয়নের কর্মধারা শুরু করার সমবেত প্রচেষ্টা চালাতে হবে আমাদের।” সম্মেলনে বক্তাদের মধ্যে ছিলেন জেলা তৃণমূল সম্পাদক মামুদ হোসেন, দুই বিধায়ক অর্ধেন্দু মাইতি, রণজিৎ মণ্ডল, প্রদীপ কয়াল প্রমুখ। এপ্রিলের প্রচণ্ড গরমেও তিন
হাজারের বেশি দলীয় কর্মী উপস্থিত ছিলেন সম্মেলনে।
|
বিদ্যুদয়ন প্রকল্পে গাফিলতির নালিশ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুদয়ন যোজনার কাজে গাফিলতির অভিযোগ উঠল পটাশপুর-১ ব্লকের চিস্তিপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বারুইপুরে। গ্রামে মোট পরিবার সংখ্যা ৫৩৪ এবং এর মধ্যে বিপিএল তালিকাভুক্ত পরিবার ১৩৬টি। ওই বিদ্যুদয়ন প্রকল্পে গ্রামের জন্য ১০ কেভি ক্ষমতাসম্পন্ন মোট ৬টি ট্রান্সফর্মার বরাদ্দ করা হয়। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সুশান্ত মণ্ডল দাস, শিখা শাসমলদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় দেখা যায়, তিনটি ট্রান্সফর্মার ঠিক চললেও বাকি দুটি অচল। সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অন্য একটি ট্রান্সফর্মার সংযোগই করাননি। ২৫টি বিপিএল পরিবারে এখনও মিটার সংযোগ করা হয়নি এবং বাল্বও দেওয়া হয়নি। মিটারগুলি পড়ে রয়েছে স্থানীয় বারুইপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই অসহ্য গরমে তাই সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ স্বপন রায় বলেন, “অভিযোগ পেয়েছি। বিদ্যুৎ দফতরের প্রোজেক্ট অফিসকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। দ্রুত ট্রান্সফর্মার বদল করা, বিপিএল পরিবারগুলিকে বাল্ব দেওয়ার কাজ করা যাতে হয় তারই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
|
ভবানীচকে দিন-রাতের ফুটবল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ভবানীচক মৈত্রী সংঘের পরিচালনায় এক দিনের দিন-রাত ফুটবল প্রতিযোগিতা হল। শনিবার এগরা-২ ব্লকের ভবানীচক হাইস্কুল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মোট ৮ টি দল। ফাইনালে এগরা নবরূপ ক্লাব ১-০ গোলে ভবানীপুর বেকার সংঘকে পরাজিত করে। গোলটি করেন বিজয়ী দলের কার্তিক ধাড়া। ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন যথাক্রমে বিজয়ী দলের সঞ্জয় বেরা ও ব্রত পণ্ডা। খেলার পরিচালনায় ছিলেন কানাইলাল মণ্ডল, অর্ধেন্দু দাস ও নিতাই মণ্ডল।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ডিঙ্গলবেড়িয়া গ্রামে কংগ্রেস কর্মী পরেশ মাইতির বাড়িতে ঢুকে মারধর ও মহিলাদের শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে রবিবার মারিশদা থানার বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল উত্তর কাঁথি বিধানসভা যুব কংগ্রেস। ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি উত্তর কানাইদিঘি গ্রামে সিপিআইয়ের মহিলা সমিতির সদস্যাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কণিষ্ক পন্ডা, উত্তর কাঁথি যুব কংগ্রেস কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ গিরি প্রমুখ।
|
টেলিফোন অফিসে আগুন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রবিবার সকালে আচমকা আগুন লাগে কাঁথি টেলিফোন এক্সচেঞ্জের ব্যাটারি রুমে। ওই ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় মানুষজনই দমকল ও থানায় খবর দেন। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাটারি রুমের একটি এভিআর (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটার)-সহ বেশ কিছু যন্ত্রপাতি ও কেব্ল পুড়ে গিয়েছে বলে টেলিফোন কেন্দ্রের কারিগরি আধিকারিক শুভাশিস মাইতি জানিয়েছেন। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে দমকল দফতরের প্রাথমিক অনুমান।
|
বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। রবিরার সকালে এগরা থানার বর্তনা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হরিপদ জানা (২৯)। রবিবার সকাল ৯ টা নাগাদ তিনি বাড়ির পানের বরজে কাজ করছিলেন। সেই সময় সেচ পাম্পের বিদ্যুতের তারে পা জড়িয়েই দুর্ঘটনাটি ঘটে।
|
আলোচনাসভা |
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে কাঁথি কর্মচারী ভবনে আলোচনাসভার আয়োজন করেছিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটির কাঁথি মহকুমা শাখা। ‘বিবেকানন্দের সমাজচেতনা’ নিয়ে আলোচনা হয় সেই সভায়। |
|